
নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতায়, তখন দিল্লিতে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার CEC জ্ঞানেশ কুমারকে সরসারি প্রশ্ন করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক-সহ তৃণমূলের ১০ সাংসদ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেকের ঠিক কী কথা হয়েছে? বাইরে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান অভিষেক।
তাঁর কথা অনুযায়ী, CEC জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে মতের অমিল হয়। তাঁর একাধিক প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি কমিশনের ফুল বেঞ্চ। আলোচনা এমন এক পর্যায়ে পৌঁছয়, অভিষেকের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন সিইসি জ্ঞানেশ কুমার। তেমনটাই সাংবাদিক বৈঠকে দাবি করেছেন অভিষেক। আর ঠিক তার পর অভিষেকের কী বক্তব্য ছিল, সেটাই বাইরে বেরিয়ে এসে জনসমক্ষে বলেন অভিষেক।
অভিষেকের কথায়, “আলোচনা এমন পর্যায়ে পৌঁছয়, মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার।” তারপরই অভিষেক বলেন, “আমি বলেছিলাম, আমার রাজ্যের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমার নির্বাচিত। আপনি মনোনীত। আপনাকে আমার প্রভুর কাছে শুধু জবাবদিহি করতে হয়।” অভিষেকের কথায়, জ্ঞানেশ কুমারকে তিনি বলেন, আঙুল নীচে নামিয়ে কথা বলুন। অভিষেক বলেন, “উনি ভেবেছিলেন, হয়তো উনি যা বলবেন, আমরা তা শুনে নেব।” তিনি চ্যালেঞ্জ করেও বলেন, যদি হিম্মত থাকলে, তাহলে কমিশন বৈঠকের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুক।
এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “নির্বাচন কমিশন বুঝে গেল তৃণমূল কত ঘৃণ্য আর নীচু পর্যায়ের রাজনীতি করছে। ওরা বুঝে গিয়েছে, ওরা ক্ষমতাছাড়া হবে, তাই নোংরা রাজনীতি করছে। তাই আঙুল তুলেছে, হাত তুলেছে-এসব চলবে। যা বলার বলুক, তাতে কমিশনের কিছু যায় আসে না।”