Samik Bhattacharya: ‘তোমার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে’, নেহরুর প্রসঙ্গ টেনে অটল-বন্দনা শমীকের

Samik Bhattacharya on Atal Bihari vajpayee: অটল-বন্দনা করতে গিয়ে জওহরলাল নেহরুর মুখে বাজপেয়ির প্রশংসার কথা টেনে আনেন শমীক। বলেন, "ছয়ের দশকে পণ্ডিত নেহরু সমালোচিত হচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। একজন তরুণ সাংসদ তাঁর কাছে গিয়ে বললেন, আপনি সংসদ ডাকুন। আপনাকে সংসদ ফেস করতে হবে। সেই তরুণের কথায় সংসদের বিশেষ অধিবেশন ডাকলেন জওহরলাল নেহরু। সংসদে চাঁচাছোলা ভাষায়, নিজস্ব শব্দ চয়নে পণ্ডিত নেহরুকে আক্রমণ করলেন অটলজি।"

Samik Bhattacharya: তোমার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে, নেহরুর প্রসঙ্গ টেনে অটল-বন্দনা শমীকের
অটলবিহারী বাজপেয়িকে নিয়ে কী বললেন শমীক ভট্টাচার্য?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 26, 2025 | 7:51 PM

কলকাতা: তাঁর বাগ্মিতায় সারা বিশ্ব মুগ্ধ হয়ে যেতেন। কেন্দ্রে প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই অটলবিহারী বাজপেয়ির ১০১তম জন্মদিবস বৃহস্পতিবার ধুমধাম করে পালন করেছে বিজেপি। সাত বছর আগে প্রয়াত হয়েছেন বাজপেয়ি। কিন্তু, আজও তিনি বিজেপির মধ্যে কীভাবে জড়িয়ে রয়েছেন, সেকথা তুলে ধরলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেই প্রসঙ্গেই টেনে আনলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কীভাবে প্রশংসা করেছিলেন বাজপেয়ির।

গতকাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ির ১০১তম জন্মজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে সুশাসন দিবস পালন করে বিজেপি। সেখানেই শমীক বলেন, “বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছেন। জীবদ্দশায় দলের মধ্যে সম্পৃত্ত হয়ে গিয়েছেন।” এরপরই অটল-বন্দনা করতে গিয়ে জওহরলাল নেহরুর মুখে বাজপেয়ির প্রশংসার কথা টেনে আনেন শমীক। বলেন, “ছয়ের দশকে পণ্ডিত নেহরু সমালোচিত হচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। একজন তরুণ সাংসদ তাঁর কাছে গিয়ে বললেন, আপনি সংসদ ডাকুন। আপনাকে সংসদ ফেস করতে হবে। সেই তরুণের কথায় সংসদের বিশেষ অধিবেশন ডাকলেন জওহরলাল নেহরু। সংসদে চাঁচাছোলা ভাষায়, নিজস্ব শব্দ চয়নে পণ্ডিত নেহরুকে আক্রমণ করলেন অটলজি। তাঁর বক্তৃতা শেষে পণ্ডিত নেহরু বললেন, তোমার দল কোনওদিনও ক্ষমতায় আসবে কি না জানা নেই। তোমার দল ক্ষমতায় এলে তোমায় প্রধানমন্ত্রী করবে কি না, সেটাও জানা নেই। কিন্তু, তোমার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে।”

বাজপেয়ির প্রসঙ্গ টেনেই ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার গড়ার কথাও বললেন শমীক। তিনি বলেন, “২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে অটলবিহারী বাজপেয়ির সরকার প্রতিষ্ঠা হবে তাঁর জন্মশতবর্ষে। এবং প্রতিষ্ঠা হবেই। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। যাবেই। তাকে কেউ রাখতে পারবে না।