Kolkata municipal corporation election 2021: ‘মমতা পরাজিত’, শাসক শিবিরকে দূষে তীব্র আক্রমণ বিকাশরঞ্জনের
Kolkata municipal corporation election 2021: প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়িয়ে দিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, 'মমতা পরাজিত'। কিন্তু কেন এমন বলছেন প্রাক্তন মেয়র?
মমতা ও তৃণমূলকে তীব্র আক্রমণ প্রাক্তন মেয়রের
গোটা শহর জুড়ে যখন জায়গায় জায়গায় ভোট লুঠের অভিযোগ তুলেছে বিরোধীরা। ঘড়ির কাঁটা যত গড়িয়েছে, তত অভিযোগের পাহাড় বড় হয়েছে। এই পরিস্থিতিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ তাঁর ফেসবুক হ্যান্ডেলে লেখেন, “মমতা পরাজিত। সংখ্যার বিচারে নয়। রাজনৈতিক নৈতিকতার ভিত্তিতে। যাঁরা ওঁর পক্ষে গলাবাজি করেন তাঁরাও কি নীতি নৈতিকতা বন্ধক রেখেছেন, না বিসর্জন দিয়েছেন – সেটা নিয়েই ৭×২৪ ঘন্টা বিতর্ক হতে পারে। বিতর্ক হতে পারে বিপ্লব দেব না মমতা কে পাবে গণতান্ত্রিক ভোট ধ্বংসের শ্রেষ্ঠ শিরোপা।”
ভোটের কলকাতায় চেনা ছবি
আজ কলকাতার পুরভোট সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে। পুলিশ কমিশনার সৌমেন মিত্রর শনিবার রাতের পরিদর্শন, রাজ্য নির্বাচন কমিশনের বার বার আশ্বাস থাকার পরেও ভোটের দিন সকাল থেকেই চেনা ছবি কলকাতায়। রক্ত ঝড়েছে, বোমা ফেটেছে। একাধিক জায়গায় বিরোধীদের এজেন্ট বসতে না পারার অভিযোগ উঠেছে। বিভিন্ন বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হলেও বহু জায়গায় তা অকেজো করে রাখা হয়েছে বলেও সকাল থেকে অভিযোগ উঠে আসছিল। যদিও জেলাশাসক বলছেন, প্রিসাইডিং অফিসাররা সকাল থেকেই খতিয়ে দেখেছেন ক্যামেরা।
দলের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থার আশ্বাস অভিষেকের
এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে ভোট দিতে এসে আশ্বস্ত করেছেন। সংবাদ মাধ্যমের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, যদি কোনও ফুটেজ থাকে, তা প্রকাশ্যে আনতে। তৃণমূলের কেউ জড়িত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে দলীয় স্তরে এবং প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।