Kolkata Municipal Election 2021: নন্দীগ্রামের মতো ভোট হলে জিতছে বিজেপি, ভবানীপুরের মতো হলে তৃণমূল: শুভেন্দু

Suvendu Adhikari: কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের সমর্থনে প্রচার করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, ভোট ঠিক ভাবে হলে জিতছে বিজেপি (BJP)।

Kolkata Municipal Election 2021: নন্দীগ্রামের মতো ভোট হলে জিতছে বিজেপি, ভবানীপুরের মতো হলে তৃণমূল: শুভেন্দু
শুভেন্দু অধিকারী। (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 1:56 PM

কলকাতা: কলকাতা পুরসভা ভোট (Kolkata Municipality Vote) প্রচারে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই রবিবাসরীয় প্রচারে নেমে তৃণমূল শিবিরকে নিশানা করে তাঁর দাবি, ভোট ঠিকঠাক হলে জিতবে বিজেপি। এদিন কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের সমর্থনে প্রচার করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, ভোট ঠিক ভাবে হলে জিতছে বিজেপি (BJP)। তাঁর কথায়, “এই ওয়ার্ডে মীনাদেবী জিতবেন। প্রচুর ভোটে জিতবেন”।

শুভেন্দু দাবি করেন, “কলকাতা পুরসভা ভোটের বাকি ওয়ার্ডেও তাই হবে। মানুষ ভোট দিতে পারলে বিজেপি-ই জিতবে। ভোট লুট হলে তৃণমূল”। বিজেপি প্রার্থীকে পাশে নিয়ে কটাক্ষের হাসি হেসে শুভেন্দুর টিপ্পনী, “নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে। ভবানীপুরের মতো ভোট হলে তৃণমূল জিতবে।”

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে তৃণমূল। তাদর দাবি, গণনায় কারচুপি হয়েছে। সেই সংক্রান্ত মামলা চলছে আদালতে। অন্যদিকে ভবানীপুর কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুরা অভিযোগ করে এসেছেন, মানুষ ইচ্ছেমতো ভোট দিতে পারেননি। অনেককে ভয় দেখিয়ে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি। পুরভোটের প্রচারে বেরিয়েও সেই প্রসঙ্গ টেনে আনলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

অন্য়দিকে বিজেপি প্রার্থী মীনাদেবী বলেন, ‘মানুষ ২৫ বছর ধরে আশীর্বাদ করেছে। এবারও করবে’। শুভেন্দুকে দেখিয়ে মীনাদেবীর মন্তব্য, ‘উনি এসেছেন। আমার নেতা, সব কর্মীরা খুশি। জোশ এসে গিয়েছে। মানুষ তো বলছে ভোট আপনার’। উল্লেখ্য, পুরভোটের আগে শেষ রবিবারে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস, সবাই প্রচারে ঝড় তুলেছেন।

এদিন আবার বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী শর্মিষ্ঠা ভট্টাচার্যের সমর্থনে এদিন জনকল্যাণ এলাকায় পায়ে হেঁটে প্রচারে বেরোন দিলীপ ঘোষ। সেখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আমরা চাই, কলকাতার সমস্যার সমাধান হোক। সিপিএম অনেক বছর চালিয়েছে। তারপর টিএমসি প্রায় ১৫ বছর। কিন্তু বেসিক সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি। আর তার সঙ্গে হিংসা দুর্নীতি তো রয়েছেই।” দিলীপের কথায়, “দেশের বড় বড় কর্পোরেশন বিজেপি চালায়। সেই সব অভিজ্ঞতা আমাদের আছে। তাই আমরা চাই মানুষের সেবা করতে। এবং আধুনিক কলকাতা তৈরি করতে চাই। আমরা ইতিমধ্যে ৫০ জন মহিলাকে প্রার্থী করেছি এবং তাঁরা সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন”।

দিলীপের সংযুক্তি, “লড়াই সব সময় কঠিন। তৃণমূলের জন্যও কঠিন। আমাদের জন্যও… সমাধান মানুষ করবে”। তাঁর অভিযোগ, শুধু বেহালায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পুরসভা ভোটের আগে তাঁদের পোস্টার ছিঁড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল। দিলীপের কটাক্ষ, “নেতারা বলছেন এসব চলবে না আবার নিজেরাই এসব করছেন। আমরা আশা করব শান্তিপূর্ণ ভোট হবে পুরসভায়”।

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: অভিজ্ঞতা আছে, আধুনিক কলকাতা গড়তে চাই: দিলীপ