KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাই কোর্টের

Calcutta High Court: ধোপে টিকল না বিজেপি (BJP) আবেদন। কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipality Election 2021) কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে করানো হোক, বিজেপির (BJP) এই আবেদন খারিজ করে এমনই জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাই কোর্টের
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 12:11 PM

কলকাতা: ধোপে টিকল না বিজেপি (BJP) আবেদন। ‘পুলিশ কাজ করেনি, এক্ষেত্রে এটা মনে হচ্ছে না। ভোটের আগের দিন বাকি কোনও প্রার্থীদের এই ধরণের অভিযোগ পেলে তাদের নিরাপত্তা নির্দিষ্ট করতে হবে’। কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipality Election 2021) কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে করানো হোক, বিজেপির (BJP) এই আবেদন খারিজ করে এমনই জানাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোট করানোর আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির চার প্রার্থী। তবে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে তা খারিজ করল আদালত। চার প্রার্থী ছাড়া ১৪৪টি ওয়ার্ডের আর কোনও প্রার্থী এমন অভিযোগ বা আবেদন করেননি, বলে জানায় রাজ্য নির্বাচন কমিশন। আর মূলত এই কারণেই মামলা খারিজ হয়েছে হাই কোর্টে। আদালতের পর্যবেক্ষণ, চার আবেদনকারীর বয়ানই প্রায় একরকম। একই মর্মে তারা আবেদন করেছেন।

এদিন আদালতে মামলাকারী পক্ষের আইনজীবী এসকে কাপুর সওয়াল করেন, মানুষ পথে নামতে ভয় পাচ্ছে। ৬০ শতাংশ মানুষ ভোট দিতে পারেন। পুলিশের উচিত সঠিক ব্যবস্থা নিয়ে ভয় দূর করা। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী রত্নাঙ্ক ব্যানার্জি বলেন, এটি মাত্র চারজনের অভিযোগ। যারা পুলিশ কমিশনারকে বলেছে। নির্বাচন কমিশনকে অভিযোগ করেনি। সুপ্রিম কোর্টেও গিয়েছে। তার পর ১১ ডিসেম্বর এঁদের নিরাপত্তা দেওয়া হয়েছে। যা যা অভিযোগ পেয়েছে, কমিশন সে সবের নিষ্পত্তি করেছে। ১৪ ডিসেম্বর সিসিটিভির নির্দেশ এসেছে। হাইকোর্টের নির্দেশে সেগুলিও বসানো হবে।

তাদের আরও ব্যাখ্যা, ত্রিপুরার কমিশন কিছু করলেই এরাজ্যকেও তেমন করতে হবে এমন নয়। ১৪৪ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন অভিযোগ করেছেন। ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র সচিব সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠকে সুষ্ঠু উপায়ে ভোটের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে কেন্দ্রের তরফে বলা হয় কলকাতা পুরভোটে দেওয়ার মতো যথেষ্ট বাহিনী তাদের আছে। আদালতের নির্দেশ পেলে পেলে তা দিতে পারে তারা। আর রাজ্যের পক্ষ থেকে জিপি অনির্বাণ রায় বলেন, “এটা কোনো জনস্বার্থ মামলা নয়। রাজ্য পুলিশ নির্বাচন করতে পারছে না, এমন নয়। মাত্র চারজনের অভিযোগ এটা। সেই বিষয়টি দেখা হোক।”

অন্যদিকে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অন্য একটি মামলা করেন রয়েড স্ট্রিটে একটি স্কুলে নির্বাচনের দিন মূল গেট শুধু খোলা থাকুক এই নিয়ে। তাঁর বক্তব্য, অন্য গেট দিয়ে ভুয়ো ভোটাররা ঢুকে যেতে পারে।

সমস্ত পক্ষের সওয়ালের পর বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ জানায়, তিনটি অভিযোগ অনেকটা একই বক্তব্যে লেখা। আদালত মনে করছে, পুলিশ কাজ করেনি, এক্ষেত্রে এটা মনে হচ্ছে না। ভোটের আগের দিন বাকি কোনও প্রার্থীদের এই ধরণের অভিযোগ পেলে তাদের নিরাপত্তা নির্দিষ্ট করতে হবে। এজির আশ্বাসই যথেষ্ট। যেহেতু কমিশন এক্ষেত্রে মনে করছে না কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। তাই আপাতত বাহিনীর দাবি খারিজ করা হচ্ছে। পাশাপাশি, কমিশন এক্ষেত্রে ভোটার তালিকা আরেকবার দেখবে ভুয়ো ভোটার আছে কি না।

এদিনের মামালার রায় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, তাঁরা আলোচনা করে পরের পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন। তিনি যোগ করেন, “যে অবাধ পরিবেশে ভয়মুক্ত ভোট করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনের। তারা করতে পারবে বলে আমাদের ভরসা নেই। না করতে পারলে রাস্তা তো খোলা আছে। আইনি লড়াই হবে। ভোট লুঠ করলে গোটা রাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বোমা পড়লে, বিরোধী প্রার্থী আক্রান্ত হলে তার দায় বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনের উপর”।

আরেক বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, “২০০১ সালের আগে বারবার কেন্দ্রীয় বাহিনী চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল নয়। তাই আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম”। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, এমন নির্দেশের জন্য হাই কোর্টকে ধন্যবাদ। বাংলায় নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। মানুষের রায় মাথা পেতে নেওয়া হবে।

আরও পড়ুন: Bangladeshi Arrest In Kolkata: আনন্দপুর জাল আধার কার্ড কাণ্ডে গ্রেফতার আরও ৩ বাংলাদেশি