Dum Dum Assembly Election Result 2021 Live Update in Bengali: দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরগণা জেলায় দমদম বিধানসভা কেন্দ্র (Dum Dum Assembly […]

Dum Dum Assembly Election Result 2021 Live Update in Bengali: দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 1:43 PM

বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরগণা জেলায় দমদম বিধানসভা কেন্দ্র (Dum Dum Assembly Seat)। একুশের নির্বাচনে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে ব্রাত্য বসুকে। (Bratya Basu). ভারতীয় জনতা পার্টির হয়ে দাঁড়িয়েছেন বিমন শঙ্কর নন্দ ( Bimol Shankar Nanda) এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম পার্টির পলাশ দাস ( Palas Das) এই নির্বাচনে টিকিট পেয়েছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল গত বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছে তৃণমূলের ব্রাত্য বসু। এই নিয়ে দুই বার বিধায়ক পদ পেলেন তিনি। সিপিআইএম পার্টির পলাশ দাসকে ৯৩১৬ টি ভোটে হারিয়েছিলেন তিনি। ব্রাত্য বসু পেয়েছিলেন ৮১৫৭৯ টি ভোট অন্যদিকে পলাশ দাস পেয়েছিলেন ৭২, ২৬৩ টি ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১৪ হাজারের মতো ভোট পেয়েছিলেন।

মোট ভোটারের সংখ্যা ২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২, ২০, ৭৮৩ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৭৪, ৭০৫ জন। এখানকার ২৬৮ টি বুথে ৭৯ শতাংশের আশেপাশে ভোট পড়েছিল। এই বিধানসভা কেন্দ্রে প্রথম বার ভোট হয় ১৯৫২ সালে। এবং ওই ভোটে কংগ্রেস জয়লাভ করেছিল। এরপর একটা দীর্ঘ সময় ধরে এই কেন্দ্রে জয়লাভ করে সিপিআইএম। ২০০১ সালে তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ২০০৬ সালে আবারও ওই কেন্দ্রে জয় লাভ করেন সিপিআইএম প্রার্থী রেখা গোস্বামী। যদিও ২০১১ থেকে দমদমের মানুষ জিতিয়েছেন ব্রাত্য বসুকে।

বিগত নির্বাচনের পরিসংখ্যান বর্তমান বিধায়ক: ব্রাত্য বসু মোট প্রাপ্ত ভোট: ৮১৫৭৯ মোট ভোটার: ২, ২০, ৭৮৩ ভোট শতাংশ: ৭৯.১৩ মোট প্রার্থী:.৫