নয়া দিল্লি: ইস্তেহার (TMC Manifesto) প্রকাশ হওয়ার আগের দিনই অস্বস্তিতে শাসকদল (TMC)। তৃণমূল কংগ্রেসের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনার দিকে এ বার নজর ঘুরল নির্বাচন কমিশনের (Election Commission)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা নিয়ে খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ফুটেজ খতিয়ে দেখবে কমিশন। পুরুলিয়ার সভা থেকে ঘোষণার মাধ্যমে তৃণমূল সুপ্রিমো নির্বাচনী বিধি ভেঙেছেন কিনা তা খতিয়ে দেখা হবে।
নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর সোমবার থেকে জেলা সফর শুরু করেছেন মমতা। প্রথমদিন পুরুলিয়ায় সভা করতে গিয়ে বক্তব্যের সময় গৃহস্থ্যের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি করেন নেত্রী। যদিও আগেই TV9 বাংলার পক্ষ থেকে এই খবরটি জানানো হয়েছিল, যে ক্ষমতায় এলে রেশনের হোম ডেলিভারি করার পরিকল্পনা রয়েছে রাজ্যের।
আরও পড়ুন: ‘ওয়াররুমে’ চরম ‘অস্থিরতা’, বাংলার নেতাদের দিল্লিতে জরুরি তলব শাহের
এই প্রতিশ্রুতির মাধ্যমে তৃণমূল নেত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা এখন সেটাই দেখতে চায় কমিশন। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সভার ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। আগামিকালই ইস্তেহার প্রকাশ হওয়ার কথা তৃণমূলের। তার আগেই কমিশন এই সংক্রান্ত রিপোর্ট চাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে শাসকদলের।
আরও পড়ুন: নাড্ডার মুখেও ‘জয় বাংলা’! তিলি, মাহিষ্যদের ‘সম্মান’ দিতে বড় ঘোষণা বিজেপির