AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Goa Visit: ঝুলিতে নতুন প্রকল্প! ফের গোয়া যাচ্ছেন অভিষেক

Abhishek Banerjee Goa Visit: সদ্য পরপর গোয়া ও ত্রিপুরা সফর সেরে ফিরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ার জমি পোক্ত করতে কোনও ফাঁক রাখতে চাইছে না তৃণমূল নেতৃত্ব।

Abhishek Banerjee Goa Visit: ঝুলিতে নতুন প্রকল্প! ফের গোয়া যাচ্ছেন অভিষেক
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 7:27 PM
Share

নয়া দিল্লি : ফের একবার গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে গোয়াবাসীর জন্য কোন প্রকল্প আনা হতে, তা নিয়েই সম্ভবত আলোচনা হবে এবার। আগামী ৯ জানুয়ারি গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৯ থেকে ১২ জানুয়ারি, তিন দিনের গোয়া সফরে যাচ্ছেন তিনি।

গোয়ার বিধানসভা নির্বাচন আসন্ন। তাই গোয়ায় সংগঠন পোক্ত করতে কোনও ফাঁক রাখতে চাইছে না ঘাসফুল শিবির। গত বছরের শেষেই গোয়া সফর সেরে ফিরেছেন তিনি। আর এবার নতুন বছরে ফের সৈকত শহরে যাচ্ছেন সাংসদ। সূত্রের খবর, এবারের সফরে গোয়ার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও কথা হতে পারে।

গোয়ার সংগঠনে রদবদল

উল্লেখ্য, এরই মধ্যে গোয়ায় তৃণমূলের সংগঠনে বেশ কিছু রদবদল হয়েছে। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুষ্মিতা দেব এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে গোয়া তৃণমূলের কো-ইন-চার্জ পদে বসিয়েছেন মমতা। ভোটমুখী গোয়ায় এতদিন তৃণমূলের ইন-চার্জ হিসেবে একাই সব দায়িত্ব সামলাচ্ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এখন মহুয়ার ডেপুটি করে সুষ্মিতা ও সৌরভকে বসানো কি নেহাত নির্বাচনী রণকৌশল? না সুষ্মিতার ক্ষমতা বৃদ্ধি? নাকি ঠারেঠোরে মহুয়ার ডানা কাঁটার চেষ্টা? রাজনৈতিক মহলে এই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। আর সেই কো-ইন-চার্জ নিয়োগের পরই এবার কর্মীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন অভিষেক।

ডিসেম্বরেই গোয়া গিয়েছিলেন অভিষেক

গোয়ায় একাধিক কর্মসূচি নিয়ে গিয়েছিলেন অভিষেক। শুরুতেই সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘মহাদেবের কাছে গোয়ার ২০ লক্ষ মানুষের জন্য প্রার্থনা করেছি। গোয়ার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেছি।’ তাঁর কথায়, ‘গোয়ার ঐক্য, সৌহার্দ্য যেন বজায় থাকে। আগামী বছর গোয়ার মানুষের জীবন যেন খুশিতে ভরে থাকে।’ এই মন্দিরের পাশাপাশি একটি মঠেও গিয়েছিলেন অভিষেক। গোয়ার কানাকোনায় পার্তগলি জীবোত্তম মঠে যান তিনি। দলীয় কর্মসূচির পাশাপাশি জনসংযোগ তৈরিতেও মন দেন তিনি।

ধর্মের নামে বিভেদের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে

দিন কয়েক আগে ঘাসফুল শিবিরে বড়সড় ধাক্কা দিয়ে দলত্যাগ করেছেন প্রাক্তন বিধায়ক সহ পাঁচজন। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই প্রাক্তন বিধায়ক। গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদারের দাবি, ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মমতাকে একটি চিঠি দিয়ে দল ছেড়েছেন তিনি। সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘গোয়াবাসীর মধ্যে ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করা হচ্ছে। এমজিপির দিকে হিন্দু ভোট ও তৃণমূল কংগ্রেসের গিকে খ্রিস্টান ভোট টানার চেষ্টা চলছে। তৃণমূল একটি সাম্প্রদায়িক দল।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিওর সঙ্গে যে ১০ জন একেবারে শুরুতে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তার মধ্যে মামলেদার অন্যতম। মাত্র তিন মাসের মধ্যেই দল ছেড়েছেন তিনি।

আরও পড়ুন : Navjot Singh Sidhu attacks Amarinder Singh: ‘ক্যাপ্টেন বিশ্বাসঘাতক’, প্রচারে বেরিয়ে নিজের দলের সমালোচনাতেও মুখর সিধু