Adhir slams Mamata: ‘গোয়ার মহিলারা ইংরেজি জানেন বলেই ৫ হাজার? এ কেমন বিচার!’ অধীর-বাণে বিদ্ধ মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 13, 2021 | 5:25 PM

Adhir Ranjan Chowdhury: অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির 'দালালি' করছেন। সেই জন্যই বার বার গোয়ায় যাচ্ছেন।

Adhir slams Mamata: গোয়ার মহিলারা ইংরেজি জানেন বলেই ৫ হাজার? এ কেমন বিচার! অধীর-বাণে বিদ্ধ মমতা
শাসক দলকে আক্রমণ অধীরের (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি : ভোটমুখী গোয়ায় দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সংগঠনকে আরও মজবুত করতে একেবারে রণং দেহি মমতা। আরও একবার স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি একমাত্র তৃণমূলই। আর এই নিয়েই এবার তৃণমূল সুপ্রিমোকে কড়া সমালোচনায় বিদ্ধ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বললেন, “কেন বলতে হচ্ছে, শেষ পর্যন্ত তিনি আপস করবেন না? কারণ, এতদিন তিনি আপস করে এসেছেন এবং এখনও চলছেন। আর মানুষ তা ধরে ফেলেছে।”

জাতীয় স্তরে সংগঠন সম্প্রসারণের লড়াইয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ গোয়া। আর সেই লড়াইয়ে বন্ধু দলগুলির বিরুদ্ধে যেতেও যে তিনি তৈরি, আজ ঠারেঠোরে সেই কথাই আবারও বুঝিয়ে দিলেন। তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপির বিকল্প শক্তি হতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলী জোট। যদি কেউ আমাদের সমর্থন করতে চায়, তাহলে সেই সিদ্ধান্ত তাদের উপর। আমাদের তো সিদ্ধান্ত হয়ে গিয়েছি। লড়াই হবে, কিন্তু কোনওভাবেই লড়াইয়ের ময়দান ছেড়ে দেওয়া হবে না।”

আর এই নিয়েই এবার কংগ্রেসের ঝাঝালো আক্রমণের মুখে মমতা। কংগ্রেসর বক্তব্য, এতদিন ধরে আপস করে এসেছেন তিনি। তাই এখন বার বার করে বলতে হচ্ছে, তিনি আপস করবেন না। অধীরবাবু বলেন, ” গোয়ায় গিয়ে মমতা বলছেন, প্রত্যেক মহিলাকে আমি পাঁচ হাজার টাকা করে দেব। ক’দিন আগে বাংলায় ভোট হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডারের নাম দিয়ে। তাতে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ৫০০ টাকা এবং তপসিল জাতি এবং উপজাতির মহিলাদের জন্য বরাদ্দ ১০০০ টাকা। তাহলে বাংলার মহিলাদের জন্য ৫ হাজার টাকা নয় কেন? গোয়ার মহিলারা ইংরেজি বলতে পারেন, তাই সেখানে পাঁচ হাজার? বাংলার মহিলারা হয়ত ইংরেজি বলতে পারেন না, তাই সেখানে ৫০০ টাকা? দিদির কাছে এই অবিচার বাংলার মানুষ কেন মানবেন?

অধীর চৌধুরী আরও বলেন, “সর্বোপরি যেখানকার মহিলারা তাঁকে তিন বার জিতিয়ে আনলেন, তাঁদের জন্য পাঁচশো, আর গোয়ায় যাঁরা তাঁকে এখনও ভোটই দিলেন না, তাঁদের জন্য পাঁচ হাজার? দিদি এ কেমন বিচার।”

বিরোধী জোটে ফাটল ধরানো নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ভাষায় সমালোচনা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। বলেন, বিজেপি তো এখন থেকেই হাসছে। কারণ, বিরোধী ঐক্য ভাগাভাগি হচ্ছে। বিজেপির সুপারিশে আপনি সেই কাজ করতে গিয়েছেন। অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ‘দালালি’ করছেন। সেই জন্যই বার বার গোয়ায় যাচ্ছেন।

আরও পড়ুন : Vaccination Certificate: ‘টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকায় আপনি এত লজ্জিত কেন?’ আবেদনকারীকে ধমক হাইকোর্টের

আরও পড়ুন : Mamata in Goa: ‘ভোট ভাগাভাগি করতে নয়, ভোট ঐক্যবদ্ধ করতে গোয়ায় এসেছি’

Next Article