Goa Congress: ফাটল আরও চওড়া গোয়া কংগ্রেসে, শান্তনুর সঙ্গে শহরে এলেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি

Goa Assembly Election 2022: প্রার্থী তালিকায় নাম আসার পরেও তাঁর এ হেন সিদ্ধান্তে কার্যত মুখ পুড়ল কংগ্রেসের। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Goa Congress: ফাটল আরও চওড়া গোয়া কংগ্রেসে, শান্তনুর সঙ্গে শহরে এলেন প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি
গোয়া কংগ্রেসে ফাটল আরও চওড়া (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 8:46 PM

কলকাতা ও পানাজি: কলকাতায় পা রাখলেন গোয়ার প্রদেশ কংগ্রেস কার্যনির্বাহী সভাপতি অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কো। আজ সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। অ্যালেক্সিওর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। উল্লেখ্য, কলকাতায় আসার আগে গোয়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

মাসখানেক পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর তার আগেই আবারও ঘর ভাঙছে কংগ্রেসের। আর এবার একেবারে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি। সূত্রের খবর, তৃণমূলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর। উল্লেখ্য, কিছুদিন আগেই কংগ্রেসের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আট জনে প্রার্থীর নাম স্থির করা হয়েছিল। সেই তালিকায় ছিল অ্যালেক্সিওর নামও। কিন্তু প্রার্থী তালিকায় নাম আসার পরেও তাঁর এ হেন সিদ্ধান্তে কার্যত মুখ পুড়ল কংগ্রেসের। অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, লরেঙ্কো দক্ষিণ গোয়া জেলার কুরটোরিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। সোমবার বিকেলে গোয়া বিধানসভার অধ্যক্ষের দফতরে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, এর পরে তিনি কংগ্রেসের সদস্য পদও ত্যাগ করেছেন। তবে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু মন্তব্য করতে চাননি।

এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার সময় তিনি বলেছিলেন, বলেছিলেন, “মমতা লড়াই করেছেন। বিজেপিকে বাংলায় ঢোকার থেকে আটকেছেন। তিনি নারী ক্ষমতায়নের প্রতীক। দেশকে উন্নয়ন ও প্রগতির পথে যদি কেউ ফেরাতে পারেন, তবে তিনি মমতাই।”

চলতি বছরে রাজ্য বিধানসভা নির্বাচনে দারুণ ফলের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, রাজ্যের গণ্ডি পার করে এবার জাতীয় স্তরের রাজনীতিতেও পা রাখার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। সেই কথা মতোই প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় শক্ত ঘাঁটি তৈরির কাজে নেমে পড়েছে তৃণমূল। পাশাপাশি গোয়াতেও চলছে ঘাসফুল ফোটানোর কাজ।

গোয়ার মাটিতে পা রেখেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনে প্রথম চমক দিয়েছিল তৃণমূল। লুইজিনহোর দেখাদেখি একাধিক কংগ্রেস কর্মীও তৃণমূলে যোগ দেন। গত মাসের শেষভাগেই দ্বিতীয় চমক দিয়ে ঘাসফুলে নাম লেখান টেনিস তারকা লিয়েন্ডার পেজও। লিয়েন্ডার পেজের পাশাপাশি প্রখ্যাত অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভুও যোগ দিয়েছেন তৃণমূলে। যোগদানের দিন ৪৮ বছর বয়সী টেনিস তারকা বলেছিলেন, “দিদি প্রকৃত চ্যাম্পিয়ন। ওনার নেতৃত্বে কাজ করব বলেই তৃণমূলে যোগদান করেছি।”

এবার কি সেই পথে হেঁটে অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কোও যোগ দিতে চলেছেন জোড়াফুল শিবিরে? জল্পনা ক্রমেই বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন : Legal Age of Marriage for Women: মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির প্রস্তাবে বিরোধিতা, নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র