Goa Assembly Election 2022 : ” ‘মোদী-ফোবিয়া’ তে ভুগছেন রাহুল গান্ধী,” গোয়ায় নির্বাচনী জনসভা থেকে কটাক্ষ শাহের
Ami Shah : নির্বাচনী ময়দান খতিয়ে দেখতে গোয়ায় গিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। সেখানে নির্বাচনী জনসভা থেকে তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করেন।
পানাজি : আগামী মাসেই গোয়ায় বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গোয়ায় গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি রবিবার গোয়ার পন্ডায় একটি জনসভাও করেন। এই জনসভা থেকে অমিত শাহ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ হানেন। তিনি রাহুল গান্ধীকে খোঁচা মেরে বলেন, রাহুল গান্ধী “মোদী-ফোবিয়া” তে ভুগছেন। এই অভিযোগ করে তিনি গোয়ার জনগণকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন বিজেপিই হল একমাত্র দল যার রাজ্যে উন্নয়ন করার ট্র্যাক রেকর্ড রয়েছে।
পোন্ডার এই জনসভা থেকে শাহ বলেছেন, “আমাদের জন্য গোয়া সোনার গোয়া, কংগ্রেসের জন্য এটা গান্ধী পরিবারের গোয়া — হলিডে রিসোর্ট। তারা শুধু ছুটির দিনে ছুটি কাটানোর জন্য একটি ছুটির গন্থব্য চায়। যেখানে মাঝে মাঝে আসেন তাঁরা। তাদের নেতারা অনেক ছুটি নেন।” তিনি আরও বলেছেন, “২০১৩-১৪ সালে, গোয়াকে ৪৩২ কোটি দেওয়া হয়েছিল। গত বাজেটে গোয়াকে দেওয়া হয়েছিল ২৫৬৭ কোটি। ৪৩২ কোটি থেকে ২৫৭৬ কোটি টাকা – এই ছোট রাজ্য কিন্তু প্রিয় রাজ্যর প্রতি এটা বিজেপির প্রতিশ্রুতি।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় ফিরে এলে দ্বিগুণ তীব্রতার সঙ্গে এখানে খনন কাজ পুনরায় শুরু হবে।
আজ অমিত শাহ দ্বিতীয় জনসভা করেন সানভোর্দেমে। এটি একটি খনন কাজের দ্বারা প্রভাবিত বিধানসভা আসন। সেখানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেছেন, “একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন্দ্রীয় খনিজ সম্পদ মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের পরে গোয়া খনির সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করতে অনেক সময় ব্যয় করেছি। আমরা অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেলের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের পরামর্শের মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ মাইনিং ডাম্প নীতি তৈরি করেছে যা গোয়াকে উপকৃত করবে। গোয়ায় কর্পোরেশন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, যত তাড়াতাড়ি আমাদের সরকার ক্ষমতায় ফিরে আসবে, খননকার্য দ্বিগুণ তীব্রতার সঙ্গে আবার শুরু হবে।”
এদিন বাংলা ও দিল্লি থেকে আসা অন্যান্য রাজনৈতিক দলদেরও (তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি) আক্রমণ করেন অমিত শাহ। তিনি নাম না করে তৃণমূল ও আপকে আক্রমণ করে এদিন বলেছেন, “বিজেপিই কেবলমাত্র যুবকদের চাকরি দিতে পারে, পর্যটকদের সংখ্যা বাড়াতে পারে, কেবল মোদী এবং প্রমোদ সাওয়ান্তই এটি করতে পারে। অন্য কোনও দল তা পারবে না। কিছু (দল) সর্বভারতীয় দল হতে চায় এবং তাই গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরও একটি দল তাদের খাতা খুলতে চায়। তারা সরকার গঠন করতে পারবে না। শুধুমাত্র বিজেপিই স্থিতিশীল সরকার গঠন করতে পারে এবং তাই আমরা আপনার আশীর্বাদ চাই।”
গোয়া সফরে বিজেপি নেতা বিজেপির ভলান্টিয়ার এবং কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং বিজেপির পক্ষে প্রচারের জন্য ঘরে ঘরে গিয়ে সময় কাটিয়েছেন। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি গোয়াতে ভোট হবে এবং ১০ মার্চ হবে ভোট গণনা। প্রথমবারের মতো বিজেপি সমস্ত ৪০ টি আসনে প্রার্থী দেবে এবং তৃতীয় বারের মতো ক্ষমতা ধরে রাখার আশা করছে বিজেপি ।