Kolkata municipal corporation election 2021: মমতা-অভিষেক ছাড়া কারও নিরাপত্তারক্ষীকে প্রবেশ করতে দিচ্ছে না কমিশন, দাবি রাজ্যপালের

Kolkata municipal corporation election 2021: রবিবার সকালে সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Kolkata municipal corporation election 2021: মমতা-অভিষেক ছাড়া কারও নিরাপত্তারক্ষীকে প্রবেশ করতে দিচ্ছে না কমিশন, দাবি রাজ্যপালের
অভিযোগ প্রবেশ করতে দেওয়া হয়নি রাজ্যপালের নিরাপত্তা কর্মীদের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 1:23 PM

কলকাতা : ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার দুপুরে ভোট দিতে গিয়ে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিরাপত্তারক্ষীদের বাইরে রেখেই ভোট দিয়েছেন তিনি। তাঁর দাবি, কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীকেই বুথে প্রবেশ করতে দেওয়া হবে। শনিবার গভীর রাতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ দিন ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস একটি নির্দেশিকা জারি করেছেন। যেখানে বলা হয়েছে, ভোট চলাকালীন বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরাই কেবলমাত্র প্রবেশ করতে পারবেন। সেই তালিকায় নেই রাজ্যপালের নাম।’ তাই নিরাপত্তারক্ষীদের সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করার কথা বলেছেন তিনি। নিরাপত্তারক্ষী ছাড়াই এ দিন ভোট দেন তিনি।

রাজ্য নির্বাচন কমিশনার রাতে এই নির্দেশিকা জারি করার পরই টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই দাবি করেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, কলকাতা পুর এলাকার এমন ভোটাররাই কেবলমাত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। বিজেপির দাবি, রাজ্যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কেবলমাত্র জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তাই এই নির্দেশিকার আওতায় শুধু তাঁরাই পড়ছেন।

শুধু তাই নয়, বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেছেন এর আগে গত ২৬ নভেম্বর এই সংক্রান্ত আর একটি নির্দেশিকা জারি করেছিল কমিশন। সেই নির্দেশিকায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার কথা উল্লেখ করা হয়নি। ভোটের ঠিক আগে নির্দেশিকা বদল করা হয়েছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের।

আরও পড়ুন : Kalyan Banerjee on Prabir Ghosal: ‘আমি স্পষ্ট কথা বলি…বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না’

আরও পড়ুন : Kolkata municipal corporation election 2021: পুরভোটে রক্ত ঝরল শিয়ালদহে, পরপর দুটি বোমা ফেলে পালাল দুষ্কৃতীরা