Kolkata municipal corporation election 2021: মমতা-অভিষেক ছাড়া কারও নিরাপত্তারক্ষীকে প্রবেশ করতে দিচ্ছে না কমিশন, দাবি রাজ্যপালের
Kolkata municipal corporation election 2021: রবিবার সকালে সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
কলকাতা : ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার দুপুরে ভোট দিতে গিয়ে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিরাপত্তারক্ষীদের বাইরে রেখেই ভোট দিয়েছেন তিনি। তাঁর দাবি, কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীকেই বুথে প্রবেশ করতে দেওয়া হবে। শনিবার গভীর রাতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Governor WB Shri Jagdeep Dhankhar and Smt Sudesh Dhankhar cast their vote #KMCElection today at the office of the Principal Accountant General(A&E), KOLKATA. pic.twitter.com/St5ryinlrc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021
এ দিন ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস একটি নির্দেশিকা জারি করেছেন। যেখানে বলা হয়েছে, ভোট চলাকালীন বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরাই কেবলমাত্র প্রবেশ করতে পারবেন। সেই তালিকায় নেই রাজ্যপালের নাম।’ তাই নিরাপত্তারক্ষীদের সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করার কথা বলেছেন তিনি। নিরাপত্তারক্ষী ছাড়াই এ দিন ভোট দেন তিনি।
রাজ্য নির্বাচন কমিশনার রাতে এই নির্দেশিকা জারি করার পরই টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই দাবি করেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, কলকাতা পুর এলাকার এমন ভোটাররাই কেবলমাত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। বিজেপির দাবি, রাজ্যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কেবলমাত্র জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তাই এই নির্দেশিকার আওতায় শুধু তাঁরাই পড়ছেন।
This directive issued by the WB State Election Commission is a blatant example showing which way they have been leaning all along & have been functioning as per Kalighat’s orders. The only Z+ protectee KMC voters are Aunty & Nephew, for whom such convenience has been offered. pic.twitter.com/NBMNw89x5n
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 18, 2021
শুধু তাই নয়, বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেছেন এর আগে গত ২৬ নভেম্বর এই সংক্রান্ত আর একটি নির্দেশিকা জারি করেছিল কমিশন। সেই নির্দেশিকায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার কথা উল্লেখ করা হয়নি। ভোটের ঠিক আগে নির্দেশিকা বদল করা হয়েছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের।
26 Nov State Election Com issued notification where there was no mention of Z+ protectee https://t.co/DzTsLInwPp pic.twitter.com/cEPgAfjJtF
— Shishir Bajoria (@shishirkb) December 18, 2021
আরও পড়ুন : Kalyan Banerjee on Prabir Ghosal: ‘আমি স্পষ্ট কথা বলি…বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না’
আরও পড়ুন : Kolkata municipal corporation election 2021: পুরভোটে রক্ত ঝরল শিয়ালদহে, পরপর দুটি বোমা ফেলে পালাল দুষ্কৃতীরা