Gujarat Election Results 2022 LIVE: ‘ওঁরাই আমাদের মূল শক্তি’, গুজরাট নির্বাচনে জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন মোদীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 08, 2022 | 10:17 PM

Gujarat Assembly Election Results 2022 LIVE Counting and Updates: সপ্তম দফাতেও বিজেপি মসনদ ধরে রাখতে পারবে নাকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে আপ ও কংগ্রেস?

Gujarat Election Results 2022 LIVE: ওঁরাই আমাদের মূল শক্তি, গুজরাট নির্বাচনে জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন মোদীর
গ্রাফিক্স সৌজন্যে: অভিজিৎ বিশ্বাস

Follow Us

গুজরাটে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কে ক্ষমতায় আসবে, তার দিকেই গোটা দেশের নজর। বিগত ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। সপ্তম দফাতেও বিজেপি মসনদ ধরে রাখতে পারবে নাকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে আপ ও কংগ্রেস? গুজরাটে গত ১ ও ৫ ডিসেম্বর-দুই দফায় ভোটগ্রহণ হয়। গুজরাটে প্রথম দফায় ভোট পড়ে ৬৩.৩১ শতাংশ। দ্বিতীয় দফায় ৬৫.৩০ শতাংশ ভোট পড়েছে। দুই দফা মিলিয়ে গুজরাটে মোট ৬৪.৩৩ শতাংশ ভোট পড়েছে। আজ, ৮ ডিসেম্বর গুজরাট নির্বাচনের ফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালটে, এরপরে সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের গণনা শুরু হবে। শান্তিপূর্ণভাবে ভোট গণনার জন্য রাজ্যের মোট ৩৩টি জেলায় ৩৭টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Dec 2022 10:17 PM (IST)

    গুজরাট নির্বাচনের সম্পূর্ণ ফল

    গুজরাট নির্বাচনের সম্পূর্ণ ফল প্রকাশিত হল। শেষ পর্যন্ত বিজেপি পেল ১৫৬টি আসন। কংগ্রেস থেমে গেল ১৭ আসনেই। আপ পেল ৫টি আসন। ১টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি আর নির্দলদের ঝুলিতে ৩টি আসন।

     

     

  • 08 Dec 2022 05:09 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে ঐতিহাসিক জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন মোদীর

    গুজরাটে বিজেপির জয়ের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বিকেলে টুইট করে জানালেন, ‘আমাদের কর্মকর্তাদের ব্যতিক্রমী পরিশ্রম ছাড়া এই ঐতিহাসিক জয় সম্ভব হত না। আমাদের দলের মূল শক্তিই হলেন তাঁরা। ‘

  • 08 Dec 2022 04:22 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ১০৭ টির মধ্যে ৯৩ টি আসনই বিজেপির ঝুলিতে

    ফলাফলের নিরিখে ১৮২ আসনের বিধানসভায় গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছে বিজেপি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, এখনও পর্যন্ত ১০৭ আসনে ফলাফল চূড়ান্ত হয়েছে। তার মধ্যে ৯৩ টি আসনেই জয়ী বিজেপি।

  • 08 Dec 2022 03:45 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: প্রায় দু’ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী ভূপেন্দ্র প্যাটেল

    গুজরাটের মসনদে ফের বিজেপিই। ১ লক্ষ ৯২ হাজার ভোটের ব্যবধানে ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী হলেন গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।

  • 08 Dec 2022 03:35 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: আরেকটি আসনে জয় কংগ্রেসের

    আপের সঙ্গে ভোট কাটাকাটির পরও আরেকটি আসনে জয় পেল কংগ্রেস। দানিলিমদা আসন থেকে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী শৈলেশ মনুভাই পারমার।

  • 08 Dec 2022 03:05 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: হেরে গেলেন আপ প্রার্থী ইসুদান গাধভি

    গুজরাট বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন ইসুদান গাধভি। এবার বিজেপি প্রার্থীর কাছে ১৯ হাজার ভোটে হেরে গেলেন তিনি।

  • 08 Dec 2022 02:04 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ১২ তারিখে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন ভূপেন্দ্র পটেল

    গুজরাটে বিজেপির জয় নিশ্চিত। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তাও স্থির হয়ে গেল ইতিমধ্যেই। জানা গিয়েছে, গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেলই। আগামী ১২ ডিসেম্বর তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

  • 08 Dec 2022 01:37 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: সুরাটে বিজেপি কর্মীদের উদযাপন

    সুরাটে উদযাপন শুরু বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি এখনও অবধি ৫টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ১৫০টি আসনে।

     

  • 08 Dec 2022 01:34 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: পিছিয়ে গেলেন ঈশুদান গাদভি

    আপের মুখ্যমন্ত্রী প্রার্থী তিনি। এদিকে নিজের কেন্দ্র থেকেই পিছিয়ে গেলেন ঈশুদান গাদভি। খাম্বালিয়া কেন্দ্রের প্রার্থী ঈশুদান ১৪ হাজার ৭৬১ ভোটে পিছিয়ে রয়েছেন।

  • 08 Dec 2022 01:31 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: বিজেপির পাশেই থাকবেন গুজরাটের মানুষ, আত্মবিশ্বাসী রিভাবা

     

  • 08 Dec 2022 01:30 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: জয়ী হার্দিক পটেল

    গুজরাট বিধানসভা নির্বাচনে ভিরামগাম কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি নেতা হার্দিক পটেল। ফলঘোষণার পর তিনি বলেন, “এটা বিজেপির উন্নয়নের জয়। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ফল। আগামী ২০ বছরের কাজের দিকে “

  • 08 Dec 2022 12:51 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: মিষ্টি বিতরণ করছেন গুজরাটের মুখ্যমন্ত্রী

    নির্বাচনের ফল এখনও প্রকাশিত হয়নি, তবে গুজরাটে বিজেপির জয় নিশ্চিত। সেই কারণেই উদযাপনে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও রাজ্যের বিজেপি প্রধান সিআর পাটিল দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

  • 08 Dec 2022 12:19 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে কোন দল কত শতাংশ ভোট পেল?

    গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি এখনও অবধি পেয়েছে ৫৩.৫৪ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২৬.৫৪ শতাংশ ও আম আদমি পার্টি পেয়েছে ১২.৮৩ শতাংশ।

  • 08 Dec 2022 12:17 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: দাহোদে জয়ী বিজেপি প্রার্থী

    গুজরাট বিধানসভা নির্বাচনে দাহোদ কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী কানাইয়া বাচুলাল কিশোরী। তিনি ২৯ হাজার ৩৫০টি ভোটে জয়ী হয়েছেন।

     

  • 08 Dec 2022 12:09 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ৫৩ শতাংশ ভোট পাচ্ছে বিজেপি

    গুজরাট বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। এখনও অবধি ৫৩ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।

  • 08 Dec 2022 11:54 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে উদযাপন বিজেপি প্রার্থীর

     

  • 08 Dec 2022 11:35 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: বিকেলে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী

    গুজরাটে বিজেপির জয় নিশ্চিত। অপেক্ষা শুধু ফলঘোষণার।  এরমধ্যেই জানা গেল, বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এবং তাদের শুভেচ্ছা জানাতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 08 Dec 2022 11:07 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ৭টি আসনে এগিয়ে আপ

    গুজরাটে বাড়ছে আম আদমি পার্টির আসনসংখ্যা।  বর্তমানে ৭টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।

     

  • 08 Dec 2022 11:01 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গান্ধীনগরে শুরু উদযাপন

    গুজরাটে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়নি এখনও। তার আগেই শুরু বিজেপির উদযাপন। গণনায় বর্তমানে ১৫৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

     

  • 08 Dec 2022 10:57 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: খাম্বালিয়া কেন্দ্রে এগিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

    গুজরাটের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছিল ঈশুদান গাদভিকে। তিনি নিজের কেন্দ্র খাম্বালিয়া থেকে ১৮ হাজার ৯৯৮ ভোটে এগিয়ে রয়েছে।

  • 08 Dec 2022 10:48 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ফলঘোষণার আগেই প্রার্থীদের অভিনন্দন কেন্দ্রীয় মন্ত্রীর

    কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “২০০০-২০০১ সাল থেকেই গুজরাট মডেলকে গ্রহণ করেছে মানুষ। বর্তমানে দেশেরও মানুষ এই মডেলকে গ্রহণ করছেন। গুজরাটের মানুষ ও বিজেপি কর্মীদের অভিনন্দন। নির্বাচনের ইতিহাসে এটা বৃহত্তম রেকর্ড”।

  • 08 Dec 2022 10:30 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: জামনগরে এগিয়ে রবীন্দ্র জাদেজার স্ত্রী

    গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর উত্তর কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তথা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।

  • 08 Dec 2022 10:22 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: প্রায় ১৫০ আসনে এগিয়ে বিজেপি

    গুজরাটে উঠছে গেরুয়া ঝড়। ১৮২ আসনের মধ্যে ১৪৮টি আসনেই এগিয়ে শাসক দল বিজেপি। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে, আম আদমি পার্টি এগিয়ে ৫টি আসনে, অন্যান্য দলগুলিও ৫টি আসনে এগিয়ে রয়েছে।

  • 08 Dec 2022 10:18 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: জামনগরে এগিয়ে আপ প্রার্থী

    গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। জামনগর উত্তর কেন্দ্রে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী কার্শানভাই কারমুর। ৪৫৮২ ভোটে এগিয়ে তিনি।

  • 08 Dec 2022 10:16 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে ৮টি আসনে এগিয়ে আপ

    গুজরাটে ধীরে ধীরে খাতা খুলছে আম আদমি পার্টি। আপাতত ৮টি আসনে এগিয়ে কেজরীবালের দল।

  • 08 Dec 2022 10:04 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ২৩ হাজার ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল

    গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল নিজের কেন্দ্র ঘাটলোধিয়া থেকে এগিয়ে রয়েছেন। ২৩ হাজার ৭১৩টি ভোটে আপাতত এগিয়ে তিনি।

    #GujaratElections2022 | Gujarat CM Bhupendra Patel leading with a total of 23,713 votes in his constituency Ghatlodia.

    (File photo) pic.twitter.com/mZga81wxby

    — ANI (@ANI) December 8, 2022

  • 08 Dec 2022 09:55 AM (IST)

    একনজরে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল

    হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

  • 08 Dec 2022 09:44 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: উদযাপন শুরু বিজেপির

    প্রাথমিক গণনায় বিজেপি ম্যাজিক সংখ্যা ৯৫ পার করতেই উদযাপন শুরু বিজেপি কর্মীদের।

  • 08 Dec 2022 09:29 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ডবল ইঞ্জিন সরকার গড়বে বিজেপি, আত্মবিশ্বাসী অমিত ঠাকের

    গুজরাটের ভেজালপুরের প্রার্থী অমিত ঠাকের বলেন, এবারও বিজেপি ডবল ইঞ্জিন সরকার গড়বে।

  • 08 Dec 2022 09:18 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ভিরামগামে এগিয়ে বিজেপির হার্দিক পটেল

    গুজরাটে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ভিরামগাম আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হার্দিক পটেল।

  • 08 Dec 2022 09:16 AM (IST)

    প্রথম দফার গণনা শেষ

    সকাল ৯টার মধ্যেই প্রথম দফার গণনা শেষ গুজরাট ও হিমাচল প্রদেশে। গুজরাটে আপাতত ১৩১টি আসনে এগিয়ে বিজেপি।

  • 08 Dec 2022 08:34 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: বিজেপি এগিয়ে ১১৫টি আসনে

    গুজরাটে ভোটগণনা শুরু হতেই দ্রুত এগোচ্ছে বিজেপি। বর্তমানে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৩টি আসনে।

  • 08 Dec 2022 08:33 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে ৩টি আসনে এগিয়ে আপ

    গুজরাটে খাতা খুলল আম আদমি পার্টি। গণনা শুরুর প্রথম আধ ঘণ্টার পরে দেখা যাচ্ছে আপ ৩টি আসনে এগিয়ে রয়েছে।

  • 08 Dec 2022 08:27 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: ১০৯টি আসনে এগিয়ে বিজেপি

    শুরুতেই ঝোড়ো গতিতে এগোচ্ছে বিজেপি। এখনই বিজেপি ১০৯টি আসনে এগিয়ে রয়েছে।

  • 08 Dec 2022 08:19 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে ৪২টি আসনে এগিয়ে বিজেপি

    গণনার শুরুতেই ৪২টি আসনে এগিয়ে গেল বিজেপি। মোট ১৮২টি আসনে গণনা চলছে।

  • 08 Dec 2022 08:16 AM (IST)

    Gandhi Nagar Election Result 2022 LIVE: গণনা চলছে গান্ধীনগরে

     

  • 08 Dec 2022 08:08 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: গুজরাটে শুরু হল ভোটগণনা

    গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হল।

  • 08 Dec 2022 07:25 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে

    ভোটগণনা শুরু হওয়ার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত বুথ। আহমেদাবাদের একটি গণনাকেন্দ্রের বাইরের দৃশ্য।

  • 08 Dec 2022 07:24 AM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: সকাল ৮টা থেকে শুরু গণনা

    গুজরাট বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেল বা রাতের মধ্যে জানা যাবে চূড়ান্ত ফলাফল।

  • 08 Dec 2022 07:22 AM (IST)

    আজ গুজরাটে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ

    গুজরাটের মসনদে থাকবে কে, তা জানা যাবে আজ। হিমাচল প্রদেশের পাশাপাশি আজ, গুজরাট বিধানসভা নির্বাচনেরও ফলপ্রকাশ হবে। গত ১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ হয়।