Himachal Pradesh Election Results 2022 LIVE: হিমাচলে ‘হাতের’ জয়, সেরাজ থেকে জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 9:30 PM

Himachal Pradesh Assembly Election Results 2022 LIVE Counting and Updates: ২০১৭ সালে হিমাচলে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবারও তারা রাজ্যের শাসনভার নিজেদের হাতেই ধরে রাখতে মরিয়া। অন্যদিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেসও।

Himachal Pradesh Election Results 2022 LIVE: হিমাচলে 'হাতের' জয়, সেরাজ থেকে জয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর
গ্রাফিক্স সৌজন্যে: অভিজিৎ বিশ্বাস

এক মাস আগেই হয়ে গিয়েছিল ভোট গ্রহণ, আজ গুজরাটের পাশাপাশি হিমাচল প্রদেশেও প্রকাশিত হবে বিধানসভা নির্বাচনের ফল। গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশে এক দফাতেই ৬৮টি আসনে ভোট গ্রহণ হয়। আজ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। রাজ্যের মোট ৫৯টি জায়গায় ৬৮টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশে মোট ৭৬.৪৪ শতাংশ ভোট পড়েছিল। হিমাচল প্রদেশের রীতি হল কোনও রাজনৈতিক দল পরপর দুইবার ক্ষমতায় আসে না। ২০১৭ সালে হিমাচলে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবারও তারা রাজ্যের শাসনভার নিজেদের হাতেই ধরে রাখতে মরিয়া। অন্যদিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেসও। নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে যোগ হয়েছে দিল্লি ও পঞ্জাবের শাসক দল আম আদমি পার্টিও।  হিমাচল প্রদেশের বাসিন্দারা আগামী ৫ বছরের জন্য কাকে বেছে নেন, তাই-ই এখন দেখার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Dec 2022 09:29 PM (IST)

    হিমাচল প্রদেশের সম্পূর্ণ ফল

    হিমাচল প্রদেশের সম্পূর্ণ ফল প্রকাশিত। ৪০টি আসনে জিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস। আর বিজেপি আটকে গেল ২৫টি আসনে। আর তিনটি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থীরা।

  • 08 Dec 2022 07:05 PM (IST)

    সেরাজ আসন থেকে জয়ী জয়রাম ঠাকুর

    হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে পরাজিত হলেও নিজের আসন ধরে রাখতে পেরেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জয়রাম ঠাকুর। সেরাজ আসন থেকে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী ছেত রামকে ৩৮,১৮৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

  • 08 Dec 2022 05:14 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: ৩৫ টি আসনে জয়ী কংগ্রেস, এগিয়ে আরও ৫ টি আসনে

    ৬৮ টি বিধানসভা আসন সমন্বিত হিমাচল প্রদেশে ৩৫ টি আসনে জয়ী কংগ্রেস। আরও ৫ টি আসনে এগিয়ে তারা। বিজেপি জিতেছে ১৮ টি আসন এবং ৭ টি আসনে এগিয়ে তারা। এখনও কয়েকটি আসনে চলছে গণনা।

  • 08 Dec 2022 04:48 PM (IST)

    Gujarat Election Result 2022 LIVE: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন জয়রাম ঠাকুর

    হিমাচল প্রদেশে জয়লাভ করতে পারেনি বিজেপি। কিছুক্ষণ আগেই রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, ‘আমি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে দিয়েছি।’

  • 08 Dec 2022 04:14 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: ‘সনিয়া গান্ধীর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে’, হিমাচলে জয়ের পর বললেন খাড়্গে

    কংগ্রেসের নয়া নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘আমরা হিমাচল প্রদেশের নির্বাচন জিতে গিয়েছি। আমি এই কারণে আমাদের নেতা, কর্মী, নেতা ও জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের প্রচেষ্টার জন্যই এই ফলাফল হয়েছে। আমি প্রিয়ঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও এক্ষেত্রে সাহায্য করেছে। সনিয়া গান্ধীর আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। ‘

  • 08 Dec 2022 03:59 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: ‘জনগণের ইচ্ছেকে সম্মান করি’

    হিমাচলে জনগণের রায় মেনে নিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি জনগণের ইচ্ছেকে সম্মান করি। গত ৫ বছরের জন্য আমি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বদের ধন্যবাদ জানাতে চাই। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্যের উন্নয়নের জন্য আমরা এখনও থাকব। আমাদের ব্যর্থতা পর্যালোচনা করব এবং আগামী মেয়াদে তা ঠিক করার চেষ্টা করব।’

  • 08 Dec 2022 03:22 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হার স্বীকার বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রীর

    হিমাচল প্রদেশের বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের কাছে  পদত্যাগ পত্র জমা দেবেন।

  • 08 Dec 2022 01:43 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: বিধায়ক কেনাবেচা নিয়ে চিন্তায় কংগ্রেস

    হিমাচল প্রদেশে কংগ্রেস জয়ী হলে বিধায়কদের কিনে নিতে পারে বিজেপি, এমনটাই আশঙ্কা কংগ্রেসের। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, “ভোট গণনা চলছে, তবে আমরা সরকার গঠন করা নিয়ে আশাবাদী। আমাদের বন্ধুদের রক্ষা করতেই হবে, কারণ বিজেপি সবকিছু করতে পারে।”

  • 08 Dec 2022 12:54 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হিমাচলে কংগ্রেস কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ

    হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ৩৮টি  আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ইতিমধ্য়েই কংগ্রেস কর্মীরা জয়ের আনন্দে মেতে উঠেছেন।

  • 08 Dec 2022 12:14 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: দলছুট ৩ বিজেপি প্রার্থীই এগিয়ে

    হিমাচল প্রদেশে এগিয়ে তিন নির্দল প্রার্থী। এই তিনজনই নির্বাচনের আগে বিজেপি ছেড়েছিলেন।

  • 08 Dec 2022 12:12 PM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হিমাচলে ‘শূন্য’ আপ

    সকাল ৮টা থেকে শুরু হয়েছে হিমাচল প্রদেশের ভোট গণনা। দুপুর ১২টা পার হয়ে গেলেও, একটিও আসনে খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি।

  • 08 Dec 2022 11:53 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হিমাচলে নির্দল প্রার্থীর উদযাপন

    হিমাচল প্রদেশের হামিরপুরে এগিয়ে নির্দল প্রার্থী আশীষ শর্মা। নির্বাচনের ফল প্রকাশের আগেই তাঁকে ঘিরে উদযাপন শুরু করলেন সমর্থকরা।

  • 08 Dec 2022 10:07 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

    হিমাচল প্রদেশে সেরাজ কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। বর্তমানে তিনি ১৪ হাজার ৯২১ ভোটে এগিয়ে আছেন।

  • 08 Dec 2022 09:56 AM (IST)

    এক নজরে গুজরাট বিধানসভা নির্বাচনের ফল

    গুজরাট বিধানসভা নির্বাচনের ফলের লাইভ আপডেটস এক নজরে দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

  • 08 Dec 2022 09:27 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হিমাচল প্রদেশে চলছে গণনা

  • 08 Dec 2022 08:32 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: কংগ্রেসকে টপকে গেল বিজেপি

    কিছুক্ষণ আগেই হিমাচল প্রদেশের ভোট গণনায় এগিয়ে ছিল কংগ্রেস। এবার তাকে টপকে গেল বিজেপি। বর্তমানে হিমাচল প্রদেশের ৬৮টি আসনের মধ্যে ২৪টিতে এগয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টি আসনে।

  • 08 Dec 2022 08:28 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: ২১টি আসনে এগিয়ে বিজেপি

    হিমাচল প্রদেশে বিজেপি এগিয়ে ২১টি আসনে। কংগ্রেস বিজেপিকে টপকে এগিয়ে গিয়েছে ২২টি আসনে।

  • 08 Dec 2022 08:21 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: হিমাচলে ১৬টি আসনে এগিয়ে বিজেপি

    হিমাচল প্রদেশেও শুরু হয়েছে ভোটগণনা। ১৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেসও এগিয়ে ১৮টি আসনেই।  আম আদমি পার্টি এখনও খাতা খুলতে পারেনি।

  • 08 Dec 2022 08:08 AM (IST)

    Himachal Pradesh Election Result 2022 LIVE: শুরু হল ভোটগণনা

    গুজরাট ও হিমাচল প্রদেশে শুরু হল ভোটগণনা।

  • 08 Dec 2022 07:17 AM (IST)

    গণনা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা

    সকাল ৮টা থেকে শুরু হবে হিমাচল প্রদেশে ভোটগণনা। তার আগেই বিভিন্ন বুথে কড়া নিরাপত্তা দেখা গেল।

  • 08 Dec 2022 07:15 AM (IST)

    সকাল ৮টা থেকে শুরু হবে গণনা

    হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আজ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফল।

  • 08 Dec 2022 07:13 AM (IST)

    আজ হিমাচল প্রদেশের নির্বাচনের ফল

    আগামী ৫ বছর পাহাড়ি রাজ্যে ক্ষমতায় থাকবে কে? তা নির্ধারণ হয়ে যাবে আজই। আজ, ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল।

Published On - Dec 08,2022 7:04 AM

Follow Us: