Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘একসময়ের দুঃস্বপ্নের নগরীতে স্বপ্নের ফেরি করছি,’ ভোটমুখী কলকাতায় মন্তব্য মমতার

Mamata Banerjee in Kolkata Municipality Election Campaign: "বাংলার মানুষ খুব বুদ্ধিমান। বাংলার মানুষ চান কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস থাকুক। যেই আসে আমাকে বলে, 'আগে কিয়া থা, অব কিয়া বন গিয়া'। আমার খুব ভাল লাগে।''

Mamata Banerjee: 'একসময়ের দুঃস্বপ্নের নগরীতে স্বপ্নের ফেরি করছি,' ভোটমুখী কলকাতায় মন্তব্য মমতার
কলকাতা পুরভোটের প্রচারে মমতা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 7:39 PM

কলকাতা: “দু’ দিনের জন্য গোয়া গেছিলাম। তৃণমূল কংগ্রেস তিনমাস হল নতুন গোয়ায় নতুন পার্টি তৈরি করেছে। ত্রিপুরাতেও করেছে। সেখানে আমাদের লোকেদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু আমরা কেন করছি? কারণ, বাংলার গর্বের ব্যাপারটা সারা দেশে প্রচার করে বেড়াচ্ছি। দ্যাখো, বাংলা কী করছে… বাংলাকে দেখে শেখো, বাংলার কথাগুলো বারবার বলতে যাই।” কলকাতা পুরসভার ভোটপ্রচারে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, একদা দুঃস্বপ্নের নগরীতে স্বপ্ন ফেরি করছেন তাঁরা। সারা দেশ এখন তাকিয়ে এই কলকাতার (Kolkata) দিকে।

এদিন গোয়া থেকে ফিরেই কলকাতা পুরসভা ভোটের (Kolkata Municipality Election 2021) প্রচারে ফুলবাগানে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় জানান, এদিন ফিরেই নবান্ন গিয়েছিলেন। তাঁর কথায়, “আমি একদিন অ্যাবসেন্ট (অনুপস্থিত) থাকলে আমার লাস্ট ফাইলটা এয়ারপোর্ট থেকে ফেরার পথে ক্লিয়ার করে তবে বাড়ি যাই। একটাও কাজ আমাদের পড়ে থাকে না”।

আবার পুরভোটের প্রচারসভা থেকে মমতা এও বলেন, “মনে রাখবেন এমপি, এমএলএ-দের দ্বারা সব কাজ হয় না। তাঁরা লোকাল কাজ করতে পারেন না। সেই কাজগুলো করে কাউন্সিলর, কমিশনার, গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপালিটি।” আর তার পরেই তাঁর সরকারের আমলে কলকাতার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, “এখন কলকাতায় যেই আসে সার্টিফিকেট দিয়ে যায়। আপনি মুম্বইতে যান, এত ভাল সাজানো শহর পাবেন না। আপনি দিল্লি যান পাবেন না, ওদের এত টাকা… আপনি চেন্নাই যান পাবেন না”। মমতার সংযুক্তি, “যে কলকাতাকে একসময় দুঃস্বপ্নের নগরী বলতেন কেউ কেউ, সে এখন স্বপ্নের নগরী। আমরা এখন স্বপ্নের ফেরি করে বেড়াই”।

তৃণমূল প্রার্থীদের প্রচারে এসে আত্মপ্রত্যয়ের সুরে মমতা বলেন “কলকাতায় কী হয়নি! এখানে জলের উপর কর দিতে হয় না। দিল্লিতে দু বালতি জল নিতে গেলে টাকা দিতে হয়। রান্না করবেন না কাপড় কাচবেন?” বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা থেকে সামগ্রিক উন্নয়নে তাঁরা নজির তৈরি করেছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি যোগ করেন, “বাংলার মানুষ খুব বুদ্ধিমান। বাংলার মানুষ চান কলকাতা কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস থাকুক। যেই আসে আমাকে বলে, ‘আগে কিয়া থা, অব কিয়া বন গিয়া’। আমার খুব ভাল লাগে।”

‘বাংলাই সেরা’ বলে উল্লেখ করে পুরভোটমুখী কলকাতা নিয়ে ফুলবাগানের জনসভা থেকে তাঁর মন্তব্য, “কলকাতার দিকে তাকিয়ে থাকে সারা বিশ্ব। কলকাতাকে এ ওয়ান সিটি আমি করেছিলাম। যত সিটিই থাক, কলকাতা কী ভাবছে সেটা সারা ভারতবর্ষকে ভাবাবে আবার।” হাত ঘুরিয়ে আত্মবিশ্বাসী মমতা যোগ করেন, ‘কলকাতার মানুষের একটি ভোট আমাকে অনুপ্রাণিত করবে। আমাকে এগিয়ে দেবে’।

আরও পড়ুন: Mamata Banerjee on Omicron: বাংলায় প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজে সাবধানবাণী শোনালেন মুখ্যমন্ত্রী