Karnataka Election 2023: সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের

Karnataka Election 2023: পাশাপাশি, ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই সমস্ত জনবিরোধী ও অযাচিত আইন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। বিশেষত, যেসব আইনগুলি রাজ্যে বিজেপির আমলে পাশ করা হয়েছে সেগুলিই বাতিল করার আশ্বাস দিয়েছে সিদ্দারামাইয়ারা।

Karnataka Election 2023:  সদর দফতরে হনুমান সেজে তুমুল নাচ কং-নেতাদের
কর্নাটকে জয়ের রাস্তা চওড়া হতেই তুমুল উচ্ছ্বাস কংগ্রেসের কর্মী-সমর্থকদের
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 2:08 PM

নয়া দিল্লি: ক্ষমতায় এলে পিএফআই, বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের (Bajrang Dal) মতো সংগঠনকে নিষিদ্ধ করা হবে। কর্নাটকে (Karnataka Election) নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস (Congress)। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতর শুরু হয়েছিল। হাত শিবিরকে একহাত নিতে দেখা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিকে শনির সকালে ভোটের ফল সামনে আসতেই দেখা যাচ্ছে পাল্লাভারী কংগ্রেসেরই। একসংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে সিদ্দারামাইয়াদের দল। এখনও অবধি যা ট্রেন্ড ২২৪টি আসনের মধ্যে ১২৫টি আসনে সে রাজ্যে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থীরা। আর তাতেই তুমুল উচ্ছ্বাস কংগ্রেস শিবিরে। একেবারে হনুমান সেজে মাঠে নেমে পড়লেন দলের কর্মী-সমর্থকরা। তুমুল উচ্ছ্বাস দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে। 

সেখানেই কংগ্রেসের বহু কর্মী সমর্থককে হনুমান সেজে নাচানাচি করতে দেখা গেল। একজন তো বলেই দিলেন, বজরংবলী বিজেপির সঙ্গে নয়, কংগ্রেসের সঙ্গে রয়েছে। বজরংবলী এখন বিজেপিকে ফাইন করেছে। কংগ্রেস নেতাদের হনুমান সাজ সামনে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, বজরং দলকে ব্যান করার ঘোষণা করে নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের তরফে লেখা হয়েছিল,  “জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল (Bajrang Dal), পিএফআই এবং অন্যান্য সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না।”

পাশাপাশি, ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই সমস্ত জনবিরোধী ও অযাচিত আইন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। বিশেষত, যেসব আইনগুলি রাজ্যে বিজেপির আমলে পাশ করা হয়েছে সেগুলিই বাতিল করার আশ্বাস দিয়েছে সিদ্দারামাইয়ারা। এদিকে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেল খোদ মোদী। তাঁকে বলতে শোনা যায়,  “আগে সমস্যা ছিল রামকে নিয়ে। এখন সমস্যা হনুমানেও। যারা বজরংবলীর নাম-গান করেন এখন তাঁদের গারদের পিছনে পাঠাতে চাইছে ওরা।” এদিকে বর্তমানে কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত হলেও সে রাজ্যে দলের তরফে কাকে মুখ্যমন্ত্রী করা হবে তা এখনও নিশ্চিত হয়নি। শীঘ্রই জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকও হতে পারে বলে জানা যাচ্ছে।