Congress: রেডি চার্টার্ড ফ্লাইট,’ বিধায়ক ‘চুরি’ রুখতে ‘অ্যান্টি অপারেশন লোটাস’ রাহুল ব্রিগেডের
Karnataka Assembly Election 2023 Results: দলীয় সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হবে। সেখানে শাসক দল ডিএমকে-র সঙ্গে জোটে রয়েছে কংগ্রেস। আজ বিকেলের মধ্যেই কংগ্রেসের জয়ী বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হতে পারে।
বেঙ্গালুরু: পাশা পাল্টে গেল কর্নাটকে (Karnataka)। বিজেপিকে হারিয়ে এবার কর্নাটকে শাসকের গদিতে বসতে চলেছে কংগ্রেস। অন্তত ফল প্রকাশের প্রাথমিক প্রবণতা এই ইঙ্গিতই দিচ্ছে। প্রতিবেদন ১৩০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। বিজেপি (BJP) এগিয়ে রয়েছে ৬৫টি আসনে। কর্নাটকের নির্বাচনে কিং মেকার হওয়ার সম্ভাবনা ছিল কুমারস্বামীর দল জনতা দল সেকুলারের (Janata Dal Secular)। তবে ভোটের আপাত ফলাফলে দেখা যাচ্ছে, একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগোচ্ছে কংগ্রেস। ম্য়াজিক ফিগার ১১৩টি আসনে জয়ী হলেই কংগ্রেসের অন্য কোনও দলের সঙ্গে জোট বাধার প্রয়োজন পড়বে না। জয় এক প্রকার নিশ্চিত হলেও, বিধায়ক কেনাবেচার আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না কংগ্রেস। গতবারের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পরও যেভাবে বছর ঘুরতে না ঘুরতেই সরকারের পতন হয়েছিল, তার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য ফল প্রকাশের আগেই বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল কংগ্রেস।
৯০-র দশক থেকেই দেশে শুরু হয়েছিল রিসর্ট রাজনীতি। কর্নাটক থেকে শুরু করে রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অসম, বিভিন্ন রাজ্যে নির্বাচন বা রাজনৈতিক ডামাডোলের সময়ে ‘ঘর বাঁচাতে’ বিধায়ক-সাংসদদের রিসর্টে নিয়ে যাওয়ার ট্রেন্ড তৈরি হয়েছিল, যা এখনও জারি রয়েছে। এ দিন কর্নাটকের নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পরই কংগ্রেসের তরফে বিধায়কদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়।
কংগ্রেস সূত্রে খবর, যদি আজকের নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে, তবে আগামিকালই জয়ী বিধায়কদের নিয়ে আগামিকালই বৈঠকে বসবে কংগ্রেস। ওই বৈঠক থেকেই কংগ্রেস মুখ্যমন্ত্রী বেছে নিতে পারে। অন্যদিকে, যদি কংগ্রেস সংখ্য়াগরিষ্ঠতা না পায়, তবে জয়ী বিধায়কদের নিয়ে ভিন রাজ্যে উড়ে যাবেন কংগ্রেস নেতৃত্ব। বিধায়কদের নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইটও প্রস্তুত রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হবে। সেখানে শাসক দল ডিএমকে-র সঙ্গে জোটে রয়েছে কংগ্রেস। আজ বিকেলের মধ্যেই কংগ্রেসের জয়ী বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেই বিধায়কদের রিসর্টে রাখার ব্যবস্থা করে রেখেছে এমকে স্ট্যালিনের দল।
কর্নাটকে কংগ্রেস জয়ী হলে, মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই হবে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যে। সূত্রের খবর, এই দুই নেতার মধ্যে থেকেই একজনকে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে।