Karnataka Swearing-in Ceremony Highlights: আপাতত সুখী সংসার, যৌথ শপথ সিদ্দা-ডিকে-র

Karnataka CM Oath Taking Ceremony Highlights: আজ কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ডিকে শিবকুমার।

Karnataka Swearing-in Ceremony Highlights: আপাতত সুখী সংসার, যৌথ শপথ সিদ্দা-ডিকে-র
Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 12:58 PM

বেঙ্গালুরু: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। কর্নাটকে আজ নয়া মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ। দীর্ঘ আলোচনার পর সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস। আর উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। আজ বেলা সাড়ে ১২ টায় বেঙ্গালুরুতে কান্তিরভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এখানে-

  1. কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ৭৫ বছর বয়সী কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।

    <Senior Congress leader Siddaramaiah takes oath as the Chief Minister of Karnataka in Bengaluru. pic.twitter.com/9VUBNNsuv2

    — ANI (@ANI) May 20, 2023

    /p>

  2. এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ, এনসিপি সভাপতি শরদ পওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, পিডিপি নেতা মেহবুবা মুফতি।

    National Conference president Farooq Abdullah and NCP president Sharad Pawar also attend the swearing-in ceremony of the newly-elected Karnataka Government at Sree Kanteerava Stadium in Bengaluru. pic.twitter.com/sUUAlOHV9a

    — ANI (@ANI) May 20, 2023

  3. কর্নাটক কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

    Bihar CM Nitish Kumar, Chhattisgarh CM Bhupesh Baghel, Himachal Pradesh CM Sukhvinder Singh Sukhu, and Bihar Deputy CM Tejashwi Yadav also attend the swearing-in ceremony of the newly-elected Karnataka Government in Bengaluru. pic.twitter.com/tP12AKIoCm

    — ANI (@ANI) May 20, 2023

  4. শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত আগেই মঞ্চে একতার বার্তা দিলেন কংগ্রেস  নেতা সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার।<

    #WATCH | Karnataka swearing-in ceremony | Karnataka CM-designate Siddaramaiah and Deputy CM-designate DK Shivakumar display a show of unity with Congress leader Rahul Gandhi in Bengaluru. pic.twitter.com/KxdvpWims1

    — ANI (@ANI) May 20, 2023

    /li>

  5. আজ বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিমানবন্দরে পুষ্প স্তবক দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অভ্যর্থনা জানান কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। 
  6. কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে, দলের বিধায়ক জি পরমেশ্বর এবং এমবি পাতিল সহ আট জন বিধায়ক শনিবার কর্নাটকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে শপথ নেবেন। কর্নাটক কংগ্রেস পরষদীয় দলের তরফে রাজ্যপালকে লেখা চিঠিতে বলা হয়েছে, আজ শপথ নেবেন সাতবারের সাংসদ কেএইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ, সতীশ জারকিহোলি, রামলিঙ্গা রেড্ডি এবং বিজেড জামির আহমেদ খান।
  7. শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্দারামাইয়া শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, আজ মন্ত্রিসভায় আটজন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেবেন।
  8. দীর্ঘ জল্পনা ও আলোচনার পর অবশেষে গত বৃহস্পতিবার কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়, সিদ্দারামাইয়া কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার। তিনি লোকসভা নির্বাচন পর্যন্ত কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে দলের সদর দফতরে জানানো হয়েছে।
  9. ২০১৩ সালে প্রথমবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে কংগ্রেসের এই নেতার যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেই একই জায়গায় এবারও শপথ নেবেন সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রী হিসেবে শুরু হবে ৭৫ বছর বয়সী কংগ্রেস নেতার যাত্রা।