KMC Election Result 2021: তৃণমূলের হয়ে বিপুল ভোটে জিতলেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা
KMC Election Result 2021: এক্কেবারে কট্টর বামপন্থীর মেয়ে হয়ে বাম বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই শুরু করেছেন অধ্যাপিকা বসুন্ধরা গোস্বামী।
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক তিনি! তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে লড়াই করেছিলেন। কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।
মহিলাদের জন্য সংরক্ষিত ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বামনেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে। তৃণমূলের প্রার্থী তালিকায় এটাই ছিল সবচেয়ে বড় চমক। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে ঘিরে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে।
এক্কেবারে কট্টর বামপন্থীর মেয়ে হয়ে বাম বিরোধী আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়াই শুরু করেছেন অধ্যাপিকা বসুন্ধরা গোস্বামী। তৃণমূলের মুখপত্রের উত্তর সম্পাদকীয় স্তম্ভে অজন্তার ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই সময় বিতর্ক তুঙ্গে উঠেছিল। অজন্তার হয়ে তৃণমূলের মুখপত্রে কলম ধরেছিলেন বসুন্ধরা গোস্বামী। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তখন তুঙ্গে।
বামনেতার মেয়ের তৃণমূলের মুখপত্রে লেখা এবং মমতার প্রশংসা নিয়ে বিস্তর অস্বস্তিতে পড়েছিলেন বাম নেতৃত্বও। অজন্তা ও বসুন্ধরা যেন এক অসম লড়াইয়ে নেমেছিলেন। বসুন্ধরা তৃণমূলের মুখপত্রে লেখেন, ‘এটা বাস্তব যে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে কোনও লেখা হলে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি। লেখায় বামপন্থীদের অংশ অটুট রেখে অজন্তা উদারতার পরিচয় দিয়েছেন।’
ক্ষিতি গোস্বামীর মৃত্যু পর থেকেই বঙ্গ রাজনীতিতে যে জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল, সাম্প্রতিক এই সকল ঘটনার পর তা আরও অনেক বেশি জোরাল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বুঝে যান, তৃণমূলের অনেক কাছাকাছি চলে এসেছেন ক্ষিতি-কন্যা। তারপর সবচেয়ে বড় চমক তৃণমূলের প্রার্থী তালিকা।
পুরভোটের প্রার্থী তালিকায় মহিলা ওয়ার্ডে নাম উঠে আসে ক্ষিতি-কন্যার। এবারের পুরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল। প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছেন ক্ষিতি কন্যা৷
আরও পড়ুন: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ‘খেলা হবে’ গান
আরও পড়ুন: গণনা শেষ হওয়ার আগেই কাজরীকে ‘পুর প্রতিনিধি’ বলে হোর্ডিং মমতার বাড়ি সামনে