KMC Election Result 2021: সন্তোষ পাঠকের জয়ের পরই হাতাহাতি নেতাজি ইন্ডোরের সামনে, দফায় দফায় উত্তেজনা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 21, 2021 | 11:53 AM

KMC Election Result 2021: কংগ্রেস-তৃণমূল দু পক্ষের মধ্যে বচসায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের গ্রেফতার করার দাবি ঘাসফুল শিবিরের।

KMC Election Result 2021: সন্তোষ পাঠকের জয়ের পরই হাতাহাতি নেতাজি ইন্ডোরের সামনে, দফায় দফায় উত্তেজনা
নেতাজি ইন্ডোরের সামনে উত্তেজনা

Follow Us

কলকাতা : গণনা চলাকালীন দুই দলের কর্মীদের মধ্যে বচসায় উত্তপ্ত হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। তৃণমূল ও কংগ্রেস দুই দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ছবিও দেখা যায়। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ভোটের দিনও উত্তপ্ত হয়েছিল ৪৫ নম্বর ওয়ার্ড। এবারও সেই ওয়ার্ডকে ঘিরেই ছড়াল উত্তেজনা।

ইতিমধ্যেই ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। সেই ফল ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রের সামনে। তৃণমূল প্রার্থী শক্তি সিং-এর অভিযোগ সন্তোষ পাঠকের কর্মীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে সন্তোষ পাঠক ও তাঁর কর্মীদের গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন তৃণমূল প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে উত্তেজনা থামানো গেলেও পরে ফের উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে, এ দিন তৃণমূলের পরাজিত প্রার্থী শক্তি সিং যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলছিলেন, সেই সময় তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে প্রথমে শুরু হয় বচসা, পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পুলিশ শক্তি সিং-কে সরিয়ে নিয়ে যায়। শক্তি সিং-র দাবি, হেনস্থার ঘটনায় যুক্ত রয়েছেন সন্তোষ পাঠকের ছেলে সহ একাধিক কংগ্রেস কর্মী।

ভোটের দিনও বিবাদী বাগ এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়েছিল। ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া যায় বলে অভিযোগ জানান সন্তোষ পাঠক। হাতেনাতে ভুয়ো ভোটার ধরেও ফেলেন কংগ্রেস প্রার্থী। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলে তারা পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীর মধ্যে বচসা চলে ভোটের দিন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, ২০১০ ও ১৫-র পুরভোটে তৃণমূলের দাপটের মাঝেও অপরাজিত ছিলেন সন্তোষ পাঠক। বাম জমানাতেও, তাঁকে হারানো যায়নি। ২০০৫ থেকে ৪৫ নম্বর ওয়ার্ডে অপরাজিত কংগ্রেস। এমনকি তাঁর বিরুদ্ধে লড়তে নেমে জামানত খুইয়েছেন তৃণমূল থেকে বাম প্রার্থীরাও। সন্তোষ পাঠকের হাত ধরেই ১৫ বছর ধরে কংগ্রেসের গড় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই ওয়ার্ড। ওয়ার্ড দখল রাখার ব্যাপারে এতটাই নিশ্চিত তিনি যে, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই প্রচারে নেমে পড়েছিলেন।

এ দিকে, প্রত্যাশা মতোই প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের পথে তৃণমূল। ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা। তৃণমূল শহর কলকাতায় কার্যত ফের উঠেছে সবুজ ঝড়। জয়ের উল্লাস তৃণমূল শিবিরে। প্রথম দু’ ঘণ্টাতেই একশোর বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল৷ ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১৩৪ টি আসনে জিতবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ৫২ শতাংশের আশেপাশে থাকতে পারে তৃণমূলের ভোটের হার এবং বিজেপির থাকতে পারে প্রায় ২৪ শতাংশ। বাকি বিরোধীরা মোটামুটি ৭ শতাংশের মতো ভোট পেতে পারেন। উল্লেখ্য, গত পুরভোটে বিজেপি ৭ টি আসন পেয়েছিল, এবার তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বামেরা পেতে পারেন একটি আসন।

আরও পড়ুন: KMC Election Result 2021: তৃণমূলের হয়ে বিপুল ভোটে জিতলেন ক্ষিতি-কন্যা বসুন্ধরা

Next Article