AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Corporation Election 2021: তৃণমূলের প্রচারের অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত ১১৯ ওয়ার্ড

Kolkata Municipal Corporation Election 2021: তৃণমূলে নেতৃত্ব এর পিছনে রাজনীতির কোনও গন্ধ পাচ্ছেন না। স্রেফ ওই ব্যক্তি অটোটিকে ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Kolkata Municipal Corporation Election 2021: তৃণমূলের প্রচারের অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত ১১৯ ওয়ার্ড
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 7:13 AM
Share

কলকাতা: পুরসভার ভোটে তৃণমূলের প্রচারের অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা বেহালার জেমস লং সরণির ২৯ পল্লির কাছে ১১৯ নম্বর ওয়ার্ডে।

ঘটনাটি শুক্রবারের। তৃণমূল নেতা কর্মীরা ১১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থীর প্রচারের বেরিয়েছিলেন। ২৯ নম্বর পল্লির কাছে অটো নিয়ে ড্রাইভার দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় একজন গিয়ে তাঁকে সজোকে ধাক্কা মেরে সরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান অটো চালক।

অভিযোগ, সেই সুযোগে তাঁর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ওই ব্যক্তি অটোতে উঠে পড়েন। অটো চালাতে শুরু করেন তিনি। অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময়ে জেমস লং সরণি রোডে তিনটে বাইককে ধাক্কা মারে ওই ব্যক্তি। পরে একটি পুলিশের চারচাকা গাড়িকেও ধাক্কা মারে। এরপর তারাতলার কাছাকাছি অটোটি পৌঁছলে লোকে ধাওয়া করে। তারাতলা অটো স্ট্যান্ডের চালকরা ছিনতাইবাজকে ধরতে গেলে, অটো রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় সে। অটোটিকে উদ্ধার করা গেলেও ছিনতাইবাজকে এখনও ধরতে পারেনি পুলিশ।

তৃণমূলে নেতৃত্ব এর পিছনে রাজনীতির কোনও গন্ধ পাচ্ছেন না। স্রেফ ওই ব্যক্তি অটোটিকে ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ। বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হল ১১৯ নম্বর ওয়ার্ড।

এই ওয়ার্ডটি এক কথায় তৃণমূলের শক্ত দূর্গে পরিণত হয়েছে। ২০০৫ সাল, ২০১০ সাল এবং ২০১৫ সাল – তিন বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অশোক মণ্ডল। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৫১৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী মিতা চট্টোপাধ্যায় পেয়েছিলেন ২০৯১ ভোট। বিজেপি প্রার্থী যশবীর কউর পেয়েছিলেন ২১৮৮ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৫০৬ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে কাকলি বাগকে। বিজেপির পদ্ম প্রতীকে তৃণমূলকে টেক্কা দিতে তৈরি রাখি চট্টোপাধ্যায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে কলকাতার আনাচ কানাচ। এই পরিস্থিতিতে এই বিচ্ছিন্ন ঘটনাটিও বেশ তাত্পর্যপূর্ণ।

আরও পড়ুন: ‘নেপালে যেতে অনুমতির প্রয়োজনই নেই’, মমতার দাবি ওড়াল কেন্দ্র

আরও পড়ুন: স্মৃতি ইরানি, গিরিরাজ সিং সহ ‘স্টার’দের নিয়ে এসে পুরভোট জিততে মরিয়া শুভেন্দু-সুকান্তরা