কলকাতা: পুরসভা দখলের লড়াই যত এগিয়ে আসছে, ততই বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে কলকাতার আনাচ কানাচ। এবার ৬৫ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থীর ব্যানার, ফেস্টুন, দলীয় ঝান্ডা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মঙ্গলবার ৬৫ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী অনুলেখা সিনহা তিলজলা রোড এলাকায় যান। অভিযোগ, সেখানে তাঁর প্রচারে যে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলি ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ৬৫ নং ওয়ার্ডের আরএসপি প্রার্থী অনুলেখা সিনহার অভিযোগ, এর আগে শনিবার ঝাউতলা লেনেও একইভাবে দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়া হয়েছিল। সেসময় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সপ্তাহ ঘোরার আগেই ফের একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন তিনি।
অনুলেখা সিংহ বলেন, “আমাদের কর্মীরা এই অঞ্চলে ব্যানার-ফেস্টুন পতাকা লাগিয়েছিলেন। কিন্তু রাতেই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা এই সব খুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। । আমরা বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনের নজরে আনতে চাই। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য আবেদন জানাচ্ছি।”
অনুলেখার দাবি, আগেরবার থানায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। বুধবারের ঘটনার বিষয়ে তিনি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, “এই ধরনের কোনও ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত নন। তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। পুলিশ তদন্ত করুক। তাহলেই বোঝা যাবে কারা এই কাজ করেছে।”
কলকাতা পুরসভার এই ওয়ার্ডকে বলা হতো আরএসপির গড়। রেভলিউশনারি সোশালিস্ট পার্টির প্রার্থী মানেই এই ওয়ার্ডে জয় অবধারিত। ২০০৫ সাল, ২০১০ সাল, ২০১৫ সালে এই ওয়ার্ড দখলে রেখেছিল আরএসপি। তবে ২০১৫ সালের যিনি আরএসপির টিকিটে জয়ী হন, সেই নিবেদিতা শর্মা এখন তৃণমূলে। এবার প্রার্থীও হয়েছেন তৃণমূলের প্রতীকে।
২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১০ সালেও জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১৫ সালে প্রার্থী হন আরএসপির নিবেদিতা শর্মা। ২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নিবেদিতা শর্মা। বিজেপি প্রার্থী সোনিয়া পাণ্ডে। আরএসপি প্রার্থী অনুলেখা সিংহ। কংগ্রেস প্রার্থী অনিশা আখতার।
এবারের পুর-নির্বাচনে দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্য় বিজেপি নেতৃত্ব। ফলে এবারের টক্করটা অন্য মাত্রা পেয়েছে। তবে শেষ কয়েকদিনের খবরে, সেভাবে বিজেপি-তৃণমূলকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ শানাতে দেখা যায়নি। বিভিন্ন ওয়ার্ডে বামেদের পতাকা-ফেস্টুন ছেঁড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।
আরও পড়ুন: ধরনা মঞ্চে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর, ‘জানতেই পারেননি’ মাস্টারমশাই!
আরও পড়ুন: Mayor Selection: ২১ ডিসেম্বর শপথ নেবেন দুর্গাপুর পুরনিগমের নতুন মেয়র! লড়াইয়ে এগিয়ে কে?