কলকাতা: কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডেই খুব বাছাই করে প্রার্থী দিয়েছে তৃণমূল। পুরনো অভিজ্ঞ মুখের পাশাপাশি বহু ওয়ার্ডে নতুন মুখকেও তুলে আনা হয়েছে। তবে এই নতুন মুখ মানে যে রাজনীতিতে নতুন এমনটা নয়। পরেশ পালের মতো বিধায়কও রয়েছেন, যিনি
এবার তৃণমূলের তালিকায় রয়েছেন ৫৫ জন নতুন মুখ। উত্তর কলকাতায় প্রার্থী তালিকায় নতুনদের সংখ্যা ২৫। অর্থাৎ ১ নম্বর ওয়ার্ড থেকে ৫৯ নম্বর ওয়ার্ডে নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে প্রার্থী তালিকায় নতুনদের সংখ্যা ৩০। ৬০ নম্বর ওয়ার্ড থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে এই নতুন প্রার্থীদের টিকিট দিয়েছে দল।
১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কার্তিক মান্না। ২ নম্বর ওয়ার্ডে কাকলি সেন নতুন মুখ। ৩ নম্বর ওয়ার্ডে দেবিকা চক্রবর্তী। ৮ নম্বর ওয়ার্ডে পূজা পাঁজা। ১০ নম্বর ওয়ার্ডে সুব্রত বন্দ্যোপাধ্যায়। ১২ নম্বর ওয়ার্ডে মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। ১৬ নম্বর ওয়ার্ডে স্বপন দাস। ২১ নম্বর ওয়ার্ডে মীরা হাজরা। ২২ নম্বর ওয়ার্ডে শ্যামপ্রকাশ পুরোহিত। ২৩ নম্বর ওয়ার্ডে সানোয়ারমাল আগরওয়াল। ২৫ নম্বর ওয়ার্ডে রাজেশ সিনহা। ২৮ নম্বর ওয়ার্ডে অয়ন চক্রবর্তী।
৩১ নম্বর ওয়ার্ডে পরেশ পাল। ৩৩ নম্বর ওয়ার্ডে চিনু বিশ্বাস। ৩৬ নম্বর ওয়ার্ডে শচীন সিং। ৪০ নম্বর ওয়ার্ডে সুপর্ণা দত্ত। ৪২ নম্বর ওয়ার্ডে মহেশ শর্মা। ৪৫ নম্বর ওয়ার্ডে শক্তি প্রতাপ সিং। ৪৬ নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্কা সাহা। ৪৭ নম্বর ওয়ার্ডে বিমল সিং। ৪৮ নম্বর ওয়ার্ডে বিশ্বরূপ দে। ৪৯ নম্বর ওয়ার্ডে মোনালিসা বন্দ্যোপাধ্যায়। ৫১ নম্বর ওয়ার্ডে ইন্দ্রনীল কুমার। ৫২ নম্বর ওয়ার্ডে সোহিনী মুখোপাধ্যায়।
৫৫ নম্বর ওয়ার্ডে সবিতারানি দাস। ৬৪ নম্বর ওয়ার্ডে সাম্মি জাহান। ৬৯ নম্বর ওয়ার্ডে দিলীপ বসু। ৭৩ নম্বর ওয়ার্ডে কাজরী বন্দ্যোপাধ্যায়। ৭৮ নম্বর ওয়ার্ডে সোমা দাস। ৮৩ নম্বর ওয়ার্ডে প্রবীর মুখোপাধ্যায়। ৮৬ নম্বর ওয়ার্ডে সৌরভ বসু। ৮৭ নম্বর ওয়ার্ডে মনীষা বসু সাউ। ৯০ নম্বর ওয়ার্ডে চৈতালি চট্টোপাধ্যায়। ৯২ নম্বর ওয়ার্ডে অভিষেক মুখোপাধ্যায়। ৯৩ নম্বর ওয়ার্ডে মৌসুমী দাস। ৯৪ নম্বর ওয়ার্ডে সন্দীপ নন্দী মজুমদার। ৯৬ নম্বর ওয়ার্ডে বসুন্ধরা গোস্বামী। ১০০ নম্বর ওয়ার্ডে প্রসেনজিৎ দাস।
১০২ নম্বর ওয়ার্ডে সীমা ঘোষ। ১০৩ নম্বর ওয়ার্ডে সুকুমার দাস। ১০৫ নম্বর ওয়ার্ডে সুশীলা মণ্ডল। ১০৬ নম্বর ওয়ার্ডে অরিজিৎ দাস ঠাকুর। ১০৭ নম্বর ওয়ার্ডে লিপিকা মান্না। ১১০ নম্বর ওয়ার্ডে স্বরাজ মণ্ডল। ১১১ নম্বর ওয়ার্ডে সন্দীপ দাস। ১১৯ নম্বর ওয়ার্ডে কাকলি বাগ। ১২১ নম্বর ওয়ার্ডে রূপক গঙ্গোপাধ্যায়। ১২৫ নম্বর ওয়ার্ডে রত্না সরকার। ১২৭ নম্বর ওয়ার্ডে মালবিকা বৈদ্য। ১২৮ নম্বর ওয়ার্ডে পার্থ সরকার। ১৩১ নম্বর ওয়ার্ডে রত্না চট্টোপাধ্যায়। ১৩৮ নম্বর ওয়ার্ডে ফরিদা পারভিন। ১৩৯ নম্বর ওয়ার্ডে শেখ মোস্তাক আহমেদ। ১৪১ নম্বর ওয়ার্ডে শিবনাথ গায়েন। ১৪৩ নম্বর ওয়ার্ডে ক্রিস্টিনা বিশ্বাস।