AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata municipal corporation election 2021: একটি বরোতেই ২৫০টি স্পর্শকাতর বুথ! সকাল থেকে শুরু রুটমার্চ

kolkata municipal election 2021: ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি ‘স্পর্শকাতর’।

Kolkata municipal corporation election 2021: একটি বরোতেই ২৫০টি স্পর্শকাতর বুথ! সকাল থেকে শুরু রুটমার্চ
মুচিপাড়া থানা এলাকায় রুটমার্চ পুলিশের। ছবি কল্যাণ মণ্ডল।
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 11:50 AM
Share

কলকাতা: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোট। ভোট গ্রহণের জন্য মোট ৪৯৫৯টি বুথের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে ১১৩৯টি বুথকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখযোগ্যভাবে এই ‘স্পর্শকাতর’ বুথগুলির মধ্যে সাত নম্বর বরোতেই রয়েছে ২৫০টি। একটি বরোতে এতগুলি স্পর্শকাতর বুথ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে স্পর্শকাতর বুথ সবথেকে কম ১৩ নম্বর বরোয়। এখানে এরকম বুথের সংখ্যা ২২টি। কলকাতা পুরসভা এলাকার ১৬টি বরোতেই কমবেশি স্পর্শকাতর বুথ রয়েছে।

১৪৪টি ওয়ার্ড নিয়ে তৈরি কলকাতা পুর এলাকায় এ বার মোট ভোটার ৪০,৪৮,৩৫২ জন। সবচেয়ে বেশি ভোটার ৬৬ নম্বর ওয়ার্ডে। ৯৫,০৩৮ জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন ৮৭ নম্বর ওয়ার্ডে। এখানে ভোটার সংখ্যা ১০,০৩৩। কলকাতায় ওয়ার্ড পিছু গড় ভোটার ২৮,১১৪ জন।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ পুরভোটের আইনশৃঙ্খলার সমস্ত দায়িত্ব কলকাতা পুলিশকেই দিয়েছে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশই রবিবারের পুরভোট পরিচালনার দায়িত্বে। শুক্রবার রাতে কলকাতার নগরপাল ডিসি অফিসগুলিতে যান। ভোট পরিচালনার প্রস্তুতি নিয়ে কথা বলেন।

অন্যদিকে শুক্রবার বিকেল থেকেই শহরে শুরু হয়ে গিয়েছে পুলিশের রুটমার্চ। র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা কলকাতা পুলিশের র‌্যাফ শ্যামবাজার এলাকায় রুটমার্চ করে। ছিলেন শ্যামপুকুর থানার ওসি সেই রুটমার্চে নেতৃত্ব দেন। মূলত স্পর্শকাতর এলাকাগুলিতে এই বাহিনী ঘোরে। পরণে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে এসএলআর রাইফেল এবং বিশেষ লাঠি। এই দুই ‘অস্ত্রেই’ কলকাতার ভোটারদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছে তারা।

সকলে যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট দিতে পারেন, ভোটকেন্দ্রে যেতে পারেন তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী কেন, কলকাতা পুলিশের কাছে বাহিনী কোনও অংশে কম নেই। কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী থেকে র‌্যাফ সমস্ত কিছুই রয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। শুক্রবার শ্যামবাজারের পাশাপাশি শহরের আরও তিন জায়গায় রুটমার্চ চলে পুলিশের।

শনিবার সকাল থেকেও শহরে একই ছবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকা চেকিং চলছে। সঙ্গে শহরজুড়ে রুটমার্চ করছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। নিউ মার্কেট, মুচিপাড়া, পূর্ব যাদবপুর, সার্ভে পার্ক-সব বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ করে বাহিনী। ধর্মতলা, পার্ক স্ট্রিট সংলগ্ন বিভিন্ন হোটেলে অভিযান চালায় পুলিশ।

পুরভোটের দিন নালিশ শোনার জন্য রাস্তায় থাকবেন ১৮ জন ডিসি। ২০০টি পিকেট হবে। প্রত্যেক পিকেটে সার্জেন্টরা থাকবেন। ৭৮টি কুইক রেসপন্স টিম (QRT) থাকবে শহরে। এই টিমে থাকবেন একজন অফিসার, তিনজন কনস্টেবল। শনিবার অর্থাৎ আজ থেকে ৭২টি কুইক রেসপন্স টিম শহরে ঘুরবে। ৩৫টি স্পর্শকাতর এলাকায় থাকবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। রাস্তায় থাকবেন ২৩,০০০ পুলিশ কর্মী।

শুক্রবারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব কমিশনকে নিতে হবে। যদি ভোটে কোনও গোলমাল হয়, আদালতের কাছে জবাবদিহি করতে হবে ডিজি ও নগরপালকে। ভোটারদের মধ্যে ভয় দূর করতে রুটমার্চের কথাও বলা হয়।

আরও পড়ুন: পুরভোট প্রস্তুতি নিয়ে রাতেই ডিসি অফিসগুলিতে কলকাতার নগরপাল