Helium Gas Exposure Effect: নিজে থেকে তৈরি হয় না, তবু শরীরে অতিরিক্ত হিলিয়াম! জেলবন্দির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

Helium Gas Exposure Effect: শরীরে কোনও কারণে নিজে থেকে হিলিয়ামের উপস্থিতি বাড়তে পারে না। তাহলে জেলের মধ্যে বন্দি দশায় যুবকের শরীরে হিলিয়াম এল কোথা থেকে?

Helium Gas Exposure Effect: নিজে থেকে তৈরি হয় না, তবু শরীরে অতিরিক্ত হিলিয়াম! জেলবন্দির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
Follow Us:
| Updated on: Jan 10, 2025 | 7:58 PM

২০২২ সালে নিম্ন আদালতে পকসো মামলায় যাবজ্জীবনের সাজা হয়েছিল, সেই থেকেই জলপাইগুড়ির সংশোধনাগারে বন্দি ছিল যুবক। বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাননি বাবা-মা। ভেবেছিলেন হাইকোর্টে অ্যাপিল করবেন ছেলের জন্য। কিন্তু সেই সুযোগটাই পেলেন না। জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারেন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালেই পৌঁছতেই জানতে পারেন ততক্ষণে সব শেষ।

পোস্টমর্টেম হতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শরীরে মিলেছে হিলিয়ামের উপস্থিতি। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁর। আর তাতেই ক্ষুব্ধ হাইকোর্ট।

শরীরে কোনও কারণে নিজে থেকে হিলিয়ামের উপস্থিতি বাড়তে পারে না। তাহলে জেলের মধ্যে বন্দি দশায় যুবকের শরীরে হিলিয়াম এল কোথা থেকে?

এর সঙ্গে আরও কতগুলি প্রশ্নের জন্ম দেয়। হিলিয়াম কি মানব দেহে আগে থেকেই থাকে? কী ভাবে শরীরে বাড়তে পারে হিলিয়ামের মাত্রা? হিলিয়াম বেড়ে গেলে তা কী প্রভাব ফেলে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই টিভি ৯ বাংলা ডিজিটাল যোগাযোগ করেছিল চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে। কী বললেন তিনি?

অরিন্দম বাবু জানান, সকলের শরীরেই খুব অল্প পরিমাণ হিলিয়াম থাকে। তবে তার কোনও কার্যকরী ভূমিকা নেই। আবার শরীরের কোনও ক্ষতি করে না।

হিলিয়াম শরীরে বেড়ে গেলে কী হয়?

অরিন্দম বাবু বলেন, “শরীরে হিলিয়াম বেড়ে গেলে তা নেতিবাচক প্রভাব ফেলে। অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয় ফলে ব্রেনের উপরে প্রভাব পড়ে। খুব বেশি বেড়ে গেলে এয়ার এম্বোলিজমের ফলে ধমনীগুলি বায়ু যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। ফলে ফুসফুসের কাজ ব্যহত হয় এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।”

হিলিয়াম শরীরে বাড়ছে কী ভাবে বুঝবেন?

হিলিয়াম বেড়ে গেলে কিছু উপসর্গ দেখা যায়। মাথা ঘোড়া, ভুল বকা, মাথা ব্যথা আবার কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে পারে রোগী। অরিন্দম বাবু বলেন, “হিলিয়াম বেড়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। তাঁকে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে, তাহলে ধীরে ধীরে হিলিয়ামের প্রভাব কমে যায়।”

শরীরের মধ্যে কোনও কারণে হিলিয়াম বাড়তে পারে কী?

অরিন্দম বাবুর মতে হিলিয়াম শরীরে খুব অল্প পরিমাণে থাকে। তবে বাইরের কোনও উৎসের সংস্পর্শে না এলে হিলিয়াম বেড়ে যাওয়া সম্ভব নয়।

সুতরাং কেন, কী ভাবে জেলবন্দি ওই যুবকের দেহে হিলিয়াম বেড়ে গিয়ে বিষক্রিয়া হল, সেই কারণ অজানাই। ঘটনাটির আদালতের নজরে আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি ঘোষ সওয়াল শুনে বলেন, “ছেলেটি মরে গিয়েছে বাবা… এত সহজে ছাড়ব না।”