Congress Rally in UP: ‘হারা ময়দানে’ই আজ রাহুল, বোনকে সামনে রেখেই সুর চড়াবেন মুদ্রাস্ফীতি নিয়ে
Congress Rally in UP: সম্প্রতিই রাজস্থানে জনসভায় যেমন কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে সুর চড়িয়েছিল কংগ্রেস, আজকের পদযাত্রাতেও একই ইস্যু নিয়ে সরব হবেন রাহুল-প্রিয়ঙ্কা, এমনটাই জানা গিয়েছে।
নয়া দিল্লি: এক সময় তাঁর লোকসভা কেন্দ্র ছিল আমেঠি(Amethi)। কিন্তু ২০১৯ সালে স্মৃতি ইরানি(Smriti Irani)-র কাছে ৫০ হাজার ভোটে হেরে সেই কেন্দ্র থেকেই মুখ ফিরিয়েছিলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিধানসভা নির্বাচনের প্রচারে আজ সেই কেন্দ্রেই পদযাত্রায় অংশ নেবেন রাহুল গান্ধী। সঙ্গে থাকবেন প্রিয়ঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)।
সম্প্রতিই রাজস্থানে জনসভায় যেমন কেন্দ্রের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে সুর চড়িয়েছিল কংগ্রেস, আজকের পদযাত্রাতেও একই ইস্যু নিয়ে সরব হবেন রাহুল-প্রিয়ঙ্কা, এমনটাই জানা গিয়েছে। ৬ কিমি দীর্ঘ এই পদযাত্রা সকাল থেকেই শুরু করা হবে। দলের জাতীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বরা ছাড়াও উত্তর প্রদেশের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদেরও এই পদযাত্রায় অংশ নিতে বলা হয়েছে।
এর আগেই রাজস্থানে জনসভা থেকে রাহুল হিন্দুত্ব নিয়ে সুর চড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, “হিন্দু কে? হিন্দু এমন একজন, যিনি প্রতিটি ধর্মকে সমান সম্মান করেন এবং কাউকে ভয় পান না। যাঁরা ক্ষমতায় আছে তারা মিথ্যা হিন্দু… ভারতে হিন্দু রাজ নয়, হিন্দুত্ববাদীর রাজ চলছে। আমরা এই হিন্দুত্ববাদীদের সরিয়ে দিয়ে হিন্দু রাজ আনতে চাই।”
দলনেত্রী সনিয়া গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতিতেই রাহুল বলেছিলেন, “আমি নিজে একজন হিন্দু। আপানারা যাঁরা আছেন, তাঁরাও প্রত্যেকে হিন্দু। আর তাঁরা হলেন হিন্দুত্ববাদী।” নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেছিলেন যে, “হিন্দুত্ববাদীরা কেবলমাত্র ক্ষমতার পিছনে দৌঁড়াচ্ছে। কোনটা সত্যি, কোনটা মিথ্যা… সে সবের কোনও পরোয়া করেন না তাঁরা।”
কংগ্রেসকে নতুন রূপে তুলে ধরতে চান গান্ধী পরিবারের পরবর্তী প্রজন্ম, রাহুল-প্রিয়ঙ্কা। বিক্ষুদ্ধ জি-২৩-র ধাক্কা সামাল দিয়ে নতুন করে কংগ্রেসকে তুলে ধরতে চাইছেন তাঁরা। টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে থাকেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী। নির্বাচন আসতেই এবার ময়দানে নেমেও একই প্রচার চালাচ্ছেন তাঁরা।
২০১৪ সালের নির্বাচনী ভরাডুবির পর থেকে যে খারাপ সময় শুরু হয়েছে কংগ্রেসে, তা আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল ফল করে পুষিয়ে নিতে চাইছে একসময়ের শাসক দল। ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে উত্তর প্রদেশই সবথেকে গুরুত্বপূর্ণ হওয়ায়, অনেকদিন আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিল কংগ্রেস।
উত্তর প্রদেশের যাবতীয় নির্বাচনী ভার প্রিয়ঙ্কা গান্ধী সামলালেও, এবার রাহুল গান্ধীও প্রচারে যোগ দেবেন। আজ আমেঠিতে প্রচারের মাধ্যমেই তার একপ্রকার সূচনা হতে চলেছে। একসময় কংগ্রেসের আধিপত্য থাকলেও ২০১৯ সালে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে ৫০ হাজার ভোটে হারের পরই আমেঠিতে কংগ্রেস নেতৃত্বদের আনাগোনা কমে গিয়েছিল। ভোটে হারের পর এই নিয়ে দ্বিতীয়বার আমেঠিতে যাবেন রাহুল গান্ধী। যদিও কংগ্রেসের দাবি, আজ রাহুল গান্ধীর উপস্থিতি কংগ্রেসের উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারকে আরও শক্তি জোগাবে।