Bangla News
Elections 2022
Uttar Pradesh (UP) Assembly Election 2022 Live
Uttar Pradesh Cabinet: শোনা যাচ্ছে, উপমুখ্যমন্ত্রী পদের জন্য বেশ কয়েকজনের নাম চিন্তাভাবনা করা হয়েছে। এদের মধ্যে স্বতন্ত্র দেব সিং, বেবি রানি মৌর্য্য, ব্রীজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্যের নাম রয়েছে।
Uttar Pradesh Assembly 2022: পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর দেখা গিয়েছে, সমাজবাদী পার্টি প্রার্থী আজ়ম খান ও নাহিদ হাসান জেল থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করার পরও নিজেদের সংশ্লিষ্ট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন
Uttar Pradesh Assembly Election 2022: যেভাবে অনুরাগ ঠাকুর ২০২২ সালের নির্বাচনের আগে গোটা উত্তর প্রদেশে প্রচার চালিয়েছেন এবং বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন, তা বিজেপি কর্মীদের মনোবল আরও চাঙ্গা করেছে। আর তার সরাসরি প্রভাব দেখা গিয়েছে উত্তর প্রদেশের ভোটের ফলাফলে। ফের একবার উত্তর প্রদেশের তখতে বিজেপি।
Uttar Pradesh Assembly Election 2022: চার রাজ্যে বিজেপি জয় লাভ করলেও, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীই ভোটে হোরে গিয়েছেন, এছাড়া গোয়ার দুই উপমুখ্যমন্ত্রী ও উত্তর প্রদেশের এক উপ-মুখ্যমন্ত্রী নির্বাচনে হেরে গিয়েছেন, তা উল্লেখ করেন সঞ্জয় রাউত।
Akhilesh Yadav: এদিন তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সমাজবাদী পার্টি দেখিয়ে দিয়েছে যে বিজেপির আসন সংখ্যা কমানো সম্ভব।"
Viral Video of Baby Yogi Adityanath: 'বেবি যোগী আদিত্যনাথ'-ও তাঁর বাবার কোলে চেপেই লখনউয়ের দলীয় কার্যালয়ে হাজির হয়। সাজগোজে যোগী আদিত্যনাথকে অনুকরণ করা ছাড়াও, পিঠে বিশেষ বার্তাও লেখা ছিল তাঁর।
UP Election Result 2022 : উত্তরপ্রদেশের নির্বাচনে প্রথম থেকেই বিরোধীদের অস্ত্র ছিল উন্নাও, হাথরস এবং লখিমপুর খেরি। উন্নাও ও হাথরাসে যেখানে ধর্ষণ কাণ্ডে শাসকদল বিজেপির উপর চাপ বাড়িয়েছে বিরোধীরা। উন্নাও কাণ্ডে নির্যাতিতার মাকে ভোটের টিকিট পর্যন্ত দিয়েছিল কংগ্রেস। তবে তাতেও বিজেপির জয়রথ থামানো যায়নি এই জেলায়।
UP Assembly Election Result 2022 : উত্তর প্রদেশে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই গেরুয়া ঝড়ে মধ্য়েও জিততে পারেননি যোগীর ডেপুটি কেশব প্রসাদ মৌর্য।
Priyanka Gandhi: ভরাডুবির পর বৃহস্পতিবার সন্ধ্যায় একের পর এক টুইট উত্তর প্রদেশের কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী। পরাজয় স্বীকার করে নিয়ে লিখেছেন, দলের কঠিন পরিশ্রমকে শেষ পর্যন্ত ভোটে রূপান্তরিত করা যায়নি।