ছত্তিশগড় লোকসভা কেন্দ্র (Chhattisgarh Lok sabha constituencies)

আসন্ন লোকসভা নির্বাচনের দিক থেকে ছত্তীসগঢ়ের গুরুত্ব রয়েছে যথেষ্ট। কিছু মাস আগেই এখানে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে এবং সেখানে একটি বড় জয় পেয়েছে বিজেপি শিবির। পাঁচ বছর পর ফের ছত্তীসগঢ়ের ক্ষমতায় ফেরে বিজেপি। এবারের বড় জয়ের পর মুখ্যমন্ত্রীর নাম বেছে নিতে অনেকটা সময় নেয় বিজেপি। শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে বেছে নেওয়া হয় ছত্তীসগঢ়ে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে। আর এটাই বিজেপির জন্য লোকসভা নির্বাচনের আগে এক বড় বাজি বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিধানসভা নির্বাচনে যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রচুর খাটতে হবে কংগ্রেস শিবিরকে

ছত্তিশগড় লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন সাংসদ দল
Chhattisgarh Durg Vijay Baghel BJP
Chhattisgarh Korba Jyotsna Charandas Mahant কংগ্রেস
Chhattisgarh Bastar Deepak Baij কংগ্রেস
Chhattisgarh Janjgir-Champa Guharam Ajgalley BJP
Chhattisgarh Mahasamund Chunni Lal Sahu BJP
Chhattisgarh Bilaspur Arun Sao BJP
Chhattisgarh Rajnandgaon Santosh Pandey BJP
Chhattisgarh Kanker Mohan Mandavi BJP
Chhattisgarh Surguja Renuka Singh Saruta BJP
Chhattisgarh Raigarh Gomati Sai BJP
Chhattisgarh Raipur Sunil Kumar Soni BJP

দেশের নবগঠিত রাজ্যগুলির মধ্যে ছত্তীসগঢ় অন্যতম। ২০০০ সালের ১ নভেম্বর ছত্তীসগঢ় রাজ্যের গঠন হয় এবং দেশের ২৬তম রাজ্য হিসেবে এটি ভারতের মানচিত্রে জায়গা করে নেয়। তার আগে পর্যন্ত ছত্তীসগঢ় ছিল মধ্য প্রদেশেরই একটি অংশ। কীভাবে ছত্তীসগঢ় নাম এল? বলা হয়, এই এলাকায় আগে ৩৬টি দুর্গ ছিল। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় ছত্তীসগঢ়। পরবর্তী সময়ে দুর্গের সংখ্যা বাড়লেও নামকরণের ক্ষেত্রে আর কোনও পরিবর্তন হয়নি। সেই থেকেই আজকের ছত্তীসগঢ়।

আসন্ন লোকসভা নির্বাচনের দিক থেকে ছত্তীসগঢ়ের গুরুত্ব রয়েছে যথেষ্ট। কিছু মাস আগেই এখানে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে এবং সেখানে একটি বড় জয় পেয়েছে বিজেপি শিবির। পাঁচ বছর পর ফের ছত্তীসগঢ়ের ক্ষমতায় ফেরে বিজেপি। এবারের বড় জয়ের পর মুখ্যমন্ত্রীর নাম বেছে নিতে অনেকটা সময় নেয় বিজেপি। শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে বেছে নেওয়া হয় ছত্তীসগঢ়ে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে। আর এটাই বিজেপির জন্য লোকসভা নির্বাচনের আগে এক বড় বাজি বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিধানসভা নির্বাচনে যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রচুর খাটতে হবে কংগ্রেস শিবিরকে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল বিজেপি। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল প্রায় ৪১ শতাংশ। এবার জয়ের হ্যাটট্রিক করে বিজেপির নেতৃত্বধীন এনডিএ জোট আরও একবার কেন্দ্রে সরকার গড়ার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। এবার স্লোগান উঠছে '৪০০ পার'। আর সেই টার্গেট পূরণ করতে বিজেপিকেও দুর্দান্ত পারফর্ম করতে হবে ভোট ময়দানে।

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি?
উত্তর- ৫০.৭০%

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেস কতগুলি আসন পেয়েছিল?
উত্তর - ২টি আসনে জিতেছিল কংগ্রেস

প্রশ্ন - ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির পারফর্ম্যান্স কেমন ছিল?
উত্তর- ১১টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১০টি আসনেই জিতেছিল বিজেপি

প্রশ্ন-  ছত্তীসগঢ়ে তফসিলি জাতি ও উপজাতির জন্য কতগুলি আসন সংরক্ষিত?
উত্তর - পাঁচটি আসন

প্রশ্ন- এবারের বিধানসভা ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে কাকে প্রার্থী করেছিল বিজেপি?
উত্তর - লোকসভার সাংসদ বিজয় বাঘেলকে প্রার্থী করা হয়েছিল

প্রশ্ন- কয়েক মাস আগের বিধানসভা নির্বাচনে কোন কংগ্রেস সাংসদ পরাজিত হয়েছিলেন?
উত্তর- কংগ্রেস সাংসদ দীপক বৈজ পরাজিত হন চিত্রকূট লোকসভা কেন্দ্র থেকে

প্রশ্ন - ২০১৯ সালের ভোটে কোন আসন থেকে জয়ী হয়ে সাংসদ হন বিজয় বাঘেল?
উত্তর - দুর্গ লোকসভা কেন্দ্র

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ছত্তীসগঢ় থেকে কতগুলি আসন জিতেছিল?
উত্তর - ১১টি আসনের মধ্যে ৯টি আসনেই জিতেছিল বিজেপি

প্রশ্ন- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রেণুকা সিং কোন আসনের সাংসদ?
উত্তর - সুরগুজা লোকসভা কেন্দ্র

প্রশ্ন- ছত্তীসগঢ়ের প্রথম মুখ্যমন্ত্রী কে?
উত্তর - অজিত যোগী

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪