AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra CM Equations: জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত পওয়ার

Maharashtra CM Equations: আভাস মোটামুটি পাওয়া গিয়েছিল ভোটের ফলপ্রকাশের দিনেই। এবার সেই ধারণাতেই শিলমোহর দিলেন 'মহাযুতি' জোটের অন্যতম শরিক এনসিপি নেতা শরদ পওয়ার।

Maharashtra CM Equations: জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত পওয়ার
Image Credit: PTI
| Updated on: Dec 01, 2024 | 11:19 AM
Share

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসন বিজেপির কাছেই থাকছে। আভাস মোটামুটি পাওয়া গিয়েছিল ভোটের ফলপ্রকাশের দিনেই। এবার সেই ধারণাতেই শিলমোহর দিলেন ‘মহাযুতি’ জোটের অন্যতম শরিক এনসিপি নেতা শরদ পওয়ার। গত কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে টানাপোড়েন চলছিল। তবে সেই আসন যে বিজেপি কাউকে ছাড়বে না তা কার্যত বোঝাই গিয়েছিল। রবিবার সেই কথাতেই শিলমোহর দিলেন এনসিপি প্রধান অজিত পওয়ার।

অজিত পওয়ার এই দিন সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, “দিল্লিতে মহাযুতি জোটের বৈঠকে ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই কেউ হবেন। কে হবেন সেটা তাঁরা ঠিক করবেন। দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। এই দুটি পদ দুটি শরিক দল এনসিপি এবং শিবসেনাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভোটের ফলপ্রকাশের পরেও সরকার গড়তে কেন এত দেরি হচ্ছে? এই প্রশ্নের জবাবে অজিত বলেন, “এটাই প্রথমবার নয় যে সরকার গড়তে দেরি হচ্ছে। আপনারা মনে করে দেখুন ১৯৯৯ সালে সরকার গড়তে ১ মাস সময় লেগে গিয়েছিল।”

ভোটের ফলাফল ঘোষণার ছয় দিন পরেও, বিজেপি এখনও তাদের নির্বাচিত বিধায়কদের নিয়ে কোনও বৈঠক ডাকেনি বা পরিষদীয় দলনেতা নিয়োগ করেনি। তবে মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে শনিবার ঘোষণা করেছেন ৫ ডিসেম্বর বিকেল ৫ টায় মুম্বইয়ের আজাদ ময়দানে নতুন সরকার শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুর দিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছিলেন মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নেবেন। একনাথ ‘বাঁধা’ হবেন না। যদিও দিল্লি থেকে ফিরে এসে, মুম্বইয়ের বৈঠকে যোগ না দিয়েই, সটান নিজের গ্রামের বাড়ি সাতারা পাড়ি দিয়েছেন তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দিলেও স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি জানিয়েছিল শিন্ডেসেনা। তবে মহারাষ্ট্রের মতো রাজ্যে স্বরাষ্ট্র দফতর হাত থেকে চলে গেলে তা যে মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে অনেকটাই খর্ব করে সেটা বলাই বাহুল্য। তাই শরিকদের কাউকেই সেই দফতর দিতে নারাজ বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি সেই কারণেই ‘গোঁসা’ হয়েছে একনাথের। যদিও জানা গিয়েছে সাতারায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিন্ডে। তাঁর চিকিৎসা চলছে।