Uddhav Thackeray-Eknath Shinde: ভাগ্য নাকি কর্ম! ২০১৯-এ উদ্ধব যেখানে দাঁড়িয়েছিলেন, আজ সেখানেই একনাথ, শেষটাও এক হবে?
Maharashtra Assembly Election Results 2024: ২০২৪-র এই অসাধারণ ফলেও ২০১৯ সালের ছায়াই দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ৫ বছরে দল বদল, সরকার ভাঙা-গড়া হলেও, ২০১৯ সালে উদ্ধব ঠাকরে যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, আজ সেখানেই দাঁড়িয়ে রয়েছেন একনাথ শিন্ডে।
মুম্বই: ঝড় বা ঢেউ নয়, মহারাষ্ট্রে সুনামি এনেছে মহাযুতি। ২৮৮ আসনের মধ্যে ২৩৪ আসনেই জয়ী এনডিএ। বিজেপি একাই ১৩২টি আসনে জয়ী হয়েছে। ৩৪ বছর পর এই প্রথম কোনও দল একাই ১০০-র গণ্ডি পার করল। এনডিএ-র এই ফলাফলে খুবই খুশি জোটসঙ্গীরা। তবে ২০২৪-র এই অসাধারণ ফলেও ২০১৯ সালের ছায়াই দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ৫ বছরে দল বদল, সরকার ভাঙা-গড়া হলেও, ২০১৯ সালে উদ্ধব ঠাকরে যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন, আজ সেখানেই দাঁড়িয়ে রয়েছেন একনাথ শিন্ডে।
২০২২ সালে উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে বিধায়কদের নিয়ে বেরিয়ে যান বিদ্রোহী একনাথ। গড়েন নতুন দল। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গড়েন সরকার, নিজে বসেন মুখ্যমন্ত্রী পদে। আদালতেও মামলা লড়ে নিজেদেরই ‘আসল শিবসেনা’ বলে প্রমাণিত করেন। এরপর এনসিপিও ভাঙে। অজিত পওয়ারের শিবির যোগ দেওয়ায় মহাযুতি তৈরি হয়। এবার সেই মহাযুতির প্রথম পরীক্ষা ছিল। আর তাতেই একশোয় একশো।
এবার জোটের অন্দরে লড়াই মুখ্যমন্ত্রীর গদি নিয়ে। বিজেপির পছন্দ যে দেবেন্দ্র ফড়ণবীস, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, একনাথ শিন্ডেও জমি ছাড়তে নারাজ। সূত্রের খবর, শিন্ডে দাবি করেছেন মহারাষ্ট্রে জয়ের নেপথ্যে কাজ করেছে লড়কি-বেহনা যোজনা, যা তাঁর মস্তিষ্ক প্রসূত। সুতরাং সাফল্যের কৃতিত্ব ও পুরস্কারও প্রাপ্য তাঁরই। তাই মুখ্যমন্ত্রী পদ দেওয়া হোক তাঁকে।
২০১৯-র পুনরাবৃত্তি-
তবে ভুললে চলবে না, মহাযুতির আগেও ছিল একটি জোট। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের অংশ ছিল অবিভক্ত শিবসেনা। সেই নির্বাচনে বিজেপি ১০৫টি আসনে জয়ী হয়। অবিভক্ত শিবসেনা পেয়েছিল ৫৬টি আসন। ভোটের ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রীর গদি নিয়ে টানাটানি শুরু হয়। উদ্ধব ঠাকরে দাবি করেন, জোটের যুক্তি হয়েছিল মুখ্যমন্ত্রী পদ নিয়েই। তাঁকে মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে। আড়াই বছর পর মুখ্যমন্ত্রী বদল হতে পারে। কিন্তু বিজেপি এই দাবি অস্বীকার করে। কোনওভাবেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে রফা না হওয়ায়, শেষ পর্যন্ত জোট ছেড়ে বেরিয়ে যান উদ্ধব ঠাকরে। এনসিপি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হয় মহা বিকাশ আগাড়ির সরকার, যার পতন হয় ২০২২ সালে, একনাথ শিন্ডে ও অজিত পওয়ারের বিশ্বাসঘাতকতায়।
২ বছর পর মহাযুতি একই জায়গায় দাঁড়িয়ে। ২০১৯ সালে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদের যে দাবি জানিয়েছিলেন, আজ সেই দাবিই জানাচ্ছেন একনাথ শিন্ডে। তার দাবি পূরণ হয় কি না, তা জানা যাবে জোটের আলোচনার পরই। আর দাবি যদি পূরণ না হয়, তাহলে একনাথের ভবিতব্যও কি উদ্ধব ঠাকরের মতোই হবে? এই প্রশ্ন উঠছে বারবার।