১৩ হাজারের বেতনেই BMW গাড়ি-বাইক, 4BHK ফ্ল্যাট! সরকারি কর্মীর আসল কীর্তি জানলে মাথায় হাত পড়বে

Fraud: হর্ষ কুমার শ্রীসাগর নামক এক যুবক সরকারি ফান্ড থেকে হাতিয়ে নেয় ২১ কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা। সেই চুরির টাকা দিয়ে যুবক একটি বিএমডব্লু গাড়ি,  বিএমডব্লু বাইক কেনে।

১৩ হাজারের বেতনেই BMW গাড়ি-বাইক, 4BHK ফ্ল্যাট! সরকারি কর্মীর আসল কীর্তি জানলে মাথায় হাত পড়বে
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Dec 26, 2024 | 9:55 AM

মুম্বই: সরকারি কর্মী, তাও আবার চুক্তিভিত্তিক। মাস গেলে বেতন ১৩ হাজার টাকা। সে নাকি চালাচ্ছে বিএমডব্লু গাড়ি। কিনছে কোটি টাকার বিলাসবহুল চার বিএইচকে-র ফ্ল্যাট। প্রেমিকার জন্যও আলাদা করে কিনে দিয়েছেন ফ্ল্যাট। এত টাকা এল কোথা থেকে? যুবকের হঠাৎ বদলে যাওয়া চাল-চলন, বিলাসবহুল জীবনযাত্রা দেখেই সন্দেহ হয় সহকর্মীদের। বিষয়টি পুলিশ অবধি গড়ায়। তদন্তে নেমে মাথায় হাত পুলিশের।

হর্ষ কুমার শ্রীসাগর নামক এক যুবক সরকারি ফান্ড থেকে হাতিয়ে নেয় ২১ কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা। সেই চুরির টাকা দিয়ে যুবক একটি বিএমডব্লু গাড়ি,  বিএমডব্লু বাইক কেনে। বিমানবন্দরের উল্টোদিকে একটি চার বিএইচকে-র ফ্ল্য়াট কেনে। তাঁর প্রেমিকাকেও একটি ফ্ল্য়াট কিনে দেয়। এমনকী, হিরে বসানো চশমারও অর্ডার দিয়ে এসেছিল যুবক।

জানা গিয়েছে, ওই যুবক মহারাষ্ট্র সরকারের একটি দফতরে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করত। ছত্রপতি সম্ভাবিনগরের বিভাগীয় স্পোর্টস কমপ্লেক্সের জন্য বরাদ্দ টাকা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হাতিয়ে নেয়।

ওই যুবককে প্রতারণায় মদত দিয়েছিল দফতরেরই এক মহিলা কর্মীর স্বামী। দুজন মিলে ইন্ডিয়ান ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলে স্পোর্টস কমপ্লেক্সের নামে। সরকারি ফান্ড থেকে ওই অ্যাকাউন্টে টাকা জমা পড়তেই, অভিযুক্তরা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। অফিসে ও ব্যাঙ্কে যাবতীয় ভুয়ো নথি জমা দেয় তারা।

অপর অভিযুক্তও চুরির টাকা থেকে ৩৫ লক্ষ টাকা দিয়ে একটি এসইউভি গাড়ি কেনে। বিষয়টি জানাজানি হতেই এবং পুলিশি তদন্ত শুরু হতেই অভিযুক্ত সেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।