IND vs AUS: প্রথম সেশনেই ব্যাকফুটে ভারত, মেলবোর্নে ‘প্রাপ্তি’ স্যাম কন্টাস!

India vs Australia Boxing Day Test: সিরাজের প্রথম স্পেল হতাশ করছে ধারাবাহিক ভাবেই। মেলবোর্নে বুমরা চাপে পড়তেই ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ল। বুমরার স্পেলের দ্বিতীয় ওভারেই আগ্রাসী ব্যাটিংয়ের বিজ্ঞাপন দেন স্যাম কন্টাস। লাঞ্চ বিরতিতে মেলবোর্নের প্রাপ্তি স্যামই।

IND vs AUS: প্রথম সেশনেই ব্যাকফুটে ভারত, মেলবোর্নে 'প্রাপ্তি' স্যাম কন্টাস!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 26, 2024 | 7:23 AM

টস হেরে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল ভারত। টসে ক্যাপ্টেন রোহিত শর্মাও মন্তব্য করেছিলেন, জিতলে ব্যাটিং নিতেন। অজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ব্যাটিং নেন। চাপ বাড়ে ভারতের। নতুন বলে জসপ্রীত বুমরা ভালো বোলিং করে আসছিলেন। কিন্তু সিরাজের প্রথম স্পেল হতাশ করছে ধারাবাহিক ভাবেই। মেলবোর্নে বুমরা চাপে পড়তেই ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ল। বুমরার স্পেলের দ্বিতীয় ওভারেই আগ্রাসী ব্যাটিংয়ের বিজ্ঞাপন দেন স্যাম কন্টাস। লাঞ্চ বিরতিতে মেলবোর্নের প্রাপ্তি স্যামই।

জসপ্রীত বুমরার বিরুদ্ধে দুটো ছয়! প্রথম স্পেলে বুমরার ইকোনমি ছয়ের বেশি। সিরাজও হতাশ করলেন। আকাশ দীপ ভালো বোলিং করলেও উইকেট পাননি। প্রথম সেশনে দাপট স্যাম কন্টাসের। অবশেষে তাঁকে ফেরান রবীন্দ্র জাডেজা। টেস্ট অভিষেকে মাত্র ৫২ বলে হাফসেঞ্চুরি করেন স্যাম কন্টাস। ক্রমশ সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন। ভারতীয় শিবিরেও অস্বস্তি বাড়ছিল। জাডেজা বোলিংয়ে আসতেই কিছুটা স্লো হন স্যাম। জাডেজার লাইন লেন্থের ধারাবাহিকতায় পেরে ওঠেননি। লেগ বিফোর হন কন্টাস।

এই খবরটিও পড়ুন

প্রথম সেশনে ২৫ ওভার খেলা হয়েছে। ইতিমধ্যেই ১১২ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে বড় অবদান ১৯ বছরের স্যাম কন্টাসের। ৬৫ বলে ৬০ রানে ফেরেন স্যাম। ৬টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মারেন। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রাপ্তি যেমন স্যাম কন্টাসের বিধ্বংসী ব্যাটিং, তেমনই ভারতের প্রাপ্তি তাঁর উইকেট। দ্বিতীয় সেশনে ভারতীয় বোলিংয়ে উন্নতি না হলে চাপ আরও বাড়বে, বলাই যায়।