বোঁটকা গন্ধ নাকে আসছিল, দরজা খুলে ভিতরে ঢুকতে মাথা ঘোরাল পুলিশেরও
Murshidabad: প্রতিমাদেবীর বাড়িতে দোতলার রুমে তিনি একাই ভাড়া নিয়ে থাকতেন তিনি। স্ত্রীও মারা গিয়েছেন বেশ কয়েকদিন আগে। এলাকাবাসীর বক্তব্য, হঠাৎই তিনদিন থেকে তাঁরা দেখছিলেন বাপি ঘর থেকে বেরচ্ছেন না। তা দেখেই সন্দেহ হয়।
মুর্শিদাবাদ: একটা গন্ধ আসছিল পাশের বাড়ি থেকে। তিনদিন ধরে সেই গন্ধ পেয়েছিলেন লোকজন। তারপর কার্যত টেকা দায় হয়ে গিয়েছিল। পরে সন্দেহ হতে শুরু করে স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। তারপর দরজা খুলতেই গন্ধের জেরে কার্যত মাথা ঘোরার জোগাড় হল সকলের। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর এলাকায়।
জানা গিয়েছে, দীর্ঘ তিন বছর থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর এলাকায় প্রতিমা হালদার নামে এক মহিলার বাড়িতেই ভাড়া থাকতেন বাপি দাস (৫০)। পেশায় তিনি লরিচালক। বাপিবাবুর পৈত্রিক বাড়ি সূতির আহিরণ এলাকায়। তবে কাজের সুবিধার জন্য তিনি রঘুনাথগঞ্জ এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন।
প্রতিমাদেবীর বাড়িতে দোতলার রুমে তিনি একাই ভাড়া নিয়ে থাকতেন তিনি। স্ত্রীও মারা গিয়েছেন বেশ কয়েকদিন আগে। এলাকাবাসীর বক্তব্য, হঠাৎই তিনদিন থেকে তাঁরা দেখছিলেন বাপি ঘর থেকে বেরচ্ছেন না। তা দেখেই সন্দেহ হয়। বুধবার সন্ধেয় অনেক ডাকাডাকি করলেও তিনি ভিতর থেকে কোনও সাড়া দেননি বলে জানান এলাকার বাসিন্দারা। পরবর্তীতে তাঁর পরিবারকেও জানানো হয়।
এরপর বৃহস্পতিবার দুপুরে বাপির ঘর থেকে পচা গন্ধ বেরোয়। দেখেই দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। তার পচা গলা মৃতদেহ দেখতে পান বাড়ির মালিক সহ এলাকার বাসিন্দারা। সঙ্গে-সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে এই মৃত্যু সেই বিষয়ে তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।