Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুলের ধারে দেব-রুক্মিণীর ডান্স, নায়কের জন্মদিনের ‘প্রাইভেট’ ভিডিয়ো ভাইরাল

ছবির সাফল্য, সেই সঙ্গে জন্মদিন আর উপরি রয়েছে ক্রিসমাস। বলা যেতে পারে একেবারে ক্লাউড নাইনে অভিনেতা তথা প্রযোজক দেব। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'খাদান'। ছবি মুক্তির পর থেকে নায়কের প্রশংসায় পঞ্চমুখ গোটা শহর। তাই ২৫ ডিসেম্বর নায়কের জন্মদিন জমে ক্ষীর বলা যেতেই পারে।

পুলের ধারে দেব-রুক্মিণীর ডান্স,  নায়কের জন্মদিনের 'প্রাইভেট' ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 4:03 PM

ছবির সাফল্য, সেই সঙ্গে জন্মদিন আর উপরি রয়েছে ক্রিসমাস। বলা যেতে পারে একেবারে ক্লাউড নাইনে অভিনেতা তথা প্রযোজক দেব। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘খাদান’। ছবি মুক্তির পর থেকে নায়কের প্রশংসায় পঞ্চমুখ গোটা শহর। তাই ২৫ ডিসেম্বর নায়কের জন্মদিন জমে ক্ষীর বলা যেতেই পারে।

ভাল ফল করলে কার না মন ভাল থাকে। নায়কের মনও যে খুব আনন্দে তা বোঝা গেল দেবের বাড়ির অন্দরমহলের ভিডিয়ো দেখে। প্রতি বছরই ২৪ ডিসেম্বর রাত থেকে সেলিব্রেশন শুরু হয়ে যায়। এক দিকে যেমন যিশু উত্‍সবে মাতে গোটা বিশ্ব। অন্য দিকে বাইপাস সংলগ্ন পেন্টহাউজেও উদযাপনের মহল। সুপারস্টারের জন্মদিন বলে কথা। দেব কীভাবে জন্মদিন পালন করলেন? সেই আগ্রহ থাকে সকলের মনে। অবশেষে ঝলক মিলল নায়কের জন্মদিনের পার্টির।

জন্মদিনে কালো রঙের পোশাক বেছেছিলেন অভিনেতা। সেই সঙ্গে বান্ধবী রুক্মিণী মৈত্রর পোশাকেও ছিল মিল। এ দিন দুজনেই সেজেছিলেন কালো রঙের পোশাকে। পুলের ধারে দুজনকে দেখা গেল নায়কের ‘মন মানে না’ গানের তালে নাচ করতে। আগের বছরও এই একই ভিডিয়ো ভাইরাল হয়েছিল দেব-রুক্মিণীর। এই বছরও নায়কের জন্মদিনের গোপন ভিডিয়ো ভাইরাল। বিশেষ দিনের একটি মিষ্টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রুক্মিণী। তিনি লিখেছেন, “এই পৃথিবীর সবটা ভাল তোমার হোক। এগিয়ে যাও। মানুষের জন্য ভাবো তাঁদের ভালো কাজ করো। তাহলে এ বিশ্ব তোমার কথা ভাববে। শুভ জন্মদিন দেব। ভালবাসা তোমার জন্য।”