Rules Change: ১ জানুয়ারি থেকেই এলপিজি সিলিন্ডারে আসবে বড় পরিবর্তন, সরাসরি পকেটে পড়বে প্রভাব
Rules Change: প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসেও স্বাভাবিকভাবেই একাধিক নিয়মে পরিবর্তন হবে। দাম বাড়তে পারে একাধিক জিনিসের। এর প্রভাব সরাসরি পড়বে পকেটে।
নয়া দিল্লি: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। শেষ হতে চলেছে ২০২৪ সাল। নতুন বছর ঘিরে যেমন নতুন আশা-প্রত্যাশা রয়েছে, তেমনই খরচ বাড়ার চাপও রয়েছে। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসেও স্বাভাবিকভাবেই একাধিক নিয়মে পরিবর্তন হবে। দাম বাড়তে পারে একাধিক জিনিসের। এর প্রভাব সরাসরি পড়বে পকেটে। এই পরিবর্তন সম্পর্কে আগেভাগেই জেনে রাখুন-
এলপিজির দাম-
প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজির দাম পরিবর্তন করে। বিগত পাঁচ মাসে একাধিকবার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
টেলিকম কোম্পানির নতুন নিয়ম-
১ জানুয়ারি, ২০২৫ সাল থেকে টেলিকম সংস্থাগুলির উপর নতুন কিছু নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মের অধীনে সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে। এটি কোম্পানিগুলিকে তাদের পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। এতে টাওয়ার স্থাপন প্রক্রিয়ায় কম ঝামেলা হবে।
অ্যামাজন প্রাইমের পরিবর্তন-
আমাজন ইন্ডিয়া ১ জানুয়ারি, ২০২৫ থেকে অ্যামাজন প্রাইম তাদের মেম্বারশিপের নিয়ম পরিবর্তন করেছে। এবার থেকে প্রাইম ভিডিয়োর একটি অ্যাকাউন্ট থেকে মাত্র দুটি টিভিতে স্ট্রিম করা যাবে। এর চেয়ে বেশি টিভি বা ডিভাইসে স্ট্রিমিংয়ের জন্য অতিরিক্ত সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন পাঁচটি ডিভাইসে স্ট্রিমিং করা যেত।
জিএসটি পোর্টালে পরিবর্তন-
জানুয়ারি মাসের প্রথম দিন থেকে জিএসটি (GST) পোর্টালে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত একাধিক নিয়মে বদল হচ্ছে।