Kolkata Metro: দাঁড়িয়ে গেল কবি সুভাষ-দমদমগামী মেট্রো, কী হল হঠাৎ?

Kolkata Metro: জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা বেজে ৪৬ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে মেট্রোরেক খারাপ হয়ে যায়। এ দিকে, ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানউতর। কী হয়েছে বা কী ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হয় মেট্রোটিকে খালি করে দিতে হবে।

Kolkata Metro: দাঁড়িয়ে গেল কবি সুভাষ-দমদমগামী মেট্রো, কী হল হঠাৎ?
বিপত্তি মেট্রোয়Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 10:09 AM

কলকাতা: বৃহস্পতিবার। রোজের মতো অফিস যাত্রীদের ভিড় ছিল মেট্রোয়। কিন্তু সাত সকালেই যত বিপত্তি। হঠাৎই কবি সুভাষ-দমদমগামী মেট্রো দাঁড়িয়ে যায় গিরিশ পার্কে। যার জেরে ভোগান্তিতে যাত্রীরা।

জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা বেজে ৪৬ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে মেট্রোরেক খারাপ হয়ে যায়। এ দিকে, ততক্ষণে যাত্রীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে চাপানউতর। কী হয়েছে বা কী ঘটেছে বুঝে ওঠার আগেই ঘোষণা করা হয় মেট্রোটিকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে (গিরিশ পার্ক থেকে দমদম) মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এরপর ৯টা বেজে ১৫ মিনিট নাগাদ স্বাভাবিক হয়ে যায় পরিষেবা।

প্রসঙ্গত, তবে মেট্রো বিভ্রাট নতুন নয়। গত ২২ ডিসেম্বর যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল। যার জেরে অফিস টাইমে এসপ্ল্যানেড এবং ময়দান স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রোটি। এরপর দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ব্যস্ত সময়ে এভাবে বারবার মেট্রো বিভ্রাট ক্ষোভের সঞ্চার করেছে একাংশ যাত্রীদের মধ্যে।