AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Varun Chakravarthy: খুবই দুঃখজনক… আর কী বলছেন ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী?

India vs England 3rd T20I: দল হারলেও পাঁচ উইকেট নেওয়া ভারতের স্পিনারকেই সেরা বেছে নেওয়া হয়। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী কী বলছেন?

Varun Chakravarthy: খুবই দুঃখজনক... আর কী বলছেন ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী?
Image Credit: PTI
| Updated on: Jan 29, 2025 | 1:40 AM
Share

আরও একটা দুর্দান্ত পারফরম্যান্স। ইডেন হোক বা চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। গত দু-ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। রাজকোটে নিলেন ফাইফার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয় বার ফাইফার নিলেন। রাজকোটে তাঁর পাঁচ উইকেটেও লাভ হল না। ২৬ রানে হার ভারতের। দল হারলেও পাঁচ উইকেট নেওয়া ভারতের স্পিনারকেই সেরা বেছে নেওয়া হয়। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নেওয়া ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী কী বলছেন?

ম্য়াচের সেরা হয়েও অস্বস্তিতেই দেখাল বরুণকে। বলছেন, ‘খুবই দুঃজনক যে ম্যাচটা আমরা জিততে পারলাম না। ক্রিকেটের এটাই প্রকৃতি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে। দেশের হয়ে খেলার সময় অবশ্যই বাড়তি দায়িত্ব থাকে। তবে একটা সময়ের পর আমাদের পরিশ্রমও যথেষ্ট হয় না। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আশাকরি পরবর্তী ম্যাচগুলোতে সেটা করে দেখাতে পারব।’

এ দিন একটি ১১২ কিমি/ঘণ্টা গতিতেও ডেলিভারি করেন। সূর্য ওকে অন্য ভাবে ব্যবহার করছেন। কখনও ১ ওভারের স্পেল, আবার কখনও ২ ওভারের স্পেল। তাতে অবশ্য অভিযোগ করতে নারাজ। বলছেন, ‘একটা সময় এমনও ছিল, যখন আমাকে টানা চার ওভারের স্পেল করিয়েছে সূর্য। সুতরাং, এক দু-ওভারের স্পেল নিয়েও আমার কোনও অভিযোগ নেই।’ দ্রুতগতির ডেলিভারি নিয়ে জানান, ফ্লিপারের উপর জোর দিচ্ছেন বরুণ। সেটা উন্নতি হচ্ছে বলেও জানান।