দমন ও দিউ লোকসভা কেন্দ্রের ফলাফল

১৫০০ সাল থেকে এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল। ১৯৬১ সালে গোয়ার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৬১ থেকে ১৯৮৭ সালের মধ্যে দমন এবং দিউ  গোয় কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসেবে শাসিত হয়েছিল। পরে গোয়ায় জনমত সমীক্ষার পর তাকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধার্য করা হয়। তারপর ২০১৯ কেন্দ্রীয় সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটিকে দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ করা হয়।

দমন ও দিউ লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Daman and Diu Daman and Diu PATEL UMESHBHAI BABUBHAI 42523 IND Won

কয়েক বছর আগে পর্যন্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দমন এবং দিউ। এই দুই পৃথক জেলা দেশের পশ্চিম উপকূলে অবস্থিত। গুজরাটের দক্ষিণ উপকূলে রয়েছে দমন, যা মুম্বই থেকে ১০০ মাইল (১৬০ কিমি) উত্তরে অবস্থিত। অন্যদিকে, দিউ হল একটি দ্বীপ যা গুজরাটের কাথিয়াওয়ার উপদ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত। ভেরাভাল থেকে ৪০ মাইল তথা ৬৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দমন। ২০২০ সালের জানুয়ারিতে, সরকার দাদরা ও নগর হাভেলিকে অন্তর্ভুক্ত করে এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে। এটি ৪৩ বর্গ মাইল (১১২ বর্গ কিলোমিটার) জুড়ে বিস্তৃত এই অঞ্চল।

১৫০০ সাল থেকে এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল। ১৯৬১ সালে গোয়ার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৬১ থেকে ১৯৮৭ সালের মধ্যে দমন এবং দিউ  গোয় কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসেবে শাসিত হয়েছিল। পরে গোয়ায় জনমত সমীক্ষার পর তাকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধার্য করা হয়। তারপর ২০১৯ কেন্দ্রীয় সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটিকে দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ করা হয়।

প্রশ্ন- দমন ও দিউ লোকসভা আসন কত সালে অস্তিত্ব লাভ করে?
উত্তর - ১৯৮৭ সালে।

প্রশ্ন- দমন ও দিউতে প্রধানত কোন ভাষায় কথা বলা হয়?
উত্তর – গুজরাটি ভাষা।

প্রশ্ন- ২০১৯ সালের নির্বাচনে দমন ও দিউ লোকসভা আসনে কোন দল জিতেছে?
উত্তর – বিজেপি। 

প্রশ্ন- দমন ও দিউ আসনের সাংসদের নাম কী?
উত্তর – লালুভাই প্যাটেল।

প্রশ্ন- লালুভাই প্যাটেল কত বছর ধরে দমন ও দিউ আসন থেকে সাংসদ ছিলেন?
উত্তর: গত ১৫ বছর ধরে সাংসদ তিনি।

প্রশ্ন- কত বছর ধরে বিজেপি দমন ও দিউ আসন জিতেছে?
উত্তর: ২০০৯ সাল থেকে, অর্থাৎ গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি।

ভোটের খবর ২০২৪

স্ত্রীদের দাঁড় করিয়ে জেতার চেষ্টা! জনতা প্রত্যাখ্যান করল বাহুবলীদের
স্ত্রীদের দাঁড় করিয়ে জেতার চেষ্টা! জনতা প্রত্যাখ্যান করল বাহুবলীদের
'মা সীতাকেও রেয়াত করেনি', অযোধ্যাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন 'লক্ষ্মণ'
'মা সীতাকেও রেয়াত করেনি', অযোধ্যাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন 'লক্ষ্মণ'
অন্ধ্র থেকে কেন ধুয়ে মুছে সাফ জগন রেড্ডির দল?
অন্ধ্র থেকে কেন ধুয়ে মুছে সাফ জগন রেড্ডির দল?
জেলে বসেই জিতলেন! ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে পৌঁছে গেলেন সংসদে
জেলে বসেই জিতলেন! ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে পৌঁছে গেলেন সংসদে
পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন কেন হারলেন? ওড়িশায় বিজেডির পতনের কারণ
পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন কেন হারলেন? ওড়িশায় বিজেডির পতনের কারণ
মায়াবতীর জমানা শেষ? উত্তর প্রদেশের দলিত মুখ এখন ভীম আর্মির প্রধান
মায়াবতীর জমানা শেষ? উত্তর প্রদেশের দলিত মুখ এখন ভীম আর্মির প্রধান
দিল্লিতে খালি হাত, পঞ্জাবে তিন আসনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে কেজরীর দলকে
দিল্লিতে খালি হাত, পঞ্জাবে তিন আসনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে কেজরীর দলকে
বৌদি পারলেন না, জিতলেন ননদ! ভাইপো নয় কাকাতেই আস্থা জনগণের
বৌদি পারলেন না, জিতলেন ননদ! ভাইপো নয় কাকাতেই আস্থা জনগণের
তৃতীয় দফাতেও বড় পদক্ষেপ করার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
তৃতীয় দফাতেও বড় পদক্ষেপ করার ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

ভোটের ভিডিয়ো