দমন ও দিউ লোকসভা কেন্দ্র (Daman and Diu Lok sabha constituencies)

১৫০০ সাল থেকে এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল। ১৯৬১ সালে গোয়ার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৬১ থেকে ১৯৮৭ সালের মধ্যে দমন এবং দিউ  গোয় কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসেবে শাসিত হয়েছিল। পরে গোয়ায় জনমত সমীক্ষার পর তাকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধার্য করা হয়। তারপর ২০১৯ কেন্দ্রীয় সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটিকে দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ করা হয়।

দমন ও দিউ লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন সাংসদ দল
Daman and Diu Daman and Diu Lalubhai Babubhai Patel BJP

কয়েক বছর আগে পর্যন্ত একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দমন এবং দিউ। এই দুই পৃথক জেলা দেশের পশ্চিম উপকূলে অবস্থিত। গুজরাটের দক্ষিণ উপকূলে রয়েছে দমন, যা মুম্বই থেকে ১০০ মাইল (১৬০ কিমি) উত্তরে অবস্থিত। অন্যদিকে, দিউ হল একটি দ্বীপ যা গুজরাটের কাথিয়াওয়ার উপদ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত। ভেরাভাল থেকে ৪০ মাইল তথা ৬৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দমন। ২০২০ সালের জানুয়ারিতে, সরকার দাদরা ও নগর হাভেলিকে অন্তর্ভুক্ত করে এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ নামে একটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে। এটি ৪৩ বর্গ মাইল (১১২ বর্গ কিলোমিটার) জুড়ে বিস্তৃত এই অঞ্চল।

১৫০০ সাল থেকে এটি একটি পর্তুগীজ উপনিবেশ ছিল। ১৯৬১ সালে গোয়ার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। ১৯৬১ থেকে ১৯৮৭ সালের মধ্যে দমন এবং দিউ  গোয় কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসেবে শাসিত হয়েছিল। পরে গোয়ায় জনমত সমীক্ষার পর তাকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ধার্য করা হয়। তারপর ২০১৯ কেন্দ্রীয় সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এটিকে দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ করা হয়।

প্রশ্ন- দমন ও দিউ লোকসভা আসন কত সালে অস্তিত্ব লাভ করে?
উত্তর - ১৯৮৭ সালে।

প্রশ্ন- দমন ও দিউতে প্রধানত কোন ভাষায় কথা বলা হয়?
উত্তর – গুজরাটি ভাষা।

প্রশ্ন- ২০১৯ সালের নির্বাচনে দমন ও দিউ লোকসভা আসনে কোন দল জিতেছে?
উত্তর – বিজেপি। 

প্রশ্ন- দমন ও দিউ আসনের সাংসদের নাম কী?
উত্তর – লালুভাই প্যাটেল।

প্রশ্ন- লালুভাই প্যাটেল কত বছর ধরে দমন ও দিউ আসন থেকে সাংসদ ছিলেন?
উত্তর: গত ১৫ বছর ধরে সাংসদ তিনি।

প্রশ্ন- কত বছর ধরে বিজেপি দমন ও দিউ আসন জিতেছে?
উত্তর: ২০০৯ সাল থেকে, অর্থাৎ গত ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি।

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪