গোয়া লোকসভা কেন্দ্র (Goa Lok sabha constituencies)

দীর্ঘদিন পর্তুগিজ শাসনের অধীনে থাকার কারণে, আরব সাগরে তিরে থাকা গোয়ায় ইউরোপীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। ২০১১ সালের আদমশুমারি বলছে, গোয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ হিন্দু। প্রায় ২৫ শতাংশ খ্রিস্টান। মুসলিম জনসংখ্যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। এবার লোকসভা ভোটে কী হতে চলেছে এই গোয়ায়? গোয়াতে রয়েছে মোট ২টি লোকসভা আসন।

গোয়া লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন সাংসদ দল
Goa North Goa Shripad Yesso Naik BJP
Goa South Goa Cosme Francisco Caitano Sardinha কংগ্রেস

লোকসভা ভোটের হাওয়ায় তপ্ত গোটা দেশ। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বেই পরিচিতি রয়েছে ভারতের গোয়ার। ভোটের হাওয়ায় তপ্ত হচ্ছে গোয়ার রাজনৈতিক মহলও। আয়তনের দিক থেকে দেশের ক্ষুদ্রতম রাজ্য, জনসংখ্যার দিক থেকে চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য। এই গোয়াতে একসময় পর্তুগিজদের উপনিবেশ ছিল। প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে গোয়ায় রাজত্ব করেছিল পর্তুগিজরা। দীর্ঘ লড়াইয়ের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর পর্তুগিজরা এই এলাকাটি ভারতীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে।

দীর্ঘদিন পর্তুগিজ শাসনের অধীনে থাকার কারণে, আরব সাগরে তিরে থাকা গোয়ায় ইউরোপীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। ২০১১ সালের আদমশুমারি বলছে, গোয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ হিন্দু। প্রায় ২৫ শতাংশ খ্রিস্টান। মুসলিম জনসংখ্যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। এবার লোকসভা ভোটে কী হতে চলেছে এই গোয়ায়? গোয়াতে রয়েছে মোট ২টি লোকসভা আসন। গোয়া উত্তর এবং গোয়া দক্ষিণ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দু’টি আসনের মধ্যে দু’টিতেই জিতেছিল বিজেপি। কিন্তু, উনিশের লোকসভা নির্বাচনে একটি হারায় বিজেপি। একটি আসনে জিতে যায় কংগ্রেস। তবে ভোটের ময়দানে দেখা গিয়েছিল আম-আদমি পার্টিকে। ইতিমধ্যেই আবার সেখানে পা পড়েছে তৃণমূলের। এবার দেখা যাক কার পাল্লা ভারী হয়।

প্রশ্ন - ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোয়ায় কত শতাংশ ভোট পড়েছে?
উত্তর – ৭৫.১৪ শতাংশ

প্রশ্ন - শেষ লোকসভা নির্বাচনে গোয়াতে কোন দল সর্বাধিক ভোট পেয়েছে?
উত্তর - বিজেপির খাতায় গিয়েছে সর্বাধিক ভোট। ৫১.৯ শতাংশ ভোট পেয়েছিল পদ্ম শিবির।

প্রশ্ন - গোয়ায় ক’টি লোকসভা আসন?
উত্তর – ২টি আসন রয়েছে।

প্রশ্ন - ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গোয়াতে কংগ্রেস ক’টি আসন পেয়েছিল?
উত্তর - একটিও পায়নি।

প্রশ্ন - ২০১৯ সালের নির্বাচনে বিজেপি কতটি আসন পেয়েছিল?
উত্তর: ২টির মধ্যে ১টি আসনে জয় পেয়েছিল বিজেপি। 

প্রশ্ন - আম আদমি পার্টি কত শতাংশ ভোট পেয়েছিল?
উত্তর- ৩ শতাংশ

প্রশ্ন - গোয়া উত্তর আসনের সাংসদ কে?
উত্তর – বিজেপির শ্রীপাদ নায়েক

প্রশ্ন - ২০১৯ সালে গোয়া দক্ষিণ আসন থেকে কে জিতেছেন?
উত্তর: কংগ্রেসের ফ্রান্সিসকো সার্ডিনহা।

প্রশ্ন - গোয়া বিধানসভায় ক’টি আসন রয়েছে?
উত্তর - ৪০ আসন

প্রশ্ন - প্রমোদ সাওয়ান্ত এখন পর্যন্ত কতবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?
উত্তর - ২ বার

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪