গোয়া লোকসভা কেন্দ্রের ফলাফল

দীর্ঘদিন পর্তুগিজ শাসনের অধীনে থাকার কারণে, আরব সাগরে তিরে থাকা গোয়ায় ইউরোপীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। ২০১১ সালের আদমশুমারি বলছে, গোয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ হিন্দু। প্রায় ২৫ শতাংশ খ্রিস্টান। মুসলিম জনসংখ্যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। এবার লোকসভা ভোটে কী হতে চলেছে এই গোয়ায়? গোয়াতে রয়েছে মোট ২টি লোকসভা আসন।

গোয়া লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Goa South Goa CAPTAIN VIRIATO FERNANDES 217836 INC Won
Goa North Goa SHRIPAD YESSO NAIK 257326 BJP Won

লোকসভা ভোটের হাওয়ায় তপ্ত গোটা দেশ। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বেই পরিচিতি রয়েছে ভারতের গোয়ার। ভোটের হাওয়ায় তপ্ত হচ্ছে গোয়ার রাজনৈতিক মহলও। আয়তনের দিক থেকে দেশের ক্ষুদ্রতম রাজ্য, জনসংখ্যার দিক থেকে চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য। এই গোয়াতে একসময় পর্তুগিজদের উপনিবেশ ছিল। প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে গোয়ায় রাজত্ব করেছিল পর্তুগিজরা। দীর্ঘ লড়াইয়ের পর মিলেছিল স্বাধীনতার স্বাদ। ১৯৬১ সালের ১৯ ডিসেম্বর পর্তুগিজরা এই এলাকাটি ভারতীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে।

দীর্ঘদিন পর্তুগিজ শাসনের অধীনে থাকার কারণে, আরব সাগরে তিরে থাকা গোয়ায় ইউরোপীয় সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে। ২০১১ সালের আদমশুমারি বলছে, গোয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশ হিন্দু। প্রায় ২৫ শতাংশ খ্রিস্টান। মুসলিম জনসংখ্যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। এবার লোকসভা ভোটে কী হতে চলেছে এই গোয়ায়? গোয়াতে রয়েছে মোট ২টি লোকসভা আসন। গোয়া উত্তর এবং গোয়া দক্ষিণ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দু’টি আসনের মধ্যে দু’টিতেই জিতেছিল বিজেপি। কিন্তু, উনিশের লোকসভা নির্বাচনে একটি হারায় বিজেপি। একটি আসনে জিতে যায় কংগ্রেস। তবে ভোটের ময়দানে দেখা গিয়েছিল আম-আদমি পার্টিকে। ইতিমধ্যেই আবার সেখানে পা পড়েছে তৃণমূলের। এবার দেখা যাক কার পাল্লা ভারী হয়।

প্রশ্ন - ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোয়ায় কত শতাংশ ভোট পড়েছে?
উত্তর – ৭৫.১৪ শতাংশ

প্রশ্ন - শেষ লোকসভা নির্বাচনে গোয়াতে কোন দল সর্বাধিক ভোট পেয়েছে?
উত্তর - বিজেপির খাতায় গিয়েছে সর্বাধিক ভোট। ৫১.৯ শতাংশ ভোট পেয়েছিল পদ্ম শিবির।

প্রশ্ন - গোয়ায় ক’টি লোকসভা আসন?
উত্তর – ২টি আসন রয়েছে।

প্রশ্ন - ২০১৪ সালের লোকসভা নির্বাচনে গোয়াতে কংগ্রেস ক’টি আসন পেয়েছিল?
উত্তর - একটিও পায়নি।

প্রশ্ন - ২০১৯ সালের নির্বাচনে বিজেপি কতটি আসন পেয়েছিল?
উত্তর: ২টির মধ্যে ১টি আসনে জয় পেয়েছিল বিজেপি। 

প্রশ্ন - আম আদমি পার্টি কত শতাংশ ভোট পেয়েছিল?
উত্তর- ৩ শতাংশ

প্রশ্ন - গোয়া উত্তর আসনের সাংসদ কে?
উত্তর – বিজেপির শ্রীপাদ নায়েক

প্রশ্ন - ২০১৯ সালে গোয়া দক্ষিণ আসন থেকে কে জিতেছেন?
উত্তর: কংগ্রেসের ফ্রান্সিসকো সার্ডিনহা।

প্রশ্ন - গোয়া বিধানসভায় ক’টি আসন রয়েছে?
উত্তর - ৪০ আসন

প্রশ্ন - প্রমোদ সাওয়ান্ত এখন পর্যন্ত কতবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন?
উত্তর - ২ বার

ভোটের খবর ২০২৪

উপমুখ্যমন্ত্রী হতে নিমরাজি শিন্ডে, ফাঁস মন্ত্রী বাছাইয়ের ফর্মুলা
উপমুখ্যমন্ত্রী হতে নিমরাজি শিন্ডে, ফাঁস মন্ত্রী বাছাইয়ের ফর্মুলা
জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত
জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত
পাল্লা ভারি ফড়ণবীসের, দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে?
পাল্লা ভারি ফড়ণবীসের, দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে?
'পাওয়ারলেস' পওয়ার, রাজনীতি থেকে অবসরই একমাত্র পথ শরদের?
'পাওয়ারলেস' পওয়ার, রাজনীতি থেকে অবসরই একমাত্র পথ শরদের?
২০১৯-এ উদ্ধব যেখানে দাঁড়িয়েছিলেন, আজ সেখানেই একনাথ, শেষটাও কি এক হবে?
২০১৯-এ উদ্ধব যেখানে দাঁড়িয়েছিলেন, আজ সেখানেই একনাথ, শেষটাও কি এক হবে?
জিতেও ধাক্কা কংগ্রেসে, উপমুখ্যমন্ত্রীর দাবি শুনলেনই না হেমন্ত সোরেন!
জিতেও ধাক্কা কংগ্রেসে, উপমুখ্যমন্ত্রীর দাবি শুনলেনই না হেমন্ত সোরেন!
'বিশ্বাস করতে পারছি না আমার সঙ্গে এমন করল...', কীসে দুঃখ পেলেন উদ্ধব?
'বিশ্বাস করতে পারছি না আমার সঙ্গে এমন করল...', কীসে দুঃখ পেলেন উদ্ধব?
'ইন্দিরা' ফিরে এলেন, কংগ্রেস এবার কার হাতে?
'ইন্দিরা' ফিরে এলেন, কংগ্রেস এবার কার হাতে?
তাঁর মস্তিষ্ক প্রসূত লড়কি-বহেন, মুখ্যমন্ত্রী পদ চাই-ই চাই শিন্ডের
তাঁর মস্তিষ্ক প্রসূত লড়কি-বহেন, মুখ্যমন্ত্রী পদ চাই-ই চাই শিন্ডের