সিকিম লোকসভা কেন্দ্র (Sikkim Lok sabha constituencies)

সিকিমের পরিবেশ এক সুন্দর বৈচিত্র দেখা যায়। এখানে রয়েছে আলপাইন জলবায়ু আবার উপক্রান্তীয় জয়বায়ুও। দেশের সর্বোচ্চ শৃঙ্গ তথা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও রয়েছে এই সিকিমেই। এই রাজ্যের প্রায় ৩৫ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। ১৯৭৫ সালে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের রূপ পায় সিকিম। এখানে মূলত তিন ধরনের জনগোষ্ঠীর মানুষের বাস - লেপচা, ভুটিয়া ও নেপালি। এদের মধ্যে আদি সিকিমিজ় হিসেবে ধরা হয় ভুটিয়াদের, যাঁরা চোদ্দর শতকে তিব্বতের খাম প্রদেশ থেকে এখানে এসেছিলেন। অনুমান করা হয়, প্রাচ্যের দিক থেকে এসেছেন লেপচারা। তিব্বতিরা বেশিরভাগই বাস করেন এ রাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলে

সিকিম লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন সাংসদ দল
Sikkim Sikkim Indra Hang Subba এস কে এম

সিকিম

নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্যগুলির মধ্যে একটি হল সিকিম। দেশের পূর্ব ভাগের এই ছোট্ট রাজ্যটি হিমালয়ের পূর্ব কোলে অবস্থিত। আয়তনে ৭,০৯৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সিকিমের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০-৮৫৮৬ মিটির উচ্চতা পর্যন্ত। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও রয়েছে এই রাজ্যেই, যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

সিকিম একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ১৯৭৫ সালে। ৩৬ তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের ২২তম রাজ্য হিসেবে মানচিত্রে জায়গা করে নেয় সিকিম। সিকিম রাজ্য গঠনের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৬ মে দিনটিকে সিকিম দিবস হিসেবে পালন করা হয়। সিকিমের পশ্চিমে রয়েছে নেপাল, উত্তর ও পূর্ব দিকে রয়েছে চিনের তিব্বত এবং দক্ষিণ-পূর্বে রয়েছে ভুটান। সিকিমে একটিই লোকসভা আসন রয়েছে। সিকিম লোকসভা কেন্দ্র। ২০১৯ সালের লোকসভা ভোটে এখান থেকে জয়ী হয়েছিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী।

পূর্ব ভারতের এই ছোট্ট পাহাড়ি রাজ্যটিকে দেশের অত্যন্ত সুন্দর ও মনোরম প্রাকৃতিক শোভায় ভরপুর রাজ্যগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। ভারতের ছোট রাজ্যগুলির মধ্যে একটি হল সিকিম। তিনটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে সিকিমের। উত্তর ও উত্তর-পূর্বে চিনের তিব্বত, দক্ষিণ-পূর্বে ভুটান ও পশ্চিমে নেপাল। আর সিকিমের দক্ষিণ দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। সিকিমের রাজধানী শহর হল গ্যাংটক। এটিই এ রাজ্যের সবথেকে বড় শহর। সিকিমে বর্তমানে সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকার রয়েছে এবং সেখানকার মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

সিকিমের পরিবেশ এক সুন্দর বৈচিত্র দেখা যায়। এখানে রয়েছে আলপাইন জলবায়ু আবার উপক্রান্তীয় জয়বায়ুও। দেশের সর্বোচ্চ শৃঙ্গ তথা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও রয়েছে এই সিকিমেই। এই রাজ্যের প্রায় ৩৫ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। ১৯৭৫ সালে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের রূপ পায় সিকিম। এখানে মূলত তিন ধরনের জনগোষ্ঠীর মানুষের বাস - লেপচা, ভুটিয়া ও নেপালি। এদের মধ্যে আদি সিকিমিজ় হিসেবে ধরা হয় ভুটিয়াদের, যাঁরা চোদ্দর শতকে তিব্বতের খাম প্রদেশ থেকে এখানে এসেছিলেন। অনুমান করা হয়, প্রাচ্যের দিক থেকে এসেছেন লেপচারা। তিব্বতিরা বেশিরভাগই বাস করেন এ রাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলে।

প্রশ্ন- ১৯৭৫ সালে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর সিকিমে প্রথমবার কবে লোকসভা ভোট হয়েছিল?
উত্তর- ১৯৭৭ সালে

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা ভোটে কোন দল সিকিম থেকে জিতেছিল?
উত্তর- সিকিম ক্রান্তিকারী মোর্চা

প্রশ্ন- সিকিমে কতগুলি লোকসভা আসন রয়েছে?
উত্তর- একটি লোকসভা আসন (সিকিম)

প্রশ্ন- ২০১৪ সালের লোকসভা ভোটে সিকিম থেকে কোন দল জিতেছিল?
উত্তর- সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট

প্রশ্ন- সিকিম লোকসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটে বিজেপি কত নম্বর স্থানে ছিল?
উত্তর- তৃতীয়

প্রশ্ন- ১৯৯৬-২০১৪ সাল পর্যন্ত সিকিমে কোন দল জিতেছে?
উত্তর- সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট

প্রশ্ন- সিকিম ভারতের কত তম রাজ্য?
উত্তর- ২২তম রাজ্য

প্রশ্ন- সিকিমে প্রথমবার বিধানসভা ভোট কবে হয়েছিল?
উত্তর -১৯৭৪ সালে

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪