উত্তরাখন্ড লোকসভা কেন্দ্রের ফলাফল

উত্তরাখণ্ড, যাকে দেবভূমি বলা হয়,  তা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উত্তরাখণ্ড হল হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য। যার উত্তরে চিন (তিব্বত) এবং পূর্বে নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর উত্তর-পশ্চিমে হিমাচল প্রদেশ, দক্ষিণে উত্তর প্রদেশ। এটি দেশের নতুন রাজ্যগুলির মধ্যে গণনা করা হয়।

উত্তরাখন্ড লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Uttarakhand Tehri Garhwal MALA RAJYA LAKSHMI SHAH 462603 BJP Won
Uttarakhand Nainital Udhamsingh Nagar AJAY BHATT 772671 BJP Won
Uttarakhand Almora AJAY TAMTA 429167 BJP Won
Uttarakhand Garhwal ANIL BALUNI 432159 BJP Won
Uttarakhand Hardwar TRIBIRENDRA SINGH RAWAT 653808 BJP Won

বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পাশাপাশি হিন্দুদের অনেক পবিত্র ধর্মীয় স্থান থাকায় উত্তরাখণ্ডকে দেবভূমির মর্যাদা দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যটি উত্তর প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০০ সালের ৮ নভেম্বর একটি রাজ্য হিসেবে অস্তিত্ব লাভ করে এবং দেশের ২৭তম রাজ্যে পরিণত হয়। ১৩টি জেলা নিয়ে গঠিত উত্তরাখণ্ডের নাম ছিল উত্তরাঞ্চল।

উত্তরাখণ্ড রাজ্যের মোট আয়তন ৫৩,৪৮৩ বর্গ কিলোমিটার, যা দেশের মোট আয়তনের ১.৬৩ শতাংশ। রাজ্যের সীমান্তবর্তী দুটি রাজ্য রয়েছে। পশ্চিমে হিমাচল প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে উত্তর প্রদেশ। এছাড়াও উত্তরাখণ্ড দুটি দেশের (নেপাল ও চিন) সঙ্গে সীমান্তও ভাগ করে নেয়। রাজ্যে ৫টি লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালের সংসদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সবকটি আসনে জিতেছিল। এখান থেকে রাজ্যসভার ৩টি আসন রয়েছে।

উত্তরাখণ্ডের প্রধান লোকসভা কেন্দ্র

উত্তরাখণ্ড, যাকে দেবভূমি বলা হয়,  তা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উত্তরাখণ্ড হল হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য। যার উত্তরে চিন (তিব্বত) এবং পূর্বে নেপালের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর উত্তর-পশ্চিমে হিমাচল প্রদেশ, দক্ষিণে উত্তর প্রদেশ। এটি দেশের নতুন রাজ্যগুলির মধ্যে গণনা করা হয়।

উত্তরাখণ্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিশেষ করে জল এবং বন, হিমবাহ, নদী, ঘন বন এবং তুষারাবৃত পর্বত শৃঙ্গ। চারধামের চারটি সবচেয়ে পবিত্র  হিন্দু মন্দির হল বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। দেরাদুন হল উত্তরাখণ্ডের রাজধানী। এই রাজ্য বিরল জীব-বৈচিত্র্যে সমৃদ্ধ। রাজ্যে ১৭৫টি বিরল প্রজাতির সুগন্ধি ও ঔষধি গাছ পাওয়া যায়। শুধু তাই নয়, উত্তরাখণ্ড চুনাপাথর, মার্বেল, রক ফসফেট, ডলোমাইট, ম্যাগনেসাইট, জিপসাম এবং তামা ইত্যাদি খনিজ সম্পদে সমৃদ্ধ।

উত্তরাখণ্ডে বর্তমানে বিজেপির সরকার রয়েছে। পুষ্কর সিং ধামি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

প্রশ্ন- উত্তরাখণ্ডে কতগুলি লোকসভা আসন রয়েছে?
উত্তর - ৫টি।

প্রশ্ন- ২০১৯ সালের সংসদ নির্বাচনে উত্তরাখণ্ডে কত শতাংশ ভোট শুরু হয়েছে?

উত্তর - ৬১.৮৮ শতাংশ ভোট।

প্রশ্ন- উত্তরাখণ্ডের ৫টি সংসদীয় আসনের মধ্যে কোনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত?

উত্তর- আলমোড়া

প্রশ্ন- ২০১৯ লোকসভা নির্বাচনে কোন দল উত্তরাখণ্ডে সর্বাধিক সংখ্যক আসন জিতেছিল?

উত্তর: বিজেপি ৫টি আসনেই জিতেছে।

প্রশ্ন- উত্তরাখণ্ডে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ কত শতাংশ ভোট পেয়েছে?

উত্তর - ৩১.৪০ শতাংশ।

প্রশ্ন- কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​ভাট কোন লোকসভা আসনের সাংসদ?

উত্তর – নৈনিতাল-উধম সিং নগর লোকসভা আসন।

প্রশ্ন- ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস কি দ্বিতীয় স্থানে ছিল?

উত্তর- হ্যাঁ।

প্রশ্ন- উত্তরাখণ্ডে ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেয়েছিল?

উত্তর - ৪৭টি আসন।

প্রশ্ন- ২০১৭ সালের তুলনায় ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কত আসন লাভ করেছিল?

উত্তর - ২০১৭ সালে, কংগ্রেস ১১টি আসনে জিতেছিল, যেখানে ২০২২ সালে তারা ১৯টি আসন দখল করবে।

প্রশ্ন- প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস প্রার্থী হরিশ রাওয়াত কোন আসন থেকে পরাজিত হয়েছিলেন?

উত্তর- নৈনিতাল-উধম সিং নগর।

ভোটের খবর ২০২৪

উপমুখ্যমন্ত্রী হতে নিমরাজি শিন্ডে, ফাঁস মন্ত্রী বাছাইয়ের ফর্মুলা
উপমুখ্যমন্ত্রী হতে নিমরাজি শিন্ডে, ফাঁস মন্ত্রী বাছাইয়ের ফর্মুলা
জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত
জল্পনার অবসান! মুখ্যমন্ত্রীর গদি কার? জানিয়ে দিলেন এনসিপি প্রধান অজিত
পাল্লা ভারি ফড়ণবীসের, দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে?
পাল্লা ভারি ফড়ণবীসের, দিল্লির দরবারেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে?
'পাওয়ারলেস' পওয়ার, রাজনীতি থেকে অবসরই একমাত্র পথ শরদের?
'পাওয়ারলেস' পওয়ার, রাজনীতি থেকে অবসরই একমাত্র পথ শরদের?
২০১৯-এ উদ্ধব যেখানে দাঁড়িয়েছিলেন, আজ সেখানেই একনাথ, শেষটাও কি এক হবে?
২০১৯-এ উদ্ধব যেখানে দাঁড়িয়েছিলেন, আজ সেখানেই একনাথ, শেষটাও কি এক হবে?
জিতেও ধাক্কা কংগ্রেসে, উপমুখ্যমন্ত্রীর দাবি শুনলেনই না হেমন্ত সোরেন!
জিতেও ধাক্কা কংগ্রেসে, উপমুখ্যমন্ত্রীর দাবি শুনলেনই না হেমন্ত সোরেন!
'বিশ্বাস করতে পারছি না আমার সঙ্গে এমন করল...', কীসে দুঃখ পেলেন উদ্ধব?
'বিশ্বাস করতে পারছি না আমার সঙ্গে এমন করল...', কীসে দুঃখ পেলেন উদ্ধব?
'ইন্দিরা' ফিরে এলেন, কংগ্রেস এবার কার হাতে?
'ইন্দিরা' ফিরে এলেন, কংগ্রেস এবার কার হাতে?
তাঁর মস্তিষ্ক প্রসূত লড়কি-বহেন, মুখ্যমন্ত্রী পদ চাই-ই চাই শিন্ডের
তাঁর মস্তিষ্ক প্রসূত লড়কি-বহেন, মুখ্যমন্ত্রী পদ চাই-ই চাই শিন্ডের