বহরমপুর লোকসভা কেন্দ্র

বহরমপুর লোকসভা কেন্দ্র

বহরমপুর- অধীর গড় হিসাবেই পরিচিত। এবার জোড়া হাতের মাঝে কমল ফোটাতে বদ্ধপরিকর পদ্মশিবির। বহরমপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা— বড়ঞা, কান্দি, ভরতপুর, রানিনগর, বেলডাঙা, নওদা এবং বহরমপুর। গত লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। এবার জোর টেক্কা বিজেপিরও।  অধীরের ল্যান্ড স্লাইড সাফল্য ২০০৯ সাল কিংবা তারও আগে থেকে বহরমপুর কংগ্রেসেরই গড় হিসাবে পরিচিত। ২০০৯ সালে অধীর চৌধুরী প্রায় ৪৬ শতাংশের মতো ভোট পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৫লক্ষ ৪১ হাজার ১৯২০ ভোট। ২০০৯ সালে অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছিলেন আরএসপি প্রমোথেস মুখোপাধ্যায়। তাঁর ঝুলিতে ছিল ৩ লক্ষ ৫৪ হাজার ৯৪৩টি ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ২ শতাংশ ভোট। তৃণমূলের কিন্তু সেসময়ে খড়কুটোও খুঁজে পাওয়া যায়নি।  তৃণমূলের উত্থান ২০১৪ সাল। মাঝে গড়িয়ে গিয়েছে পাঁচটা বছর। অধীর চৌধুরীর বিপক্ষে লড়ার জন্য বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেনকে প্রার্থী হিসাবে দাঁড় করায় তৃণমূল। ভাল টেক্কা দিয়েছিল তৃণমূল। দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। কিন্তু নিজের গড় সেবারও অক্ষুণ্ণ রাখেন অধীর। সেবার তৃণমূল পেয়েছিল প্রায় ১৬ শতাংশ ভোট, ইন্দ্রনীল সেনকে সমর্থন জানিয়েছিলেন ২লক্ষ ২৬ হাজার ৯৮২ জন বহরমপুরবাসী। কিন্তু অধীর-ম্যাজিক টেনেছিল ৪০ শতাংশ জনতার সমর্থন। পেয়েছিলেন ৫ লক্ষ ৮৩ হাজার ৫৪৯টি ভোট।  কংগ্রেস-তৃণমূল দ্বিমুখী লড়াই ২০১৯ সাল। মাঝের পাঁচটা বছরে ভাল করে বহরমপুরের মাটি বুঝেছিল তৃণমূল। ২০১৯ সালের নির্বাচনে প্রায় ৪০ শতাংশ ভোট কুড়িয়ে নেয় তৃণমূল। তবে সেবার অপূর্ব সরকারকে অধীরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তৃণমূল। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ১০ হাজার ৪১০ ভোট। তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দিয়েছিল। কংগ্রেসের থেকে ব্যবধান কমে দাঁড়িয়েছিল মাত্র ৬ শতাংশের মতো। অধীর চৌধুরী পেয়েছিলেন ৫ লক্ষ ৯১ হাজার ১০৬টি ভোট।  গত লোকসভা ভোটে তৃণমূল ও কংগ্রেসের দ্বিমুখী লড়াই হয়েছিল। আরএসপি প্রার্থী দিলেও বামফ্রন্টগত ভাবে লড়াইয়ে নামতে দেখা যায়নি। অধীরই জিতেছিলেন। এবার লড়াইয়ে বিজেপিও। গত বিধানসভা ভোটই তার জানান দিয়েছে। কারণ দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি।  এই ফলের উপর ভর করে দাঁড়িয়ে আসন্ন লোকসভায় এই আসনের লড়াই অত্যন্ত জমে উঠেছে।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Adhir Ranjan Chowdhury কংগ্রেস Won 591106 45.47
Apurba Sarkar (David) তৃণমূল কংগ্রেস Lost 510410 39.26
Krishna Joyardar BJP Lost 143038 11.00
Nota NOTA Lost 14086 1.08
Samir Biswas আইএনডি Lost 13682 1.05
Id Mohammad আরএসপি Lost 13362 1.03
Md Ezaruddin জেইএসএম Lost 3046 0.23
Kushadhaj Bala বিএসপি Lost 2914 0.22
Durbadal Das আইএনডি Lost 2691 0.21
Anisul Ambia এস ইউ সি আই সি Lost 2642 0.20
Kashinath Dutta আর পি আই এ Lost 1803 0.14
Asish Singha এস এস Lost 1217 0.09
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলেছেন নবীনও? ব্যতিক্রমী আক্রমণ মোদীর
কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলেছেন নবীনও? ব্যতিক্রমী আক্রমণ মোদীর
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?