বারাসত লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Dr Kakoli Ghoshdastidar 692010 TMC Won
Swapan Majumder 577821 BJP Lost
Tapas Banerjee 121440 AISF Lost
Sanjib Chatterjee 100000 AIFB Lost
Smritikana Haoladar 5787 BSP Lost
Saifuddin Mondal 3827 IND Lost
Swapan Majumdar 3085 IND Lost
S Mukhtar Ahmed 2647 IND Lost
Sefali Dey 2252 BNARP Lost
Sadhan Ghosh 2047 SUCI Lost
Bikash Sarkar 1929 MPOI Lost
Mohan Lal Adhikary 1864 IND Lost
বারাসত লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

রাজ্য রাজনীতির নিরিখে বারাসত লোকসভা কেন্দ্র এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই লোকসভার মধ্যেই রয়েছে হাবড়া বিধানসভা কেন্দ্র। হাবড়ার বিধায়ক রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছেন। আছে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র, যেখানকার বিধায়ক রথীন মল্লিক রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী। আবার দেগঙ্গাও রয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে, যেখান থেকে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা ভোটে বারাসত যথেষ্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলেই মনে করছে রাজনৈতিক মহল। বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। হাবড়া, অশোকনগর, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসত ও দেগঙ্গা। সাতটি বিধানসভাই বর্তমানে তৃণমূলের দখলে। একুশের বিধানসভা ভোটে সবুজ আবির উড়েছে সাত বিধানসভা কেন্দ্রেই। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও ইতিমধ্যে জয়ের হ্যাটট্রিক করে ফেলেছেন লোকসভায়। এই বারাসত লোকসভা কেন্দ্রকে তৃণমূল যে একপ্রকার নিজেদের শক্ত ঘাঁটি বানিয়ে ফেলেছে, তা বললে অত্যুক্তি হয় না। তবে বর্তমানে রেশন দুর্নীতির অভিযোগ ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনতা-জনার্দনের রায় কোন দিকে যায়, সেদিকেই নজর থাকছে সকলের। সিংহের গর্জন থামাল ঘাসফুলের জোয়ার এককালে এই বারাসত ছিল ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি। বারাসতের রাজনীতির আনাচে কানাচে আজও ঘুরে বেড়ায় প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা চিত্ত বসুর কথা। বারাসত থেকে পাঁচবারের সাংসদ তিনি। তবে চিত্ত বসু পরবর্তী জমানা থেকে বারাসতে ক্রমেই ক্ষয়িষ্ণু হতে শুরু করেছিল ফরওয়ার্ড ব্লকের শক্তি। এককালে যেখানে ফরওয়ার্ড ব্লকের সিংহের গর্জন শোনা যেত, সেই বারাসত কীভাবে হয়ে উঠল ঘাসফুলের দুর্গ? উত্তর খুঁজতে গেলে বিগত কয়েকটা লোকসভার হিসেব নিকেশ বুঝতে হবে। ২০০৯ সালের লোকসভা ভোট ২০০৯ সালের লোকসভায় ফরওয়ার্ড ব্লক এখান থেকে প্রার্থী করেছিল সুদিন চট্টোপাধ্যায়কে। অধ্যাপক মানুষ। রাজনীতিতে তথা সমাজে স্বচ্ছ্ব ভাবমূর্তির ব্যক্তি হিসেবেই পরিচিত সুদিন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তৃণমূল ভোটে দাঁড় করিয়েছিল কাকলি ঘোষ দস্তিদারকে। লড়াই মোটেই সহজ ছিল না। কিন্তু সুদিনবাবুকে প্রায় সোয়া এক লাখ ভোটে হারিয়ে সাংসদ হন কাকলি। কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিলেন ৫ লাখ ২২ হাজার ৫৩০ ভোট। সুদিন চট্টোপাধ্যায়ের ঝুলিতে যায় ৩ লাখ ৯৯ হাজার ৬২৯ ভোট। বিশাল ব্যবধানে ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে হারিয়ে সাংসদ হন কাকলি। লড়াই ছিল মূলত দ্বিমুখীই। কংগ্রেস, বিজেপি তখন হিসেবেই ছিল না। বিজেপি প্রার্থী ব্রতীন সেনগুপ্ত পেয়েছিলেন ৫৫ হাজারের কিছু বেশি ভোট। আর কংগ্রেসের কুমারী কমলা দাস পেয়েছিলেন সাড়ে সাত হাজারের কিছু বেশি ভোট। ২০১৪ সালের লোকসভা ভোট এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কাকলিকে। ২০১৪ সালে আরও বড় ব্যবধানে জয়। বিরোধীরা কোনও খামতি রাখেনি চেষ্টায়। বাঘা-বাঘা মুখকে প্রার্থী করা হয়েছিল। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিলেন মোর্তাজা হোসেন। বিজেপি এনেছিল তারকা প্রার্থী জাদুকর পি সি সরকার জুনিয়রকে। কংগ্রেস থেকে প্রার্থী করা হয়েছিল ঋজু ঘোষালকে। প্রত্যেকেই অতি পরিচিত মুখ। কিন্তু এর মধ্যেও ব্যাপক ব্যবধানে জয় নিশ্চিত করে নেন কাকলি। ৫ লাখ ২৫ হাজার ৩৮৭টি ভোট পান তিনি। ১ লাখ ৭৩ হাজারেরও বেশি ভোটে জেতেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেন পেয়েছিলেন সাড়ে তিন লাখে কিছু বেশি ভোট। তারকা প্রার্থীকে নিয়ে এসেও বিশেষ ফায়দা করতে পারেনি বিজেপি। পি সি সরকার জুনিয়র পেয়েছিলেন ২ লাখ ৯৬ হাজার ভোট। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৪০ হাজারের কিছু বেশি ভোট। ২০১৯ সালের লোকসভা ভোট দিল্লিতে ততক্ষণে মোদী ম্যাজিক দেখতে শুরু করে দিয়েছে বঙ্গবাসী। ২০১৯ সালের লোকসভা ভোটে তার অনেকটা প্রভাব পড়েছিল বারাসতেও। ভোটে জিতলেও, ব্যবধান অনেকটা কমে আসে কাকলির। বারাসতে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। গত লোকসভা ভোটে কাকলি ঘোষ দস্তিদার পেয়েছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৪৪৪ ভোট। আগের বারের তুলনায় জয়ের ব্যবধান কমে হয় ১ লাখ ১০ হাজারের কিছু বেশি। বিজেপির মৃণালকান্তি দেবনাথ পান ৫ লাখ ৩৮ হাজার ২৭৫ ভোট। ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস পেয়েছিলেন প্রায় সোয়া এক লাখের কাছাকাছি ভোট। কংগ্রেস প্রার্থী সুব্রত দত্ত পেয়েছিলেন ৩৭ হাজার ভোট। বেড়েছে নোটায় ভোট এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, তা হল নোটায় ভোট পড়ার হার। নোটা চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দু'টি লোকসভা ভোট হয়েছে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে। তাৎপর্যপূর্ণভাবে নোটায় ভোট পড়ার হার ২০১৪ সালের তুলনায় বেড়েছে ২০১৯ সালে। ২০১৪ সালে নোটায় ভোট পড়েছিল ১২ হাজার ৭০০। ২০১৯ সালে সেটা বেড়ে পৌঁছে গিয়েছিল ১৭ হাজার ৭৬৯-এ। এবার সামনে আরও একটি লোকসভা নির্বাচন। বিরোধীদের হাতে গুচ্ছগুচ্ছ ইস্যু। শাসক শিবির অবশ্য নিজেদের দুর্ভেদ্য দুর্গের বিষয়ে যথেষ্ট আশাবাদী। এবারের ভোটের লড়াই মূলত দ্বিমুখী। তৃণমূল ও বিজেপি। এখন দেখার আগামী লোকসভা ভোটে মানুষের রায়ে কোন ফুল ফোটে বারাসতে... জয়ের ধারা অব্যাহত রাখবে তৃণমূল? নাকি উড়বে গেরুয়া আবির?

বারাসাত লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Dr Kakoli Ghoshdastidar তৃণমূল কংগ্রেস Won 6,48,444 46.47
Mrinal Kanti Debnath বিজেপি Lost 5,38,275 38.57
Haripada Biswas ফরওয়ার্ড ব্লক Lost 1,24,068 8.89
Subrata Dutta কংগ্রেস Lost 37,277 2.67
Sukumar Bala বিএসপি Lost 9,748 0.70
Mrinal Kanti Bhattacharjee আইএনডি Lost 5,602 0.40
Saurav Basu আরজেজেএসপি Lost 4,428 0.32
Bani Chakraborty এসএস Lost 3,119 0.22
Debasish Biswas এএমবি Lost 2,349 0.17
Tushar Ghosh এস ইউ সি আই সি Lost 1,756 0.13
Oli Mahammad Mallick সিপিআই এমএল আর Lost 1,307 0.09
Dipankar Baidya আর জে এস পি Lost 1,277 0.09
Nota NOTA Lost 17,779 1.27
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Kakali Ghosh Dastidar তৃণমূল কংগ্রেস Won 5,22,530 50.95
Sudin Chattopadhyay ফরওয়ার্ড ব্লক Lost 3,99,629 38.97
Bratin Sengupta বিজেপি Lost 55,353 5.40
Arun Kumar Biswas বিএসপি Lost 18,381 1.79
Bhaskar Ghosh এউডিএফ Lost 9,161 0.89
Kumari Kamala Das আইএনডি Lost 7,527 0.73
Subrata Bose আইএনডি Lost 6,913 0.67
Waliur Rahaman এম ইউ এল Lost 6,045 0.59
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Dr Kakali Ghoshdostidar তৃণমূল কংগ্রেস Won 5,25,387 41.39
Dr Mortaza Hossain ফরওয়ার্ড ব্লক Lost 3,52,246 27.75
P C Sorcar Junior বিজেপি Lost 2,96,608 23.37
Riju Ghosal কংগ্রেস Lost 40,660 3.20
Sukumar Bala বিএসপি Lost 12,178 0.96
Morttaja Hosen আইএনডি Lost 6,911 0.54
Md Rafikul Islam ডব্লিউপিও আই Lost 6,895 0.54
Shri Kaushik Das Gupta আইএনডি Lost 6,375 0.50
Kalyan Basak আইএনডি Lost 4,122 0.32
Paresh Chandra Ghosh এস ইউ সি আই সি Lost 2,439 0.19
Bikash Hazra বিএমইউপি Lost 1,478 0.12
Sukla Bhuimali সিপিআই এমএল আর Lost 1,332 0.10
Nota NOTA Lost 12,700 1.00
বারাসাত লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনBarasat মনোনয়ন জমা9 মনোনয়ন বাতিল1 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ6 মোট প্রার্থী8
পুরুষ ভোটার6,40,075 মহিলা ভোটার5,86,579 অন্যান্য ভোটার- মোট ভোটার12,26,654 ভোটের তারিখ13/05/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনBarasat মনোনয়ন জমা14 মনোনয়ন বাতিল1 মনোনয়ন প্রত্যাহার1 জামানত জব্দ9 মোট প্রার্থী12
পুরুষ ভোটার7,74,305 মহিলা ভোটার7,38,463 অন্যান্য ভোটার24 মোট ভোটার15,12,792 ভোটের তারিখ12/05/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনBarasat মনোনয়ন জমা21 মনোনয়ন বাতিল9 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ10 মোট প্রার্থী12
পুরুষ ভোটার8,72,706 মহিলা ভোটার8,45,502 অন্যান্য ভোটার44 মোট ভোটার17,18,252 ভোটের তারিখ19/05/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনBarasat মোট জনসংখ্যা21,64,370 শহুরে জনসংখ্যা (%) 65 গ্রামীণ জনসংখ্যা (%)35 তফসিলি জাতির জনসংখ্যা (%)18 তফসিলি জনজাতি (%)1 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)81
হিন্দু (%)70-75 মুসলিম (%)25-30 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

ভোটের খবর ২০২৪