বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Dr. Sharmila Sarkar 720302 TMC Won
Asim Kumar Sarkar 559730 BJP Lost
Nirab Khan 176899 CPM Lost
Nirmal Majhi 10976 SUCI Lost
Mukul Biswas 7631 BSP Lost
Sharmila Sarkar 4893 IND Lost
Sajal Kumar De 4182 CPI(ML)(L) Lost
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনই পূর্ব বর্ধমান জেলার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের পর এই কেন্দ্র গঠিত হয়। প্রথমবার এই আসনে জয়ী হন বাম প্রার্থী। ২০১৪ সালে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এই আসন দখল করে। ২০১৯ সালের নির্বাচনেও এখানে জয়ী হন তৃণমূল প্রার্থী। 

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসন হল- রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর এবং কাটোয়া। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনেই জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা।    

২০১৪ সালের নির্বাচনের ফলাফল-

২০০৯ সালে এই আসনে জিতেছিলেন সিপিএম প্রার্থী অনুপ কুমার সাহা। ২০১৪ সালের নির্বাচনে প্রার্থী বদল করে বামেরা। ঈশ্বরচন্দ্র দাস প্রার্থী হন। তৃণমূল প্রার্থী হন সুনীল কুমার মণ্ডল। ২০১৪ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী পান ৫ লক্ষ ৭৪ হাজার ৬৬০ ভোট। অন্যদিকে, সিপিএম প্রার্থী পান ৪ লক্ষ ৬০ হাজার ১৮১ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী সন্তোষ রায় পান ১ লক্ষ ৭০ হাজার ৮২৮ ভোট। সুনীল কুমার মণ্ডল জেতেন ১ লক্ষ ১৪ হাজার ৪৭৯ ভোটে। এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল ১৩ লক্ষ ২০ হাজার ৯২২।

২০১৯ সালের নির্বাচনের ফলাফল-

২০১৯ সালের লোকসভা নির্বাচনেও সুনীল কমার মণ্ডলকে প্রার্থী করে তৃণমূল। এবার তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি। তৃণমূল প্রার্থী পান ৬ লক্ষ ৪০ হাজার ৮৩৪ ভোট। অন্যদিকে, বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পান ৫ লক্ষ ৫১ হাজার ৫২৩ ভোট। সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস পান ১ লক্ষ ৭৫ হাজার ৯২০ ভোট। তৃণমূল প্রার্থী জেতেন ৮৯ হাজার ৩১১ ভোটে। মোট ভোট পড়েছিল ১৪ লক্ষ ৩৯ হাজার ৬০৩টি।

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডল যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে তিনি তৃণমূলে ফিরে আসেন। তবে এবার তাঁকে টিকিট দেয়নি রাজ্যের শাসকদল। চব্বিশের নির্বাচনে তৃণমূল এই আসনে প্রার্থী করেছে চিকিৎসক শর্মিলা সরকারকে। রাজ্যের শাসকদল আসনটি ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।  
 

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Sunil Kumar Mondal তৃণমূল কংগ্রেস Won 6,40,834 44.52
Paresh Chandra Das বিজেপি Lost 5,51,523 38.32
Iswar Chandra Das CPM Lost 1,75,920 12.22
Siddhartha Majumdar কংগ্রেস Lost 38,472 2.67
Mukul Biswas বিএসপি Lost 8,862 0.62
Nirmal Majhi এস ইউ সি আই সি Lost 6,419 0.45
Biplab Mistri BNARP Lost 6,496 0.45
Nota NOTA Lost 10,760 0.75
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Anup Kumar Saha সিপিআইএমএল Won 5,31,987 47.31
Ashoke Biswas তৃণমূল কংগ্রেস Lost 4,72,568 42.03
Sankar Haldar বিজেপি Lost 71,632 6.37
Rabindranath Bag এউডিএফ Lost 17,716 1.58
Raju Malik জেডিপি Lost 12,982 1.15
Mukul Biswas বিএসপি Lost 9,069 0.81
Pejush Kumar Sahana সিপিআইএমএল Lost 8,419 0.75
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Sunil Kumar Mandal তৃণমূল কংগ্রেস Won 5,74,560 43.50
Ishwar Chandra Das সিপিআইএমএল Lost 4,60,181 34.84
Santosh Roy / Ray বিজেপি Lost 1,70,828 12.93
Chandana Mujhi কংগ্রেস Lost 68,884 5.22
Swapan Malik জেএমএম Lost 9,666 0.73
Kalicharan Sardar এস ইউ সি আই সি Lost 7,981 0.60
Piyush Kumar Sahana সিপিআইএমএল Lost 5,919 0.45
Mukul Biswas বিএসপি Lost 5,442 0.41
Prashanta Bagh জেডিপি Lost 3,410 0.26
Nota NOTA Lost 13,951 1.06
বর্ধমান পূর্ব লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনBardhaman Purba মনোনয়ন জমা7 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ5 মোট প্রার্থী7
পুরুষ ভোটার6,74,311 মহিলা ভোটার6,15,000 অন্যান্য ভোটার- মোট ভোটার12,89,311 ভোটের তারিখ07/05/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনBardhaman Purba মনোনয়ন জমা9 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ7 মোট প্রার্থী9
পুরুষ ভোটার7,95,545 মহিলা ভোটার7,36,693 অন্যান্য ভোটার6 মোট ভোটার15,32,244 ভোটের তারিখ30/04/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনBardhaman Purba মনোনয়ন জমা7 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ5 মোট প্রার্থী7
পুরুষ ভোটার8,69,609 মহিলা ভোটার8,28,435 অন্যান্য ভোটার45 মোট ভোটার16,98,089 ভোটের তারিখ29/04/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনBardhaman Purba মোট জনসংখ্যা21,21,614 শহুরে জনসংখ্যা (%) 14 গ্রামীণ জনসংখ্যা (%)86 তফসিলি জাতির জনসংখ্যা (%)31 তফসিলি জনজাতি (%)8 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)61
হিন্দু (%)75-80 মুসলিম (%)20-25 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

ভোটের খবর ২০২৪