ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র

ব্যারাকপুর-শিল্পাঞ্চল। সর্বদাই এই লোকসভা কেন্দ্র রাজনৈতিক দিক থেকে অত্যন্ত ঘটনাবহুল। শিল্পাঞ্চল একটা সময়ে বামেদের ঘাঁটি হিসাবেই পরিচিত ছিল। ২০১১ সালের রাজ্যে পালাবদলের আভাস কিন্তু ২০০৯ সালেই এই লোকসভা কেন্দ্র দিয়েছিল বঙ্গবাসীকে। কাস্তে হাতুড়িকে উপড়ে ফেলে উর্বর জমিতে ফোটে ঘাসফুল। তারপর সেই ঘাসফুলেরও জায়গা দখল করে জন্ম নেয় কমল। এখন রুক্ষ্ম শিল্পাঞ্চলের মাটিতে ফুল বনাম ফুলেরই লড়াই। 

বামেদের গড়

 তবে ২০০৯ সালের আগে পর্যন্ত ব্যারাকপুর ছিল বামেদের গড়। ১৯৯৯ সাল হোক কিংবা ২০০৪ সাল লাল-ঝড়ে পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছিল বিরোধীরা। ব্যারাকপুর ছিল অসিতবরণ তপাদারের গড়। ২০০৪ সালের প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে পরাস্ত করেছিলেন অসিতবরণ তপাদার। পেয়েছিলেন ৪ লক্ষ ৪৩ হাজার ৪৮টি ভোট। কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে রাজ্যে হাওয়া বদলাতে শুরু করেছিল। আভাস মিলে যায় ২০০৯ সালের লোকসভা নির্বাচনেই।

'মুখ' হয়ে ওঠেন দীনেশ
 ২০০৪ সালে যেখানে সিপিএমের অর্ধেকেরও কম ভোট পেয়েছিল তৃণমূল ২০০৯ সালে যেন ল্যান্ড স্লাইড। ২০০৯ সালে তৃণমূল ব্যারাকপুর থেকে লোকসভার প্রার্থী হিসাবে অসিতবরণ তপাদারের বিপরীতে দাঁড় করান দীনেশ ত্রিবেদীকে। সেবার সিপিএম পেয়েছিল প্রায় ৪৩ শতাংশ ভোট আর তৃণমূল পায় প্রায় ৫০ শতাংশ ভোট। দীনেশের ঝুলিতে সেবার ৪ লক্ষ ২৮ হাজার ৬৯৯ জনের সমর্থন।

শিল্পাঞ্চলে সবুজ ঝড়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হননি অসিতবরণ তপাদার। সেবার সিপিএমের ভোট কমেছিল। গত নির্বাচনের তুলনায় সেবার নেগেটিভে ছিল তৃণমূলেরও ভোট। ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন দীনেশ ত্রিবেদী। কিন্তু সিপিএমের জমানা ততদিনে শেষ। 

অর্জুন ওড়ালেন গেরুয়া আবির

এরপর ২০১৯। এবারে ব্যারাকপুরের ভূমিপুত্রদের রাজনৈতিক অবস্থান বদল। তৃণমূলে টিকিট না পেয়ে অর্জুন যোগ দেন বিজেপিতে। তৃণমূলের হয়ে সেবারও প্রতিদ্বন্দ্বিতা করেন দীনেশ ত্রিবেদী। আর অর্জুন গেরুয়া শিবিরের হয়ে। ৪ লক্ষ ৭২ হাজার ৯৭৪ ভোট পেয়ে শিল্পাঞ্চলে গেরুয়া আবির উড়িয়েছিলেন অর্জুন। বিজেপির ২০ শতাংশ ভোট বেড়েছিল। আর তৃণমূল খুইয়েছিল ৪ শতাংশ সমর্থন। 

এর মাঝে অবশ্য আরও কিছু রাজনৈতিক পালাবদল ঘটে যায়। অর্জুন সিং তৃণমূলে গিয়েও লোকসভার ঠিক আগে ফিরে এসেছেন বিজেপিতে। ব্যারাকপুরের ভূমিপুত্র হিসাবে উঠে এসেছেন সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীরা। ব্যারাকপুরের শাসক নেতৃত্বের কাছে এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনিতেই উত্তর ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রে গোষ্ঠীকোন্দল মাথাব্যথার কারণ হয়ে উঠেছে শাসকনেতৃত্বের। আর সেটাকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। কার কোন স্ট্র্যাটেজি কাজ করে যায়, সেটাই দেখার।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Arjun Singh BJP Won 472994 42.82
Dinesh Trivedi তৃণমূল কংগ্রেস Lost 458137 41.48
Gargi Chatterjee সিপিআইএমএলএন Lost 117456 10.63
Md Alam কংগ্রেস Lost 15816 1.43
Nota NOTA Lost 12731 1.15
Ramu Mandi আইএনডি Lost 8136 0.74
Tapash Sarkar বিএসপি Lost 3838 0.35
Sourav Singh আইএনডি Lost 3534 0.32
Md Shyead Ahamed আইএনডি Lost 2984 0.27
Shampa Sil আইএনডি Lost 2271 0.21
Ganesh Das আইএনডি Lost 1705 0.15
Pradip Chaudhuri এস ইউ সি আই সি Lost 1632 0.15
Gopal Raut আইএনডি Lost 1042 0.09
Krishanpal Balmiki আইএনডি Lost 858 0.08
Kundan Singh আইএনডি Lost 713 0.06
Uday Veer Choudhury আইএনডি Lost 670 0.06
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?