কাঁথি লোকসভা কেন্দ্র

কাঁথি লোকসভা কেন্দ্র

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি লোকসভা কেন্দ্র। বলা যায়, এটি মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ অধিকারী পরিবারের দুর্গ। এই কেন্দ্রে ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত সাংসদ রয়েছেন শিশির অধিকারী। তিনি তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন। যদিও বর্তমানে তৃণমূলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। চব্বিশের নির্বাচনে কাঁথি আসনে বিজেপির প্রার্থী হয়েছেন শিশির-পুত্র সৌমেন্দু। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক।

পূর্ব মেদিনীপুরের অন্তর্গত অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল কাঁথি। এই কেন্দ্রে মোট ৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এগুলি হল, রামনগর, পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, খেজুরি, ভগবানপুর, চাঁদিপুর এবং দিঘা। ২০২১ সালে সবুজ ঝড়ের আঁচ পড়েনি কাঁথি লোকসভা কেন্দ্রে। এখানে ৭টি বিধানসভা কেন্দ্রের ৪টি যায় বিজেপির দখলে। তিনটি বিধান সভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। 

২০০৯ সালের লোকসভা নির্বাচনে

২০০৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রথমবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন শিশির অধিকারী। তিনি সিপিএমের প্রশান্ত প্রধানকে ১ লক্ষের বেশি ভোটে পরাজিত করেছিলেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচন

২০১৪ সালেও তৃণমূলের টিকিটে জয়ী হন শিশির অধিকারী। সিপিএমের তাপস সিনহাকে ২ লক্ষের বেশি ভোটে পরাজিত করেছিলেন তিনি। 

২০১৯ সালের লোকসভা নির্বাচন

২০১৯ সালেও কাঁথি থেকে জয়ী হয়ে হ্যাটট্রিক করেছিলেন শিশির অধিকারী। সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী দেবাশিস সামন্তকে ১ লক্ষের বেশি ব্যবধানে পরাজিত করেন শিশির অধিকারী।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Adhikari Sisir তৃণমূল কংগ্রেস Won 711872 49.98
Dr Debasish Samanta BJP Lost 600204 42.14
Paritosh Pattanayak সিপিআইএমএলএন Lost 76185 5.35
Dipak Kumar Das কংগ্রেস Lost 16851 1.18
Nota NOTA Lost 8687 0.61
Kenaram Misra এস এস Lost 4147 0.29
Manas Pradhan এস ইউ সি আই সি Lost 3297 0.23
Barman Khokan বিএসপি Lost 3004 0.21
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪