কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। এ কেন্দ্রে পড়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানকার বর্তমান বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজনৈতিক ঠিকানাই নয়, এ দক্ষিণ কলকাতা মমতার শৈশব, বেড়ে ওঠা, বহু লড়াই, সাফল্যেরও সাক্ষী। সুতরাং রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা দক্ষিণের গুরুত্ব একটু বেশিই। এই কেন্দ্রের বর্তমান সাংসদ মালা রায়। তার আগে সুব্রত বক্সী ছিলেন দু'বারের সাংসদ। আর তার আগে এ কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্র থেকেই ১৯৭১ সালে সাংসদ হয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি।

১৯৯১ সালের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন সিপিএমের বিপ্লব দাশগুপ্ত। মমতা তখন কংগ্রেসে। সেবার মমতার প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.৪৬ শতাংশ। ১৯৯৬ সালের সিপিএম প্রার্থীকে হারিয়ে মমতা জেতেন। সেবারও তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী। এরপর ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আবারও জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯-এর লোকসভা ভোট, জয়ী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দুই ভোটেও (২০০৪ ও ২০০৯ সাল) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায়, জয়ীর নামও মমতা। একটা সময় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক হয়ে ওঠেন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী। বিধানসভা ভোট ঘোষণা হয়েছে এ রাজ্যে। তৃণমূলকে নেতৃত্ব দিলেন তিনি, গোটা রাজ্য চষে ফেললেন ভোট প্রচারে। বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ল তৃণমূল। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে হেঁটে গেলেন রাইটার্স বিল্ডিংয়ে। পিছনে জনতার ঢল চলেছে। রাইটার্সের দোতলার বারান্দায় দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়লেন মমতা। এরপর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে এলেন তিনি। যে কেন্দ্র থেকে ২০১১র ভোটে জিতেছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুব্রত বক্সী। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সুব্রত বক্সী লড়লেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সাংসদও হলেন তিনি।

২০০৯ সালের ফলাফল

২০০৯ সালে সিপিএমের রবীন দেবকে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৪৫। রবীন দেব পান ৩ লক্ষ ৫৬ হাজার ৪৭৪টি ভোট। এ নিয়ে পরপর দু'বার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারেন রবীন দেব। ৩৯ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন বিজেপির জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালের ফলাফল 

২০১১ সালে উপনির্বাচনে জেতার পর ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হন সুব্রত বক্সী। আবারও জেতেন তিনি। দ্বিতীয় স্থানে বিজেপির তথাগত রায়। ৩৬.৯৫ শতাংশ ভোট পান বক্সী, তথাগত পান ২৫.২৮ শতাংশ।

২০১৯-এর ফলাফল

২০১৯ সালের লোকসভা ভোটে এ কেন্দ্রে প্রার্থী বদল করে তৃণমূল। শোনা যায়, সুব্রত বক্সী আর ভোটের ময়দানে থাকতে চাইছিলেন না। সংগঠনেই ১০০ শতাংশ নজর দিতে চাইছিলেন। মালা রায়কে প্রার্থী করা হয়। বিজেপির চন্দ্রকুমার বোসকে হারিয়ে জেতেন মালা। ৪৭.৫০ শতাংশ ভোট পান মালা, চন্দ্র বোস পান ৩৪.৬৪ শতাংশ ভোট। 

এ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভাই তৃণমূলের

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। প্রত্যেকটিতেই এই মুহূর্তে ঘাসফুল ফুটে আছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, বাবুল সুপ্রিয়, রত্না চট্টোপাধ্যায়, জাভেদ খানের মতো তৃণমূল নেতারা এইসব কেন্দ্রের বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে এ কেন্দ্রের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমও। পার্থ এখন নিয়োগদুর্নীতিকাণ্ডে জেলে। যদিও শাসকনেতৃত্ব বলছে, ভোটে তার প্রভাবের কোনও প্রশ্নই নেই।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mala Roy তৃণমূল কংগ্রেস Won 573119 47.50
Chandra Kumar Bose BJP Lost 417927 34.64
Nandini Mukherjee সিপিআইএমএলএন Lost 140275 11.63
Mita Chakraborty কংগ্রেস Lost 42618 3.53
Nota NOTA Lost 14824 1.23
Santanu Roy আইএনডি Lost 4564 0.38
Rita Dutta আইএনডি Lost 2457 0.20
Debabrata Bera এস ইউ সি আই সি Lost 2391 0.20
Sarfaraz Khan বিএসপি Lost 2360 0.20
Sridhar Chandra Bagari এস এস Lost 1697 0.14
Niraj Agarwal আইএনডি Lost 1658 0.14
Kashinath Das আইএনডি Lost 1253 0.10
Badal Mondal আইএনডি Lost 801 0.07
Gautam Mitra আইএনডি Lost 701 0.06
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?