কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Mala Roy 615274 TMC Won
Debasree Chaudhuri 428043 BJP Lost
Saira Shah Halim 168531 CPM Lost
Niraj Agarwal 4032 IND Lost
Firoza Khatun 3975 BSP Lost
Santanu Roy 2920 IND Lost
Zubair Rabbani 2300 SUCI Lost
Susanta Mondal 2091 IND Lost
Mumtaz Ali 1969 IND Lost
Mukti 1544 RTRP Lost
Sanjoy (Rana) Chanda 1193 KMSP Lost
Sanjana Ram 1056 IND Lost
Yasmin Islam 985 SDPI Lost
Atanu Das 971 IND Lost
Mridul Ojha 862 IND Lost
Dipendu Hazra 804 IND Lost
Md. Shakil Warsi 504 IND Lost
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী। এ কেন্দ্রে পড়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখানকার বর্তমান বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজনৈতিক ঠিকানাই নয়, এ দক্ষিণ কলকাতা মমতার শৈশব, বেড়ে ওঠা, বহু লড়াই, সাফল্যেরও সাক্ষী। সুতরাং রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা দক্ষিণের গুরুত্ব একটু বেশিই। এই কেন্দ্রের বর্তমান সাংসদ মালা রায়। তার আগে সুব্রত বক্সী ছিলেন দু'বারের সাংসদ। আর তার আগে এ কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্র থেকেই ১৯৭১ সালে সাংসদ হয়েছিলেন প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি।

১৯৯১ সালের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন সিপিএমের বিপ্লব দাশগুপ্ত। মমতা তখন কংগ্রেসে। সেবার মমতার প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.৪৬ শতাংশ। ১৯৯৬ সালের সিপিএম প্রার্থীকে হারিয়ে মমতা জেতেন। সেবারও তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী। এরপর ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আবারও জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯-এর লোকসভা ভোট, জয়ী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দুই ভোটেও (২০০৪ ও ২০০৯ সাল) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায়, জয়ীর নামও মমতা। একটা সময় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র আর মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক হয়ে ওঠেন।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী। বিধানসভা ভোট ঘোষণা হয়েছে এ রাজ্যে। তৃণমূলকে নেতৃত্ব দিলেন তিনি, গোটা রাজ্য চষে ফেললেন ভোট প্রচারে। বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়ল তৃণমূল। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে হেঁটে গেলেন রাইটার্স বিল্ডিংয়ে। পিছনে জনতার ঢল চলেছে। রাইটার্সের দোতলার বারান্দায় দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়লেন মমতা। এরপর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে এলেন তিনি। যে কেন্দ্র থেকে ২০১১র ভোটে জিতেছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুব্রত বক্সী। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সুব্রত বক্সী লড়লেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সাংসদও হলেন তিনি।

২০০৯ সালের ফলাফল

২০০৯ সালে সিপিএমের রবীন দেবকে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৪৫। রবীন দেব পান ৩ লক্ষ ৫৬ হাজার ৪৭৪টি ভোট। এ নিয়ে পরপর দু'বার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারেন রবীন দেব। ৩৯ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন বিজেপির জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালের ফলাফল 

২০১১ সালে উপনির্বাচনে জেতার পর ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হন সুব্রত বক্সী। আবারও জেতেন তিনি। দ্বিতীয় স্থানে বিজেপির তথাগত রায়। ৩৬.৯৫ শতাংশ ভোট পান বক্সী, তথাগত পান ২৫.২৮ শতাংশ।

২০১৯-এর ফলাফল

২০১৯ সালের লোকসভা ভোটে এ কেন্দ্রে প্রার্থী বদল করে তৃণমূল। শোনা যায়, সুব্রত বক্সী আর ভোটের ময়দানে থাকতে চাইছিলেন না। সংগঠনেই ১০০ শতাংশ নজর দিতে চাইছিলেন। মালা রায়কে প্রার্থী করা হয়। বিজেপির চন্দ্রকুমার বোসকে হারিয়ে জেতেন মালা। ৪৭.৫০ শতাংশ ভোট পান মালা, চন্দ্র বোস পান ৩৪.৬৪ শতাংশ ভোট। 

এ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভাই তৃণমূলের

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। প্রত্যেকটিতেই এই মুহূর্তে ঘাসফুল ফুটে আছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, বাবুল সুপ্রিয়, রত্না চট্টোপাধ্যায়, জাভেদ খানের মতো তৃণমূল নেতারা এইসব কেন্দ্রের বিধায়ক। তাৎপর্যপূর্ণভাবে এ কেন্দ্রের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমও। পার্থ এখন নিয়োগদুর্নীতিকাণ্ডে জেলে। যদিও শাসকনেতৃত্ব বলছে, ভোটে তার প্রভাবের কোনও প্রশ্নই নেই।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mala Roy তৃণমূল কংগ্রেস Won 5,73,119 47.50
Chandra Kumar Bose বিজেপি Lost 4,17,927 34.64
Nandini Mukherjee CPM Lost 1,40,275 11.63
Mita Chakraborty কংগ্রেস Lost 42,618 3.53
Santanu Roy আইএনডি Lost 4,564 0.38
Debabrata Bera এস ইউ সি আই সি Lost 2,391 0.20
Rita Dutta আইএনডি Lost 2,457 0.20
Sarfaraz Khan বিএসপি Lost 2,360 0.20
Sridhar Chandra Bagari এসএস Lost 1,697 0.14
Niraj Agarwal আইএনডি Lost 1,658 0.14
Kashinath Das আইএনডি Lost 1,253 0.10
Badal Mondal আইএনডি Lost 801 0.07
Gautam Mitra আইএনডি Lost 701 0.06
Nota NOTA Lost 14,824 1.23
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mamata Banerjee তৃণমূল কংগ্রেস Won 5,76,045 57.19
Rabin Deb সিপিআইএমএল Lost 3,56,474 35.39
Jyotsna Banerjee বিজেপি Lost 39,744 3.95
Paresh Chandra Roy বিএসপি Lost 6,745 0.67
Yusuf Jamal Siddique আইএনডি Lost 6,042 0.60
Asif Md এম ইউ এল Lost 5,896 0.59
Ram Chandra Prasad আইএনডি Lost 4,091 0.41
Nishat Khan আইএনডি Lost 2,923 0.29
Barnali Mukhopadhyay আইএনডি Lost 2,623 0.26
Arun Biswas আইএনডি Lost 1,984 0.20
Pijush Banerjee আইএনডি Lost 1,674 0.17
Jayanta Datta আইএনডি Lost 1,512 0.15
Leela Hans আইজেপি Lost 1,472 0.15
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Subrata Bakshi তৃণমূল কংগ্রেস Won 4,31,715 36.96
Thathagata Roy বিজেপি Lost 2,95,376 25.29
Nandini Mukherjee সিপিআইএমএল Lost 2,78,414 23.84
Mala Roy কংগ্রেস Lost 1,13,453 9.71
Omprakash Prajapati বিএসপি Lost 4,564 0.39
Ashoke Biswas আইএনডি Lost 4,335 0.37
Zubair Rabbani এস ইউ সি আই সি Lost 3,994 0.34
K P Md Sharif আইইউএমএল Lost 3,776 0.32
Shamali Das আইএনডি Lost 3,356 0.29
Hitangshu Banerjee এএমবি Lost 2,921 0.25
Badri Mondal আইএনডি Lost 1,844 0.16
Md Heshamuddin ডব্লিউপিও আই Lost 1,554 0.13
Syed Md Wasim Raza এ আই এম এফ Lost 1,195 0.10
Karan Singh আইজেপি Lost 1,103 0.09
Raveendran T P সিপিআই এমএল আর Lost 875 0.07
Nota NOTA Lost 19,511 1.67
কলকাতা দক্ষিণ লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনKolkata Dakshin মনোনয়ন জমা13 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ11 মোট প্রার্থী13
পুরুষ ভোটার8,21,490 মহিলা ভোটার6,84,148 অন্যান্য ভোটার- মোট ভোটার15,05,638 ভোটের তারিখ13/05/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনKolkata Dakshin মনোনয়ন জমা15 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ12 মোট প্রার্থী15
পুরুষ ভোটার8,90,251 মহিলা ভোটার7,95,037 অন্যান্য ভোটার8 মোট ভোটার16,85,296 ভোটের তারিখ12/05/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনKolkata Dakshin মনোনয়ন জমা16 মনোনয়ন বাতিল3 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ11 মোট প্রার্থী13
পুরুষ ভোটার8,96,905 মহিলা ভোটার8,31,913 অন্যান্য ভোটার33 মোট ভোটার17,28,851 ভোটের তারিখ19/05/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনKolkata Dakshin মোট জনসংখ্যা19,72,769 শহুরে জনসংখ্যা (%) 98 গ্রামীণ জনসংখ্যা (%)2 তফসিলি জাতির জনসংখ্যা (%)6 তফসিলি জনজাতি (%)0 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)94
হিন্দু (%)75-80 মুসলিম (%)15-20 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

ভোটের খবর ২০২৪