কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম হল কৃষ্ণনগর। নদিয়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। এর অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল- তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, ছাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রে ধারাবাহিক ভাবে জিতে আসছে তৃণমূল কংগ্রেস। ২০০৪ সালে এই কেন্দ্রে শেষ বার জিতেছিল বামপ্রার্থী। ১৯৯৯ সালে এই কেন্দ্রে জিতেছিল বিজেপি। তার আগে এই কেন্দ্র দীর্ঘ দিন ছিল বামেদের দখলে। 

২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী, এই কেন্দ্রের মোট ভোটার ১৬ লক্ষেরও বেশি। এর মধ্যে মুসলিম ভোট হয়েছে প্রায় ৫ লক্ষ ৯০ হাজার। এই কেন্দ্রে গ্রামীণ ভোটারের সংখ্যা ১৪ লক্ষেরও বেশি। নদিয়া জেলার একটি বড় অংশ নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত। 

১৯৯৯ সালে এই কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায়। যিনি ডালু হিসাবে রাজনৈতিক মহলে জনপ্রিয়। সে বার জিতে এনডিএ সরকারের মন্ত্রীও হয়েছিলেন তিনি। অবশ্য ২০০৪ সালে এই কেন্দ্রে জেতেন সিপিএম প্রার্থী জ্যোতির্ময়ী শিকদার। কিন্তু ২০০৯ সালে ঘটে পালাবদল। সে বছর জ্যোতির্ময়ী শিকদারকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী তথা অভিনেতা তাপস পাল। ২০১৪ সালেও জেতেন তাপস পালই। ২০০৯ সালে তাঁর জয়ের ব্যবধান ছিল সাড়ে ৭৭ হাজারেরও বেশি। সে বছর এই লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভাতেই এগিয়ে ছিল তৃণমূল। ২০১৪ সালে ব্যবধান কমলেও জয় পেতে সমস্যা হয়নি তাপস পালের। ৭১ হাজার ভোটে জেতেন তিনি। 

২০১৯ সালে তৃণমূল কৃষ্ণনগর থেকে প্রার্থী করেছিল মহুয়া মৈত্রকে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে কৃষ্ণনগর থেকে ৬৫ হাজার ৪০৪ ভোটে জেতেন মহুয়া। যদিও ঘুষ নিয়ে প্রশ্নের অভিযোগে এ বছর তাঁর সাংসদ পদ খারিজ হয়। যা নিয়ে বিতর্কও ছড়িয়েছিল। গত কয়েক বছরে মহুয়া মৈত্র দেশের রাজনীতির অন্যতম পরিণত হয়ে উঠেছিল। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে উল্লেখযোগ্য ভোটবৃদ্ধি হয়েছিল বিজেপির। ২০২১ সালে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬টিতেই জেতে তৃণমূল। তবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয় পায় বিজেপি। বিজেপির হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন তৃণমূলত্যাগী মুকুল রায়। যদিও শারীরিক অসুস্থতার জন্য রাজনীতির আঙিনায় এখন দেখা মেলে না তাঁর। এই কেন্দ্রে এ বারও মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল। সেখান থেকে জিতে দ্বিতীয়বারের জন্য মহুয়া সাংসদ হতে পারেন কি না, সেটাই এখন দেখার।

প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mahua Moitra তৃণমূল কংগ্রেস Won 614872 45.00
Kalyan Chaubey BJP Lost 551654 40.37
Jha Shantanu সিপিআইএমএলএন Lost 120222 8.80
Intaj Ali Shah কংগ্রেস Lost 38305 2.80
Khodabox Shaikh এস ইউ সি আই সি Lost 8112 0.59
Subimal Sengupta সিপিআইএমএলএন Lost 7585 0.56
Nota NOTA Lost 7508 0.55
Nirapada Modak আইএনডি Lost 6512 0.48
Uddhab Roy বিএসপি Lost 4199 0.31
Ashok Agarwala (Lalu Da) আইএনডি Lost 2967 0.22
Bhaskar Paul আইএনডি Lost 2282 0.17
Jayanto Debnath এএইচএনপি Lost 2225 0.16
Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪