Punjab Assembly Election: ‘একমাত্র কংগ্রেসই পারে, সবাইকে…’, রাহুলের গলায় আত্মবিশ্বাসী সুর

Rahul Gandhi: দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী মুখ হিসেবে চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সংসদের মুখে চন্নির প্রশংসাও শোনা গিয়েছে।

Punjab Assembly Election: 'একমাত্র কংগ্রেসই পারে, সবাইকে...', রাহুলের গলায় আত্মবিশ্বাসী সুর
রাহুল গান্ধী ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 6:58 AM

হসিয়ারপুর: আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। উত্তরের সীমান্তবর্তী এই রাজ্যের নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত জাতীয় রাজনীতি। দেশের যে কয়েকটি স্বল্প সংখ্যক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, পঞ্জাব তার অন্যতম। তাই পঞ্জাবের ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস (Congress)। সোমবারই ভোটমুখী পঞ্জাবে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। নির্বাচনী সভা থেকে পঞ্জাবের সাধারণ জনগণ করে কোনও রকম পরীক্ষা নিরীক্ষা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন কংগ্রেস সাংসদ। রাহুলের দাবি, ‘একমাত্র কংগ্রেসই পঞ্জাবকে সযত্নে রাখতে পারবে।’ হসিয়ারপুরের জনসভা থেকে রাহুল বলেন, একমাত্র কংগ্রেস পঞ্জাবের সমস্যাগুলি বুঝতে পারে এবং তাঁরাই রাজ্যকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। “পঞ্জাবের শান্তি-শৃঙ্খলা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন এটা কোন ল্যাবরেটরী নয়। তাই পরীক্ষা-নিরীক্ষা করার কোনও জায়গা নেই।” বলেন কংগ্রেস সাংসদ।

“আপনারা কংগ্রেসকে বোঝেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কংগ্রেস সবাইকে নিয়ে চলতে জানে। এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে। এটা কোনও পরীক্ষা নিরীক্ষার সময় নয়। শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও একতা কংগ্রেসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলি বজায় রাখতে যে কোনও ধরনের ত্যাগ করতে পারে কংগ্রেস। কংগ্রেস একমাত্র দল যারা সব ধর্ম ও জাতির জনগণকে নিয়ে একসঙ্গে চলতে পারে।” বলেন রাহুল গান্ধী।

দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী মুখ হিসেবে চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সংসদের মুখে চন্নির প্রশংসাও শোনা গিয়েছে। রাহুল জানিয়েছে, চন্নি গরিবদের সমস্যা সব থেকে ভালো বোঝেন। তিনি বলেন, “আমাদের সরকার কৃষকদের পক্ষে। সেই কারণেই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম এবং বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতা করেছিলাম। দীর্ঘ এক বছর ধরে কৃষকদের সমস্যার মধ্যে ফেলে রেখে ভুল স্বীকার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও অবধি মৃত ৭০০ জন কৃষকের পরিবারকে কোনও ধরনের ক্ষতিপূরণ দেয়নি কেন্দ্র।” কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এদিন আদমি পার্টিকে আক্রমণ করেন রাহুল। রাহুলের দাবি, দিল্লিতে আম আদমি পার্টির সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং পঞ্জাব সম্পর্কে তাদের কোনও ধারনাই নেই।

আরও পড়ুন: বড় খবর! আর্থিক প্রতারণায় তৃণমূলের তারকা বিধায়ক সোহমের আপ্ত সহায়ক গ্রেফতার

আরও পড়ুন : তৃণমূলের প্রতীক ছাড়া দাঁড়িয়ে কী ফল হয়েছিল সবাই দেখেছে! সুজিতের নিশানায় সেই সব্যসাচী