কলকাতা : পুরভোট যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে শাসক- বিরোধী তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মেরুকরণ ও তোষণের রাজনীতি করার অভিযোগ আগেও তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ, তিনি দুর্গা পূজার মন্ত্র বিকৃত করেছেন। তাঁকে শিক্ষা দিতে তৃণমূলকে হারাতে হবে বলে বার্তা দিলেন নন্দীগ্রামের বিধায়ক। বিজেপির পুর প্রার্থী সজল ঘোষের হয়ে প্রচারে এসে আজ এই বার্তা দেন শুভেন্দু।
এ দিন তিনি বলেন, ‘আপনারা যদি তোলমূলের প্রার্থীকে জেতান, তাহলে মেয়র হবেন ফিরহাদ হাকিম। সেটা যদি না চান তাহলে পদ্ম ছাড়া উপায় নেই।’ শুভেন্দুর অভিযোগ, দুর্গা পূজার মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ। বিরোধী দলনেতা বলেন, ‘আপনার ধর্মকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোনও কলমা বিকৃত করতে পারেন না আপনি, অথচ দুর্গা পূজার মন্ত্র বিকৃত করে বললেন মমতা রূপেণ সংস্থিতা।’
কলকাতায় মিনি পাকিস্তান আছে বলে যে মন্তব্য করেছিলেন ফিরহাদ, এ দিন সে কথাও মনে করিয়ে দেন শুভেন্দু। চেনা সুরে তৃণমূলকে তোলামূল বলে আক্রমণ করে শুভেন্দু বলেন, এদের অত্যাচার থেকে কলকাতাকে মুক্ত করতে হলে সজল ঘোষদের ভোট দিন।
শুভেন্দু এ দিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু হিন্দু করছেন। কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে।’ মমতাকে সরাসরি আক্রমণ করে, শুভেন্দু বলেন, ‘উনি মেরুকরণের রাজনীতি করেন, গদি টেকাতে তোষণের রাজনীতি করেন।’ বাংলাদেশে দুর্গা পূজার সময় যে ঘটনা ঘটেছিল, তাতে মমতা কোনও মন্তব্য করেননি বলে উল্লেখ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মমতা কোনও কথা বলেননি। বাংলাদেশ বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করেছেন।’
শুভেন্দু বলেন, আজ দুর্গা পূজা নিয়ে বড় বড় কথা বলছেন। চার বছর আগে মহরমের জন্য বিজয়া পিছিয়ে যায়। উল্লেখ্য, দুর্গাপুজোকে ইউনেসকো যে স্বীকৃতি দিয়েছে, তার কৃতিত্ব দাবি করেছেন মমতাই। তিনি জানিয়েছেন, ২০১৬ থেকে দুর্গা পুজোকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে তৎপর ছিলেন তিনি। পুরভোটের প্রচারে গিয়ে মমতা বলেন, ‘আমার হৃদয় ভরে গিয়েছে। বাংলা বিশ্ব বাংলা হয়ে গিয়েছে। বাংলা বিশ্ব সেরা হয়ে গিয়েছে। আমি যখন বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আপনাদের গায়েও নিশ্চয় কাঁটা দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি ২০১৬ থেকে চেষ্টা করছিলাম। পুজো কার্নিভাল মাথা থেকে বের করেছিলাম। ক্লাবগুলোকে আমরা ৫০ হাজার টাকা করে দিই। মমতার কথায়, আমাদের পুজো বর্ণময়, ছন্দময়, সংস্কৃতিময়।
গতকাল মমতা দাবি করেন, সিঙ্গুরে ধর্না চলাকালীন তাঁকে ট্রাক দিয়ে মারতে যাওয়া হয়েছিল। এ দিন তার জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘সিঙ্গুরে মমতা ১৫ দিন বসে ছিলেন। বুদ্ধদেব বাবু ছিলেন বলে বসতে পেরেছিলেন। অন্য কেউ হলে পারতেন না। আবার বলে আমাদের ট্রাক দিয়ে মারতে এসেছিল। এত বড় মিথ্যাবাদী।’
রাজ্য কেন শুল্ক কমাচ্ছে না, সেই প্রশ্ন তুলে সরব হন শুভেন্দু। তাঁর দাবি, কংগ্রেসের ঋণ শোধ করার পরও মোদী পেট্রোল-ডি়জেলের দাম কমিয়েছেন, এনেক কংগ্রেস শাসিত রাজ্যও শুল্ক কমিয়েছে, কিন্তু তৃণমূল সরকার দাম কমায়নি।
আরও পড়ুন : KMC Election 2021: নির্বাচনে বাধা দেখলেই ফোন করুন ওসির নম্বরে, ভোটার নিরাপত্তা নিশ্চিত করতে হোর্ডিং শহরে